Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

এস্টেট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  এস্টেট এর বাংলা অর্থ হলো -

(p. 149) ēsṭēṭa বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)।
[ইং. estate]।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


একাত্ম-বাদী
এঁটো, এঁঠো
(p. 142) ēn̐ṭō, ēn̐ṭhō বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। ̃ খেকো বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না। 14)
এ1
এসপার-ওসপার
(p. 149) ēsapāra-ōsapāra অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]। 29)
একী-ভবন
(p. 145) ēkī-bhabana বি. এক হওয়া; সমান অবস্হা প্রাপ্তি; একত্রে মিলিত বা স্হাপিত হওয়া। [সং. এক + ঈ (চিব) + √ ভূ + অন]। 27)
এমন
(p. 148) ēmana সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)। 20)
এখন
(p. 146) ēkhana ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ ই, এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ ও, এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)। 15)
এহেন
(p. 149) ēhēna বিণ. এইরকম, এমন (তাঁর কাছ থেকে এহেন ব্যবহার আশা করিনি)। [বাং. এ (এই) + হেন]।
এক হাতে
(p. 142) ēka hātē ক্রি-বিণ. নিজে নিজে; কারও সাহায্য ছাড়াই (এক হাতে সব কাজ করা)। [সং. এক + বাং. হাত + এ]। 31)
এজেন্সি
(p. 146) ējēnsi বি. প্রতিনিধিত্ব; এজেণ্টের অধিকার কাজ বা দফ্তর। [ইং. agency]। 27)
এরো-প্লেন, রো-প্লেন
(p. 149) ērō-plēna, rō-plēna বি. উড়োজাহাজ; বিমান। [ইং. aeroplane]। 9)
একাদশী
এত
এরণ্ড
(p. 149) ēraṇḍa বি. ভেরেণ্ডা গাছ, রেড়ি গাছ। [সং. এরণ্ড + অ (অপ্) প্রত্যয়লোপ]। ̃ তেল, ̃ তৈল বি. রেড়ির তেল, castor oil. এরণ্ডা বি. পিপ্পলি বা পিপুল গাছ। 2)
এতত্
এসেন্স
(p. 149) ēsēnsa বি. গন্ধসার, সেণ্ট, তরল সুগন্ধদ্রব্য ('মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ': সু. বা.)। [ইং. essence]। 31)
এখুনি
(p. 146) ēkhuni দ্র এখন। 17)
এতলা, এতালা, এত্তেলা
(p. 146) ētalā, ētālā, ēttēlā দ্র এতেলা। 45)
এজ-লাস, ইজ-লাস
(p. 146) ēja-lāsa, ija-lāsa বি. বিচারালয়, আদালত (এর ফয়সালা এজলাসেই হবে)। [ফা. ইজ্লাস]। 23)
এলেম2
(p. 149) ēlēma2 বি. ক্ষমতা; দক্ষতা (ছেলেটার এলেম আছে বলতে হবে)। [আ. ইল্ম্]। ̃ দার বিণ. ক্ষমতাশালী; দক্ষ, পটু; চৌকস (এলেমদার লোক)। [আ. ইলম্ + ফা. দার]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534869
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140369
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730586
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942785
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838477
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696633
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us