Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কিল-কিঞ্চিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কিল-কিঞ্চিত এর বাংলা অর্থ হলো -

(p. 191) kila-kiñcita বি. (বৈ. শা.) গভীর আনন্দজনিত গর্ব অভিলাষ ইত্যাদি বিভিন্ন ভাবের যুগপত্ প্রকাশ।
[সং. কিল + কিম্ + চিত]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কি
(p. 188) ki অব্য. 1 সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); 2 কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]। 54)
কারিকা
কুম্ভ-কর্ণ
কাছট, কাছটি, কাছুটি
(p. 178) kāchaṭa, kāchaṭi, kāchuṭi বি. 1 মালকোঁচা; 2 কৌপীন। [সং. কচ্ছোটিকা]। 11)
কুমতি
(p. 197) kumati বি. মন্দ বুদ্ধি, অসত্ বুদ্ধি। বিণ. মন্দবুদ্ধিবিশিষ্ট। [সং. কু + মতি]। 40)
কাঁই-বীচি, কাঁই-বিচি
(p. 174) kām̐i-bīci, kām̐i-bici বি. তেঁতুলের বীজ বা বিচি। [বাং. কাঁই + বীজ]। 37)
কল্য
(p. 172) kalya বি. 1 কাল, আগামী কাল, আগামী দিন; 2 গতকাল, পূর্বদিন; 3 প্রভাতকাল। [সং. (1) কলা + য; (2) কল + য]। ̃ কার বিণ. গত বা আগামী দিনের (কল্যকার ঘটনা)। 42)
ক্রুশ-কাঠি, ক্রুশ-কাটি, ক্রুশ-কাঁটা
(p. 215) kruśa-kāṭhi, kruśa-kāṭi, kruśa-kān̐ṭā বি. সুতো বা পশম বোনার শলাকা বা কাঁটাবিশেষ। [ইং. crochet]। 20)
কে2
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
কিতা, কেতা
(p. 190) kitā, kētā বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। 6)
কুস্হান
(p. 202) kushāna বি. মন্দ জায়গা; অনুপযুক্ত জায়গা। [সং. কু + স্হান]। 9)
কালিয়া1
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
কুন্তল
(p. 196) kuntala বি. কেশ. চুল ('আলুলিত কুন্তলরাশি': রবীন্দ্র)। [সং. কুন্ত + √ লা + অ]। বি. (স্ত্রী.) কুন্তলা। 27)
কলম৪
কাবার
(p. 181) kābāra বিণ. শেষ, সমাপ্ত, খতম (দিন কাবার, রাত কাবার, পুরো খাবার কাবার করেছি)। বি. শেষ দিন (মাসকাবার)। [আ. কুব্র্; তু. পো. acabar]। 75)
কর্বুর, কর্বূর
(p. 169) karbura, karbūra বি. 1 রাক্ষস; 2 পাপ। বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]। ̃ পতি বি. রাক্ষসদের রাজা, রাবণ। কর্বুরিত বিণ. নানা বর্ণে রঞ্জিত। 19)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কৃক-লাস, কৃক-লাশ
(p. 202) kṛka-lāsa, kṛka-lāśa বি. কাঁকলাস, গিরগিটি, বহুরূপী। [সং. কৃক + √ লস্ + অ]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185335
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785392
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026181
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708537
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us