Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চুড়ি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চুড়ি এর বাংলা অর্থ হলো -

(p. 290) cuḍ়i বি. সরু বালার মতো গহনাবিশেষ।
[হি. চুড়ী; তু. সং. চূড়া]।
দার বিণ. 1 আগা কোঁচকানো বা সরু (চুড়িদার পাঞ্জাবি); 2 চুনট-করা।
বি. মেয়েদের পরিধেয় পায়জামাবিশেষ, যার পায়ের দিক সরু ও আঁটসাট।
80)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চতুর্বিধ
-চারী
চুর
(p. 294) cura বি. চূর্ণ, গুঁড়ো (লোহাচুর, আমচুর)। বিণ. 1 বিহ্বল; মাতাল, নেশাগ্রস্ত (মদে চুর হয়ে থাকা); 2 চূর্ণ; 3 নষ্ট, ধ্বংস ('যশ অর্থ মান স্বাস্হ্য সকলি করেছে চুর': র. সে.)। [সং. চূর্ণ]। ̃ মার বিণ. একেবারে চূর্ণ এবং ধ্বংস (শিশি-বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল)। 20)
চতুর্বিংশ
চুপ
(p. 290) cupa বিণ. নীরব, নিঃশব্দ (চুপ থাকা, চুপ হওয়া)। অব্য. চুপ করার নির্দেশসূচক-চোপ্ (চুপ ও কী কথা?)। [বাং.-তু. সং. √চুপ্=নীরবে অগ্রগতি]। চুপ করা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ চাপ বিণ. একদম চুপ। চুপটি করে, চুপটি মেরে ক্রি-বিণ. একদম চুপ করে, সম্পূর্ণ নীরবে। চুপ মারা ক্রি. বি. হঠাত্ নীরব হয়ে যাওয়া। 92)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চাড়া2
(p. 281) cāḍ়ā2 বি. 1 তোলা, উপরের দিকে উঠানো; মোচড় দিয়ে উপর দিকে তোলা ('গোঁফে দিল চাড়া': রবীন্দ্র); 2 ঠেকনা, অবলম্বন (ভাঙা ছাদে চাড়া দিয়ে রাখা হয়েছে)। [দেশি]। 93)
চুরুট
(p. 294) curuṭa দ্র চুরট। 25)
চিড়
(p. 288) ciḍ় বি. 1 ফাটল, ফাট, বিদারণ; 2 ফাটার সরু রেখা বা চিহ্ন। [দেশি]। চিড় খাওয়া, চিড় ধরা ক্রি. বি. ফাট ধরা সরু ফাটল তৈরি হওয়া (কাঠে চিড় ধরেছে); 2 (আল.) ভেঙে যাবার উপক্রম হওয়া (তাদের বন্ধুত্বে চিড় ধরছে)। 21)
চরিতার্থ
(p. 279) caritārtha বিণ. 1 সফল, কৃতকার্য, কৃতার্থ (আমার বাসনা চরিতার্থ হয়েছে); 2 সাফল্যের জন্য সন্তুষ্ট বা ধন্য। [সং. চরিত (=সম্পন্ন) + অর্থ (=প্রয়োজন)]। বি. ̃ তা। 34)
চলানো
(p. 281) calānō বি. ক্রি. 1 হাঁটানো; 2 চালিত করা, চালানো (এ পয়সায় চলানো যাবে না)। [বাং. √চলা + আনো]। 10)
চেয়ে1, চাইতে
(p. 294) cēẏē1, cāitē অনু. অপেক্ষা, থেকে (অপমানের চেয়ে মৃত্যুও ভালো, তোমার চাইতে সে বড়)। [বাং. চাহিয়া]। 72)
চঙ্গ1
(p. 275) caṅga1 বিণ. 1 সুস্হ; 2 সবল, সতেজ। [সং. চঙ্ + √গম্ + অ]। তু. হি. চংগা বাং. চাঙ্গা, চাঙা]। 9)
চিল
চতুর
(p. 277) catura বিণ. 1 বুদ্ধিমান; 2 কুশল, নিপুণ (চতুর প্রয়োগ); 3 ধূর্ত, ঠগ। [সং. √চত্ + উর]। স্ত্রী. চতুরা। বি. ̃ তা। 2)
চঞ্চু, চঞ্চূ
(p. 275) cañcu, cañcū বি. পাখির ঠোঁট। [সং. √চঞ্চ্ + উ, ঊ]। ̃ পুট বি. পাখির দুই ঠোঁঠের দ্বারা কৃত আধার, দুই ঠোঁঠের মধ্যভাগ। 15)
চিন্তন
(p. 290) cintana বি. 1 মনন; 2 ধ্যান; 3 স্মরণ; 4 ভাবনা, মনে মনে আলোচনা (পরের অনিষ্ট চিন্তন); 5 অনুধাবন। [সং. √ চিন্ত্ + অন)। 15)
চুলা-চুলি, (কথ্য) চুলো-চুলি
(p. 294) culā-culi, (kathya) culō-culi বি. 1 পরস্পর চুল ধরে টানাটানি; 2 (আল.) তুমুল ঝগড়া বা দ্বন্দ্ব (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এমন চুলোচুলি হবে তা কে জানত?)। [বাং. চুল + আ + চুল + ই]। 30)
চুয়ানো, চোয়ানো
(p. 294) cuẏānō, cōẏānō ক্রি. 1 অল্প অল্প করে বা ফোঁটা ফোঁটা করে ঝরা বা ঝরানো, ক্ষরানো বা ক্ষরিত হওয়া (হাঁড়ি থেকে রস চোয়াচ্ছে); 2 চোলাই করা, distil (মদ চোয়ানো হচ্ছে)। বিণ. 1 চুইয়ে পড়েছে এমন (চোয়ানো রস); 2 পরিস্রুত (চোয়ানো মদ)। বি. 1 ক্ষরণ; 2 চোলাই করা; চোলাইয়ের কাজ। চুয়ানি বি. চোয়ানো বা পরিস্রুত জিনিস। 17)
চাপ-দণ্ড
(p. 281) cāpa-daṇḍa বি. যে যন্ত্রের সাহায্যে জল বা বায়ু উপরে-নীচে সঞ্চালিত হয়, pump. [বাং. চাপ (=প্রেষ) + দণ়্ড]। 115)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730418
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942599
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us