Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আধার1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আধার1 এর বাংলা অর্থ হলো -

(p. 89) ādhāra1 বি. পাখি বা মাছের খাদ্য।
[সং. আহার?]।
95)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আবলি, আবলী
(p. 98) ābali, ābalī বি. 1 পঙ্ক্তি, সারি; 2 সমষ্টি (গ্রন্হাবলি, রচনাবলি)। [সং. আ + √বল্ + ই]। 25)
আত্তি
আয়
(p. 101) āẏa বি. 1 রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; 2 উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। ̃ কর বি. আয়ের উপর ধার্য কর, income tax. বিণ. আয়জনক; লাভজনক। ̃ ব্যয় বি. রোজগার ও খরচ; জমাখরচ। 60)
আকুড়সি
(p. 81) ākuḍ়si বি. আঁকশি। [সং. আকর্ষী]। 25)
আকম্প, আকম্পন
(p. 80) ākampa, ākampana বি. সামান্য কম্পন, অল্প কম্পন। [সং. আ + কম্প, কম্পন]। 31)
আই-ঢাই
(p. 77) āi-ḍhāi ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]। 10)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আপেক্ষিক
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আঁকড়ানো
(p. 77) ān̐kaḍ়ānō ক্রি. জাপটে বা জড়িয়ে ধরা (ভয়ে সে বাবাকে আঁকড়ে ধরল)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আঁকড়া + আনো]। আঁকড়ে ধরা ক্রি. বি. জড়িয়ে ধরা। 52)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আগার
(p. 82) āgāra বি. 1 থাকবার জায়গা; 2 গৃহ; আলয়; 3 ভান্ডার (ধনাগার, রত্নাগার, অস্ত্রাগার); আধার। [সং. (অগার অগ + আ + √ রা + অ) + অ]। 60)
আপ
(p. 95) āpa বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]। 34)
আপীড়
(p. 97) āpīḍ় বি. পাগড়ি, শিরোভূষণ; মুকুট; মাথায় পরার মালা। [সং. আ + পীড়্ + অ]। 7)
আরব্ধ
(p. 104) ārabdha বিণ. আরম্ভ করা হয়েছে এমন (আরব্ধ কাজ শেষ করা)। [সং. আ + √ রভ্ + ত]। 10)
আদিখ্যেতা, আধিখ্যেতা
(p. 89) ādikhyētā, ādhikhyētā বি. বাড়াবাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]। 66)
আনীল
(p. 94) ānīla বিণ. ঈষত্ নীল, নীলাভ, light blue. [সং. আ + নীল]। 27)
আই1
আশ-মান
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140259
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942597
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us