Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপ-ভোগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উপ-ভোগ এর বাংলা অর্থ হলো -

(p. 133) upa-bhōga বি. 1 সম্ভোগ, তৃপ্তি বা আনন্দের সঙ্গে ভোগ (সৌন্দর্য উপভোগ); 2 ভক্ষণ; আস্বাদন; 3 ব্যবহার।
[সং. উপ + ভোগ]।
উপ-ভুজ্য-মান বিণ. যা উপভোগ করা হচ্ছে এমন।
উপ-ভুক্ত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভক্ষিত; ব্যবহৃত; আস্বাদিত।
উপ-ভোক্তা (-ক্তৃ) বিণ. বি উপভোগকারী।
উপ-ভোগ্য বিণ. উপভোগের যোগ্য; উপভোগ করতে হবে এমন; মনোরম।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্-পত্তি
উমরাহ্, উমরা
উদাসীন
উভ2
(p. 133) ubha2 বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)। [প্রাকৃ. উদ্ভ ঊর্ধ্ব]। ̃ রড়ে ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে। &tilde ; রায় ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে। ̃ রোল বি. উচ্চ শব্দ, গণ্ডগোল। উভে ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে। 127)
উপাত্ত
(p. 133) upātta বিণ. 1 গৃহীত; স্বীকৃত; 2 অর্জিত; লব্ধ। বি. যা থেকে অনুমান বা সিদ্ধান্ত করা হয় এইরকম স্বীকৃত বিষয়, অনুমান বা সিদ্ধান্তের ভিত্তিস্বরূপ বিষয়, data (বি. প.)। [সং. উপ + আ + √ দা + ত]। 93)
উলা, ওলা
(p. 133) ulā, ōlā ক্রি. নামানো; উনুন থেকে নামিয়ে রাখা ('বেহুলা উলাইল ভাত'); নেমে যাওয়া। [বাং. √ উল + আ]। 159)
উদ্-ঘাটন, উদ্ঘাটন
উঁচ-কপালে
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
উন্নেতা
(p. 130) unnētā (-তৃ) বিণ. উন্নীত করে বা ঊর্ধ্বে নিয়ে যায় এমন; উন্নয়নকারী। [সং. উত্ + √ নী + তৃ]। 7)
উচ্চার
(p. 119) uccāra বি. 1 বিষ্ঠা, মল; 2 উচ্চারণ। [সং. উত্ + √ চর্ + অ]। 42)
উপ-নেতা
(p. 132) upa-nētā (-তৃ) বিণ. 1 উপনয়নদাতা; 2 উপনায়ক, সহনায়ক; 3 যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]। 30)
উত্-কর্ষ
উড়ন্ত
উ-কার
(p. 119) u-kāra বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গেঅক্ষর যোগ। 11)
উল্লেখ
(p. 139) ullēkha বি. 1 প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; 2 অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। ̃ ন বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। ̃ যোগ্য বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত। 3)
উল্কা
উন্নাসিক
(p. 130) unnāsika বিণ. অবজ্ঞায় নাক উঁচু করে বা বাঁকায় এমন, সব-কিছুকেই তুচ্ছ করে এমন। [সং. উত্ + নাসা + ইক]। বি. ̃ তা উন্নাসিক আচরণ বা মনোভাব। 4)
উদান
(p. 127) udāna বি. দেহস্হ পঞ্চবায়ুর অন্যতম, কণ্ঠস্হিত বায়ু। [সং. উত্ + √ অন্ + অ]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544369
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150336
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 956560
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887386
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840605
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699182
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604373

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us