Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অপ্রমাণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অপ্রমাণ এর বাংলা অর্থ হলো -

(p. 42) apramāṇa বি. প্রমাণের অভাব।
বিণ. প্রমাণিত নয় বা হয়নি এমন, অপ্রমাণিত।
অপ্রমাণিত বিণ. প্রমাণিত হয়নি এমন।
[সং. ন + প্রমাণ]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অপতন
(p. 34) apatana বি. পতিত না হওয়া, পড়ে না যাওয়া, স্খলিত না হওয়া। [সং. ন + পতন]। বিণ. অপতিত। 91)
অচিন্তিত, অচিন্তিত-পূর্ব
(p. 8) acintita, acintita-pūrba বিণ. ভাবা বা অনুমান করা হয়নি এমন; আগে ভাবা হয়নি এমন। [সং. ন+চিন্তিত, চিন্তিতপূর্ব]। 68)
অনু-নয়
(p. 28) anu-naẏa বি. মিনতি, বিনীত অনুরোধ। [সং. অনু + √ নী + অ]। ̃ বিনয় বি. সাধ্যসাধনা; কাতর প্রার্থনা। অনু-নয়ী (-য়িন্) বিণ. অনুনয় করে এমন। 21)
অপোষ্য
অভিনিবিষ্ট
অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অভি-রুচি
(p. 50) abhi-ruci বি. প্রবৃত্তি (ব্যক্তিগত অভিরুচি); অভিলাষ, ইচ্ছা (তোমার যেমন অভিরুচি তেমনিই করো)। [সং. অভি + √ রুচ্ + ই]। 121)
অব্যাপার
(p. 50) abyāpāra বি. অকাজ, বাজে কাজ; যে ব্যপারে অভিজ্ঞতা নেই। [সং. ন + ব্যাপার]। 39)
অরক্ষিত
(p. 60) arakṣita বিণ. 1 রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); 2 পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); 3 অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]। 26)
অনু-সর্গ
(p. 32) anu-sarga বি. 1 বিশেষার্থবোধক শব্দ বা ধাতুর শেষে যোগ করা হয় এমন শব্দ, suffix; 2 যে শব্দ কোনো পদের পরে বসে বিভক্তির কাজ করে। [সং. অনু + √ সৃজ্ + অ]। 4)
অমূল2
(p. 57) amūla2 বিণ. 1 ভিত্তিহীন; 2 মূল বা শিকড় নেই এমন। [সং. ম + মূল]। অমূলক বিণ. 1 মূল বা শিকড় নেই এমন; 2 ভিত্তিহীন, কাল্পনিক (অমূলক ভয়, অমূলক সন্দেহ)। 47)
অধরোষ্ঠ, অধরৌষ্ঠ
অনাধি-কার
অস্ত্রোপ-চার
অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
অহল্যা 2
(p. 75) ahalyā 2 বিণ. 1 হল বা লাঙল চালনার অযোগ্য, কর্ষণের বা চাষের অযোগ্য; 2 হল বা লাঙল দিয়ে কর্ষণ বা চাষ করা হয়নি এমন (পার্বত্য অঞ়্চলের অহল্যা ভুমি)। [সং. ন + হল্য (=হলকর্ষণযোগ্য) + আ (স্ত্রী.)]। 23)
অব-রুদ্ধ
অগদ
(p. 6) agada বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই। বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]। ̃ তন্ত্র বি. বিষবিজ্ঞান, toxicology. 14)
অত্রি
অসমী-করণ
(p. 70) asamī-karaṇa বি. (গণি.) সমীকরণ বা সদৃশীকরণের অভাব, inequation. [সং. ন + সমীকরণ]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2555572
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2162650
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1757118
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 979787
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 892262
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 843126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 702291
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 606177

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us