Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভি-সম্পাত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অভি-সম্পাত এর বাংলা অর্থ হলো -

(p. 50) abhi-sampāta বি. অভিশাপ; অন্যের অনিষ্ট কামনা।
[সং. অভি + সম্পাত]।
136)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অভি-সরণ
(p. 50) abhi-saraṇa বি. অনুসরণ, অনুগমন, পিছন পিছন যাওয়া; অভিসার। [সং. অভি + √ সৃ + অন]। 137)
অভিধা
(p. 50) abhidhā বি. 1 নাম, সংজ্ঞা; উপাধি; 2 শব্দের যে শক্তির দ্বারা তার মূল অর্থ বোঝা যায়। [সং. অভি + √ ধা + অ]। 86)
অখ্যাত
অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অপ্রধান
(p. 42) apradhāna বিণ. শ্রেষ্ঠ বা মুখ্য নয় এমন; গৌণ। [সং. ন + প্রধান]। 12)
অদেয়
(p. 17) adēẏa বিণ. দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। [সং. ন+দেয়]। 20)
অন্তর্গূঢ়
অব্যবহৃত
(p. 50) abyabahṛta দ্র অব্যবহার। 31)
অনু-স্বর, অনু-স্বার
(p. 32) anu-sbara, anu-sbāra বি. স্বরবর্ণের পরে বসে এমন অনুনাসিক বর্ণবিশেষ, 'ং'। [সং. অনু + √ স্বৃ + অ, অনু + √ স্বৃ + অ]। 9)
অজিজ্ঞাসু
(p. 8) ajijñāsu বিণ. জানবার ইচ্ছা নেই এমন, যার মনে প্রশ্ন নেই। [সং. ন+জিজ্ঞাসু]। অজিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার অযোগ্য। 116)
অর্থ2
(p. 62) artha2 বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ̃ .গৌরব বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ। ̃ .গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ̃ .বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে। ̃ .বিত্, ̃ বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ̃ .ভেদ। বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা। ̃ .ময়, ̃ .যুক্ত বিণ. মানে বা তাত্পর্য আছে এমন। ̃ .শূন্য, ̃ .হীন বিণ. মানে বা তাত্পর্য নেই এমন। 8)
অসঙ্গ
অস্হান
অভি-ষ্যন্দ, অভি-স্যন্দ
(p. 50) abhi-ṣyanda, abhi-syanda বি. 1 ফোঁটায় ফোঁটায় পড়া, ক্ষরণ, চুঁইয়ে পড়া; জল ঝরা; জলের ধারা বা প্রবাহ; 2 আধিক্য; লোকসংখ্যার আধিক্য। [সং. অভি + √ স্যন্দ্ + অ]। অভি-ষ্যন্দী (-ন্দিন্) বিণ. চুঁইয়ে পড়ছে বা ঝরছে এমন, ক্ষরণশীল; অতিরিক্ত বে়ড়ে গেছে এমন। 133)
অলাবু
(p. 64) alābu বি. লাউ। [সং. ন + √ লব্ + উ]। 21)
অগম
(p. 6) agama বিণ. 1 গতিহীন; 2 অগাধ, অথই (অগম জল); 3 অগম্য, দুর্গম, যাওয়া যায় না এমন ('মানসলোকের অগম পারে'; রবীন্দ্র)। বি. 1 বৃক্ষ, গাছ; 2 পর্বত। [সং. ন+ √ গম্ +অ]। 18)
অন্য
(p. 34) anya বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ̃ কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ̃ গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য. অন্যভাবে। ̃ তম বিণ. বহুর মধ্যে এক। ̃ তর বিণ. দুইয়ের মধ্যে এক। ̃ এ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ̃ ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ̃ থা অব্য. ভিন্নভাবে, নতুবা। বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ̃ থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ̃ থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ̃ দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ̃ পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। বি. কোকিল। ̃ পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ̃ বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ̃ ভৃত্ বিণ. অন্যকে পালন করে এমন। বি. কাক। ̃ ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। বি. কোকিল। ̃ মনস্ক, ̃ মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ̃ মনস্কতা। ̃ রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ̃ সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাত্ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative. 52)
অনাক্রম্য
(p. 24) anākramya বিণ. 1 আক্রমণ করা অসাধ্য বা অনুচিত এমন; যাকে আক্রমণ করা যায় না; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্ত, immune (বি.প.)। [সং. ন + আক্রম্য]। ̃ তা বি. 1 আক্রান্ত হবার সম্ভাবনা থেকে মুক্ত এই ভাব বা অবস্হা; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্তির অবস্হা বা ভাব, immunity (বি. প.)। অনাক্রান্ত বিণ. আক্রমণ করা হয়নি এমন, আক্রান্ত নয় এমন। 4)
অবিকল্প
(p. 48) abikalpa বিণ. 1 যার কোনো বিকল্প নেই এমন; 2 এক এবং অভিন্ন। [সং. ন + বিকল্প]। 9)
অপছন্দ
(p. 34) apachanda বিণ. পছন্দ নয় এমন, মনের মতো নয় এমন। বি. মনের মতো নয় এমন জিনিস। [বাং. অ + পছন্দ ফা. পসন্দ]। 84)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140259
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942597
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us