Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কথা-সরিত্-সাগর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কথা-সরিত্-সাগর এর বাংলা অর্থ হলো -

(p. 160) kathā-sarit-sāgara বি. সোমদেব ভট্ট রচিত বিখ্যাত সংস্কৃত কাহিনিগ্রন্হবিশেষ।
[সং. কথা (গল্প) + সরিত্ + সাগর]।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কয়েত-বেল, কত-বেল
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কিরে2
(p. 191) kirē2 অব্য. প্রশ্ন বা সম্বোধনসূচক শব্দ (কিরে, কেমন আছিস?)। [বাং. কি + রে]। 2)
কুঁচকা
(p. 192) kun̐cakā ক্রি. কুঞ্চিত হওয়া বা করা (চামড়া কুঁচকে গিয়েছে)। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। ̃ নো ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। বি. কুঞ্চন। বিণ. কুঞ্চিত। 16)
কেরামত, কেরামতি
কারেণ্ট2
(p. 186) kārēṇṭa2 বিণ. চলতি, চলছে বা ব্যবহৃত হচ্ছে এমন। [ইং. current]। কারেণ্ট আকাউণ্ট বি. ব্যাংকে চলতি আমানত বা জমা। 3)
কুঁজ
(p. 192) kun̐ja বি. পিঠের উঁচু ও রাঁকা গড়নবিশেষ। [সং. কুব্জ; তু. ফা. কুজ্]। কুঁজা, (কথ্য) কুঁজো1 বিণ. কুঁজওয়ালা। বি. কুঁজওয়ালা লোক। বিণ. বি. (স্ত্রী.) কুঁজি। 23)
কন-ডাকটর
কপাটি,
কুশ
কোলন
(p. 210) kōlana বি. যতিচিহ্ন বিশেষ;: এই চিহ্ন। [ইং. colon]। 52)
কৃষান, কৃষানি
কাই
(p. 174) kāi বি. আঠা, লেই; ঘন মাড়। [সং. ক্বাথ]। 26)
কার্পট
কহ্লার
(p. 174) kahlāra বি. শ্বেতপদ্ম; শালুক; সুঁদি। [সং. ক (=জল) + √ হ্লাদ্ + অ]। 25)
কেহ
(p. 207) kēha সর্ব. (সাধু ভাষার) 1 কোনো ব্যক্তি (কেহ জানে না); 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু সং. কঃ অপি]। কেহ কেহ সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক। 37)
কন্ধ
(p. 162) kandha বি. 1 কাঁধ; 2 মাথা; 3 মুণ্ডহীন দেহ, ধড়। [সং. স্কন্ধ]। ̃ কাটা বিণ. মস্তকহীন। বি. কবন্ধ, মস্তকহীন ভূত। 19)
কেউটে, কেউটিয়া
ক্লেশ
(p. 217) klēśa বি. কষ্ট; দুঃখ; যন্ত্রণা (শরীর ও মনের নানারকম ক্লেশ)। [সং. √ ক্লেশ্ + অ]। ক্লেশাবহ বিণ. ক্লেশকর, কষ্টদায়ক। ক্লেশিত বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)। 3)
কর্ণ৩
(p. 167) karṇa3 বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]। ̃ কুহর, ̃ বিবর, ̃ রন্ধ্র বি. কানের ছিদ্র বা ফুটো। ̃ গোচর বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)। ̃ পট, ̃ পটহ বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়। ̃ পথ বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর। ̃ পাত বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)। ̃ বেধ বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ। ̃ মল বি. কানের ময়লা, কানের খোল। ̃ মূল বি. কানের গোড়া। ̃ শূল বি. কানের প্রদাহ বা যন্ত্রণা। কর্ণাভরণ বি. কানের গয়না। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us