Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আধা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আধা এর বাংলা অর্থ হলো -

(p. 89) ādhā বিণ. অর্ধেক (আধা মাইল)।
বি. অর্ধভাগ ('সুতনু তনুর আধা': ভা. চ.; আধা খাই আধা ফেলি)।
[বাং. আধ + আ]।
.আধি বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)।
.খেঁচড়া,
̃. বয়সী দ্র আধ।
93)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আঁতি-পাঁতি, আতি-পাতি
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আলতো
(p. 104) ālatō বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]। 65)
আনা-রস
(p. 94) ānā-rasa বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]। 24)
আপনি
(p. 95) āpani সর্ব. 1 তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) 2 স্বয়ং, নিজে ('রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান': রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি। 48)
আশা1-আসা1
(p. 108) āśā1-āsā1 এর বানানভেদ। 19)
আঞ্জির
আপ্লুত
(p. 97) āpluta বিণ. সম্পূর্ণ সিক্ত; স্নাত; (আল.) অভিষিক্ত (করুণায় আপ্লুত মন) [সং. আ + √ প্লু + ত]। 23)
আধিক্য
আপুনি-আপনি
(p. 97) āpuni-āpani র বিকৃত রূপ। 12)
আতালি
(p. 89) ātāli বি. মাচা; ভারা। [দেশি]। 4)
আক্রীড়
(p. 82) ākrīḍ় বি. 1 প্রমোদবন; 2 ক্রীড়াভূমি; 3 আখড়া। [সং. আ + √ ক্রীড়্ + অ]। 10)
আলোচনা, আলোচন
(p. 106) ālōcanā, ālōcana বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত। 62)
আহুত
(p. 111) āhuta বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি বি. হোম; হোমের সামগ্রী। 28)
আলি2
(p. 106) āli2 বি. সখী; সঙ্গিনী। [সং. আ + √অল্ + ই -তু. হি. সহেলী]। 30)
আধ্যান
(p. 89) ādhyāna বি. 1 স্মরণ, উত্কণ্ঠার সঙ্গে স্মরণ; 2 চিন্তন; 3 উত্কণ্ঠা। [সং. আ + √ ধৈ + অন]। 118)
আহির ভৈরব
(p. 111) āhira bhairaba বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [হি. আহীর + সং. ভৈরব]। 26)
আদিষ্ট
(p. 89) ādiṣṭa বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]। 76)
আপ-রুচি
(p. 95) āpa-ruci বিণ. নিজের রুচি বা পছন্দমতো (আপরুচি খানা)। [হি. আপ্ + সং. রুচি]। 51)
আব-খোরা
(p. 98) āba-khōrā বি. জল পান করার পাত্রবিশেষ। [ফা. আখ্খোরা]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730417
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942598
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us