Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদ্-ঘাটন, উদ্ঘাটন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উদ্-ঘাটন, উদ্ঘাটন এর বাংলা অর্থ হলো -

(p. 126) ud-ghāṭana, udghāṭana বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)।
[সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন[।
উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক।
উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্-কণ্ঠা
উচ্চাঙ্গ
(p. 119) uccāṅga বি. 1 শরীরের ঊর্ধ্ব বা উপরের অংশ; 2 উন্নত দেহ; 3 উঁচু, ভালো বা গম্ভীর বিষয়। বিণ, উঁচু বা উন্নত (উচ্চাঙ্গসংগীত)। [সং. উচ্চ + অঙ্গ]। 37)
উপেন্দ্র
উঠ-বন্দি
উচ্চ-রোল
(p. 119) ucca-rōla বি. 1 জোর কণ্ঠ; 2 চড়া আওয়াজ। [সং. উচ্চ + রোল]। 34)
উজান
(p. 119) ujāna বি. স্রোতের বিপরীত দিক (উজান স্রোতে গুণ টানা); জোয়ার। [ সং. উদযান?]। ̃ ভাটি বি. জোয়ারভাটা। উজানি বি. 1 উজানস্রোত, জোয়ার; 2 উঁচুভূমি; 3 দুপুরবেলা। উজানি-ভাটানি বি. অনুকূলপ্রতিকূল স্রোত। উজানো ক্রি. স্রোতের উলটো দিকে যাওয়া; বিপরীত দিকে যাওয়া (এখন আবার উজিয়ে অতটা পথ যেতে হবে?)। বি. বিপরীত দিকে গমন। বিণ. বিপরীত দিকে যাচ্ছে বা গেছে এমন। 68)
উচ্ছোষণ
(p. 119) ucchōṣaṇa বিণ. 1 যা বা যে শুষে নেয়, শোষক; 2 যে সন্তাপ সৃষ্টি করে। বি. 1 শুষ্ক করা; 2 সন্তাপ সৃষ্টি, সন্তাপন। [সং. উত্ + √ শুষ্ + অন]। উচ্ছোষিত বিণ. শোষিত, শুষে নিয়েছে এমন; সন্তাপিত। 58)
উল্বণ
উপা-ধান
(p. 133) upā-dhāna বি. বালিশ। [সং. উপ + আ + √ ধা + অন]। 97)
উত্-পাদ1
(p. 123) ut-pāda1 বিণ. যার পা উপরের দিকে রয়েছে বা থাকে, ঊর্ধ্বপদ। [সং. উত্ + পাদ]। 27)
উপা-নত্, উপা-নহ
(p. 133) upā-nat, upā-naha বি. চামড়ার জুতো। [সং. উপ + আ + √ নহ্ + ক্বিপ্]। 100)
উদ্ভব
(p. 128) udbhaba বি. উত্পত্তি, জন্ম (সমস্যার উদ্ভব, নতুন চিন্তার উদ্ভব)। [সং. উত্ + √ ভূ + অ]। 33)
উক্ত
(p. 119) ukta বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি বি. কথা; বচন; কথন; উল্লেখ। 16)
উমরাহ্, উমরা
উদ্-গীরিত
(p. 126) ud-gīrita দ্র উদ্গিরণ। 18)
উচাটন
(p. 119) ucāṭana বি. উত্কণ্ঠা; ব্যাকুলতা। বিণ. উত্কণ্ঠিত; ব্যাকুল; অধীর ('তোমা বিনে মন করে উচাটন': বৈ. প.)। [সং. উচ্চাটন]। 26)
উত্-পতন
(p. 123) ut-patana বি. 1 উদয়; 2 উত্থান; 3 ঊর্ধ্বগমন; 4 উড্ডয়ন, ওড়া। [সং. উত্ + পতন]। উত্-পতিত বিণ. উদিত, উত্থিত, ঊর্ধ্বগত; উড্ডীন। 19)
উপ-দিষ্ট
(p. 132) upa-diṣṭa বিণ. 1 উপদেশপ্রাপ্ত, উপদেশ পেয়েছে এমন (এইভাবে উপদিষ্ট হয়ে তিনি কাজ আরম্ভ করলেন); 2 উপদেশের বিষয়ীভূত। [সং. উপ + √ দিশ্ + ত]। 8)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উন্নিদ্র
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577646
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185328
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785380
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026172
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901037
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us