Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চূত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চূত এর বাংলা অর্থ হলো -

(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম।
[সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)।
মঞ্জরি
বি. আমের শিষ বা মুকুল।
লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত-চোর
(p. 288) cita-cōra বি. মনকে যে হরণ করেছে; প্রেমিক। [বাং. চিত ( চিত্ত) + চোর]। 33)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দরআনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চেন
(p. 294) cēna বি. 1 শিকল, শিকলি (লোহার চেন; ঘড়ির চেন); 2 হার (গলার চেন); 3 জমি জরিপের বা জলাশয়ের গভীরতা মাপের পরিমাণবিশেষ (1 চেন=66 ফুট)। [ইং. chain]। 67)
চটক1
(p. 275) caṭaka1 বি. 1 ঔজ্জ্বল্য; 2 বাহার, চাকচিক্য; 3 ভড়ং; 4 আড়ম্বর (বিজ্ঞাপনের চটক, কথার চটক, রঙের চটক)। [দেশি]। ̃ দার বিণ. যাতে চটক আছে এমন। 19)
চাক্ষুষ
চোরা৩, চোরানো
(p. 298) cōrā3, cōrānō ক্রি. (প্রা. বাং.) চুরি করা। [বাং. চুরি + আ, আনো]। 23)
চটকা2
(p. 275) caṭakā2 বি. 1 ঘুমের আবেশ, তন্দ্রা, আচ্ছন্নতা (সেই শব্দে আমার চটকা ভেঙে গেল); 2 অন্যমনস্কতা। [দেশি-তু. সং. √চট্ (আবরণ)]। চটকা ভাঙা ক্রি. বি. 1 নিদ্রাবেশ দূর হওয়া, সজাগ হওয়া; 2 অসতর্ক ভাব কেটে যাওয়া। 21)
চাউর
(p. 281) cāura বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)। [তু. চালু]। 23)
চিত্র-জগত্
চাইতে2
(p. 281) cāitē2 অনু. চেয়ে, অপেক্ষা (তোমার চাইতে সে বয়সে বড়)। [হি. চাহি]। 21)
চিদাকাশ
চিরা, চেরা
(p. 290) cirā, cērā ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ̃ ই বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ̃ নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। বি. উক্ত অর্থে। 40)
চুপড়ি, চুবড়ি
(p. 290) cupaḍ়i, cubaḍ়i বি. ছোট ঝুড়ি বা ধামা (আমের চুপড়ি)। [দেশি.-তু. হি. টোক্রী]। 93)
চষক
(p. 281) caṣaka বি. 1 পানপাত্র, সুরাপানপাত্র; 2 সুরা; 3 মধু। [সং. √চষ্ + অক]। 18)
চাড়, চাড়া1
(p. 281) cāḍ়, cāḍ়ā1 বি. 1 কোনো ভারী বস্তু তোলবার জন্য প্রযুক্ত বল বা জোর (চাড় দেওয়া); 2 চেষ্টা, উত্সাহ, উদ্যম (লেখাপড়ায় চাড় নেই); 3 চাপ, বোঝা (কাজের চাড়)। [দেশি]। 91)
চুনি
(p. 290) cuni বি. রক্তবর্ণ বহুমূল্য রত্ন, পদ্মরাগ মণি, ruby. [হি. চুন্নী সং. শোণী]। 90)
চিবুনি
(p. 290) cibuni দ্র চিবা। 28)
চরা
(p. 279) carā ক্রি. 1 বিচরণ করা (গ্রামময় চরে বেড়াচ্ছে); 2 (প্রধানত গবাদি পশুর তৃণক্ষেত্রে) বিচরণ করে তৃণাদি আহার করা (মাঠে গোরু চরছে); 3 (মাছের) চারা খাওয়া; 4 চরানো। বি. বিচরণ; গবাদি পশুর বিচরণপূর্বক তৃণাদি আহার। [সং. √চর্ + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 গবাদি পশুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি আহার করানো; 2 (বিদ্রূপে) পরিচালন করা বা পড়ানো (ছেলে চরানো)। 31)
চাপ-দণ্ড
(p. 281) cāpa-daṇḍa বি. যে যন্ত্রের সাহায্যে জল বা বায়ু উপরে-নীচে সঞ্চালিত হয়, pump. [বাং. চাপ (=প্রেষ) + দণ়্ড]। 115)
চুক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577639
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185327
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785374
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026160
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us