Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অসহ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অসহ্য এর বাংলা অর্থ হলো -

(p. 70) asahya বিণ. সহ্য করা যায় না এমন; অসহনীয় (অসহ্য গরম)।
[সং. ন + সহ্য] 44)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অকরণ
(p. 2) akaraṇa বি. 1 না করা, করণ বা কাজের অভার; 2 অনুচিত কাজ। [সং. ন (অ)+করন]। অকরণীয় বিণ. 1 অকর্তব্য, করার অযোগ্য; 2 বিবাহাদি সম্পর্ক স্হাপনের অযোগ্য (অকরণীয় ঘর)। 12)
অহো
(p. 76) ahō অব্য. দুঃখ, বিস্ময়, আনন্দ প্রভৃতির সূচক শব্দ (অহো, কী আনন্দ; অহো কী দেখলাম)। তু. ওহো। 10)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণউষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অবিহ্বল
(p. 49) abihbala বিণ. 1 বিহ্বল বা ব্যাকুল নয় এমন; অভিভূত নয় এমন; 2 প্রকৃতিস্হ, সুস্হ। [সং. ন + বিহ্বল]। 32)
অকষ্ট
(p. 2) akaṣṭa বিণ. কষ্টহীন, ক্লেশহীন। [সং. ন+কষ্ট]। 27)
অভ্রপুস্প
(p. 55) abhrapuspa বি. 1 বেতস গাছ; বেত গাছ; 2 বৃষ্টি; 3 (আল.) আকাশকুসুম, অলীক কল্পনা। [সং. অভ্র + পুস্প]। 33)
অনটন,
(p. 21) anaṭana, (আঞ্চ. কথ্য) অনাটন বি. অভাব, টানাটানি (ঘোর অনটনের মধ্যে তার সংসার চলে)। [সং. ন+√ অট্+অন]। 20)
অবাধ্য
(p. 46) abādhya বিণ. বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + বাধ্য]। ̃ তা বি. অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা। 57)
অভি-ষেক
অনৈক্য
(p. 32) anaikya বি. ঐক্য বা একতার অভাব; বিরোধ (সাম্প্রদায়িক অনৈক্য); মতভেদ। [সং. ন + ঐক্য]। 23)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অনুদ্যত
(p. 28) anudyata বিণ. উদ্যমহীন, কাজে উত্সাহ নেই এমন; কাজ শুরু করা হয়নি এমন। [সং. ন + উদ্যত]। অনুদ্যম বি. উদ্যমের অভাব। 18)
অধীয়-মান
(p. 20) adhīẏa-māna বিণ. পড়া হচ্ছে এমন। [সং. অধি+√ ই+শানচ্ (মান)] 8)
অম্লান
অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
অব-হেলন, অব-হেলা
অব্যবস্হিত
(p. 50) abyabashita বিণ. অস্হির; সদা পরিবর্তনশীল (অব্যবস্হিতচিত্ত)। [সং. ন + ব্যবস্হিত]। ̃ চিত্ত বিণ. মতি স্হির নেই এমন। 28)
অন্তর্ভেদী
(p. 34) antarbhēdī (-দিন্) বিণ. অন্তর ভেদ করে এমন; মনের গুপ্ত ভাব জানতে পারে এমন (অন্তর্ভেদী দৃষ্টি)। [সং. অন্তর্ + ভেদিন্]। 21)
অসারল্য
(p. 72) asāralya বি. সরলতা বা সারল্যের অভাব। [সং. ন + সারল্য]। 6)
অলখ
(p. 64) alakha বিণ. দৃষ্টির অগোচর, নজর আসে না এমন; অদৃশ্য ('চাঁদের মতন অলখ টানে': রবীন্দ্র)। [সং. অলক্ষ্য প্রা. অলক্খ] ̃ .ঝোরা বি. চোখের আড়ালে অবস্হিত ঝরনা। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614711
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839830
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916355
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us