Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুর্লক্ষ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুর্লক্ষ্য এর বাংলা অর্থ হলো -

(p. 416) durlakṣya বিণ. লক্ষ করা বা দেখতে পাওয়া শক্ত এমন, সহজে দৃশ্যমান নয় এমন।
[সং. দুর্ + √ লক্ষ্ + য]।
বি.তা।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দ্বৈরথ
(p. 426) dbairatha বি. 1 দুই রথারুঢ় যোদ্ধার যুদ্ধ, দুই রথীর যুদ্ধ; 2 যুদ্ধ, সম্মুখ সমর। বিণ. দুই রথারূঢ় যোদ্ধা যুদ্ধ করছে এমন (দ্বৈরথ সমর)। [সং. দ্বিরথ + অ]। 40)
দুরাশয়
দর-পত্তনি
দেবী
দাহ্য
(p. 407) dāhya বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]। 13)
দিগ্-গজ
দামি
(p. 405) dāmi বিণ. 1 মূল্যবান (দামি পাথর); 2 মর্যাদাবান, গুরুত্বপূর্ণ (দামি কথা)। [বাং. দাম2 + ই]। 24)
দুর্বার
(p. 414) durbāra বিণ. নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন, প্রতিরোধ করা শক্ত এমন, দুর্নিবার, দুর্দমনীয় ('দুর্বার স্রোতে এল কোথা হতে': রবীন্দ্র)। [সং. দুর্ + √ বৃ + ণিচ্ + অ]। 45)
দন্তায়ুধ
(p. 396) dantāẏudha বি. দাঁতই যার অস্ত্র অর্থাত্ শুয়োর। [সং. দন্ত + আয়ুধ]। 48)
দক্ষিণাচার
দেশীয়, দেশ্য
দুটা, দুটি, দুটো
(p. 411) duṭā, duṭi, duṭō সর্ব. দুই (দুটিতে সেখানে গেছে)। বিণ. দুই (দুটো আম)। [বাং. দু ( সং. দ্বি. + টা. টি. টো]। 15)
দেবর
(p. 421) dēbara বি. দেওর, স্বামীর কনিষ্ঠ ভ্রাতা।[সং. √ দেব্ + অর]। 5)
দাদ2
(p. 402) dāda2 বি. প্রতিশোধ। [ফা. দাদ্]। দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া। 62)
দোজবর, দোজবরে
(p. 421) dōjabara, dōjabarē বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া এ]। 78)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক.সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘপ্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
দুর্মদ
(p. 414) durmada বিণ. প্রমত্ত, দুর্দান্ত, দুর্ধর্ষ ('আমি চির দুরন্ত দুর্মদ': নজরুল; দুর্মদ খেয়াল)। [সং. দুর্ + √ মদ্ + অ]। 71)
দাঁতভাঙা, দাঁতালো
(p. 402) dān̐tabhāṅā, dān̐tālō দ্র দাঁত। 38)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দীপ্র
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535123
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730932
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943123
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883640
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us