Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভি-যান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অভি-যান এর বাংলা অর্থ হলো -

(p. 50) abhi-yāna বি. (দেশ জয়, দেশ আবিষ্কার, শত্রু দমন, অজানাকে জানা ইত্যাদি উদ্দেশ্যে) সদলবলে যাত্রা (নিরক্ষতার বিরুদ্ধে অভিযান, এভারেষ্ট জয়ের অভিযান, সমুদ্র অভিযান, আলেকজান্ডারের অভিযান)।
[সং. অভি + √ যা + অন]।
115)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অস্খলন
(p. 73) askhalana বি. স্খলন বা বিচ্যুতির অভাব; খুলে বা খসে না পড়া। [সং. ন + স্খলন]। অস্খলিত বিণ. বিচ্যুত হয়নি বা খুলে যায়নি এমন (অস্খলিত বসন)। 4)
অথবা
(p. 14) athabā অব্য 1 কিংবা, বা; 2 পক্ষান্তরে। [সং. অথ+বা]। 66)
অনু-গমন
অনেকাংশ
(p. 32) anēkāṃśa বি. বেশির ভাগ। [সং. অনেক + অংশ]। অনেকাংশে ক্রি-বিণ. মূলত; পুরোপুরি না হলেও মোটামুটিভাবে (তাঁর কথা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে). 22)
অটল
(p. 8) aṭala বিণ. 1 যাকে টলানো যায় না, অচঞ্চল, স্হির; 2 দৃঢ় (অটল বিশ্বাস)। [সং. ন+টল]। 146)
অশাশ্বত
(p. 65) aśāśbata বিণ. চিরকালের নয় এমন, চিরকালীন নয় এমন; অনিত্য; অস্হির। [সং. ন + শাশ্বত]। 22)
অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অফুটন্ত
(p. 43) aphuṭanta বিণ. (ফুল ইত্যাদি সম্পর্কে) ফোটেনি এমন; (ভাত ইত্যাদি সম্পর্কে) ভালোভাবে ফোটেনি বা সিদ্ধ হয়নি এমন। [সং. ন + বাং. ফুটন্ত]। 19)
অম্ভ, অম্ভঃ
(p. 59) ambha, ambhḥ বি. জল। [সং. অন্ভ্ + অস্]। ̃ .সার বি. মুক্তা। অম্ভোজ বিণ. জলজাত। বি. 1 পদ্ম; 2 শঙ্খ; 3 চন্দ্র। অম্ভোদ বি. মেঘ। অম্ভোধি, অম্ভো-নিধি বি. সমুদ্র। 10)
অবর্ণ
(p. 45) abarṇa বি. নিচু জাতি। বিণ. বর্ণহীন, বর্ণ নেই এমন। [সং. ন + বর্ণ]।
অকথ্য
(p. 2) akathya দ্র অকথনীয়। 8)
অনু-দৈর্ঘ্য
(p. 28) anu-dairghya বিণ. দৈর্ঘ্য বরাবর, longitudinal (বি. প.)। [সং. অনু + দৈর্ঘ্য]। 10)
অপ্রকৃত
(p. 40) aprakṛta বিণ. প্রকৃত বা খাঁটি নয় এমন; আসল নয় এমন; অযথার্থ। [সং. ন + প্রকৃত]। অপ্রকৃত-ভগ্নাংশ বি. যে ভগ্নাংশে হররাশির চেয়ে লবরাশি বড়। 52)
অহং-কার, অহঙ্কার
(p. 75) aha-ṅkāra, ahaṅkāra বি. নিজের সম্পর্কে বড়াই বা গর্ব, অহমিকা; আত্মম্ভরিতা। [সং. অহম + √ কৃ + অ]। অহং-কারী (রিন্) বিণ. নিজের সম্পর্কে বড়াই করে এমন। অহং-কৃত বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক। অহংকারে মাটিতে পা না পড়া ক্রি. বি. অহংকারে এতই অন্ধ যে নিজেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা; অহংকারে অন্যকে গ্রাহ্যই না করা। 16)
অনু-ভাবিত
(p. 30) anu-bhābita বিণ. অনুভব করানো হয়েছে এমন। [সং. অনু + √ ভূ + ণিচ্ + ত]। 5)
অনন্তর
অনাদ্য
(p. 24) anādya বিণ. আদি বা উত্স নেই এমন, অনাদি। [সং. ন + আদ্য]। 22)
অইছন, অইসন
অরুন্তুদ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185206
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025940
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us