Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উমা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উমা এর বাংলা অর্থ হলো -

(p. 133) umā বি. হিমালয় (পিতা) ও মেনকার (মাতা) কন্যা; পার্বতী, দুর্গা, গৌরী।
[উ (=শিব) + মা (=লক্ষ্মী)]।
নাথ,পতি
বি. শিব।
132)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উদ্-গম, উদ্গম
(p. 126) ud-gama, udgama বি. উদ্ভব, উদয়; উত্থান। [সং. উত্ + √ গম্ + অ]। 12)
উদ্বায়িতা
(p. 128) udbāẏitā দ্র উদ্বায়ী। 13)
উন্মোচন
(p. 130) unmōcana বি. খুলে ফেলা, উদ্ঘাটন; বন্ধন বা আবরণ মুক্ত করা (মূর্তির আবরণ উন্মোচন করা)। [সং. উদ্ + মোচন]। উন্মোচিত বিণ. খুলে ফেলা হয়েছে এমন, উদ্ঘাটিত। 26)
উদ2, উদক
(p. 126) uda2, udaka বি. জল। [সং. √ উন্দ্ + অ, অক]। 9)
উত্থান
(p. 126) utthāna বি. 1 ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); 2 উন্নতি; 3 অভুদ্যয়, আবির্ভাব; 4 বিদ্রোহ। [সং. উত্ + √ স্হা + অন]। ̃ পতন বি. ওঠা ও নামা; অভ্যুদয়অবনতি; হ্রাসবৃদ্ধি। ̃ শক্তি-রহিত বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)। 4)
উলঙ্গ
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
উসুল, উশুল
(p. 139) usula, uśula বি. 1 আদায়; সংগ্রহ; 2 ক্ষতি পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ (এই ক্ষতি সে অল্প সময়ের মধ্যেই উসুল করে নেবে)। [আ. ওঅসূল]। 20)
উমদা
(p. 133) umadā বিণ. চমত্কার; সুন্দর; পছন্দসই (তোমার জন্য একটি উমদা চিজ উপহার এনেছি)। [আ. উম্দহ্]। 129)
উপ-ন্যাস
(p. 132) upa-nyāsa বি. 1 বড় গল্প, আখ্যান, নভেল; 2 মুখবন্ধ; 3 প্রস্তাব; 4 গচ্ছিত রাখা। [সং. উপ + নি + √ অস্ + অ]। 33)
উলু2
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উদ্যম
(p. 128) udyama বি. 1 উত্সাহ; 2 উদ্যোগ, চেষ্টা; 3 অধ্যবসায়; 4 উপক্রম (কর্মের উদ্যম)। [সং. উত্ + √ যম্ + অ]। ̃ শীল বিণ. চেষ্টা বা প্রযত্ন আছে এমন; উদ্যমী। ̃ হীন বিণ. চেষ্টা নেই এমন। বি. ̃ হীনতা। উদ্যমী বিণ. উদ্যমশীল। 43)
উপ-জনন
(p. 131) upa-janana বি. 1 উত্পত্তি, জন্ম, উদ্ভব। [সং. উপ + √ জন্ + অন]। 2 উত্পাদন। [সং. উপ + √ জন্ + ণিচ্ + অন]। 27)
উদ্রিক্ত
(p. 128) udrikta বিণ. 1 উদ্রেক বা সঞ্চার করা হয়েছে এমন, সঞ্চারিত (মনে দয়া উদ্রিক্ত হয়েছে); 2 উত্তেজিত। [সং. উত্ + √ রিচ্ + ত]। 48)
উপ-ধাতু
(p. 132) upa-dhātu বি. 1 (আয়ু.) অষ্ট প্রধান ধাতুর মতো সাতটি ধাতু, যেমন মাক্ষিক তুঁতে বা তুত্থক নীলাঞ্জন অভ্র হরিতাল মনঃশিলারসাঞ্জন; 2 দেহস্হ বা দেহ থেকে উদ্ভূত সাতটি পদার্থ, যেমন স্তন্য রজঃ শ্বেদ দন্ত কেশ ওজঃ বসা। [সং. উপ + ধাতু]। 16)
উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উন্মথন
উপর্যুক্ত
(p. 133) uparyukta বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)। [সং. উপরি + উক্ত]। 47)
উদ্ভাস
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185635
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026821
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620269

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us