Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পদ্মোদ্ভব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পদ্মোদ্ভব এর বাংলা অর্থ হলো -

(p. 488) padmōdbhaba দ্র পদ্ম।
64)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পত্র
(p. 488) patra বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)। [সং. √ পত্ + ত্র]। পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা। ̃ পত্রিকা বি. সংবাদপত্রসাময়িক পত্রাদি। ̃ পাঠ বি. চিঠি পড়া। ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)। ̃ পুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা। ̃ বন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়। ̃ বাহ, ̃ বাহক বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি বা চিঠি বহনকারী; ডাক-হরকরা। ̃ বিনিময়, ̃ ব্যবহার বি. চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া। ̃ ভঙ্গ, ̃ রেখা, ̃ লেখা বি. কপালের তিলক বা চিত্ররচনা। ̃ মঞ্জরি বি. গাছের পাতার অগ্রভাগ। ̃ মুদ্রা বি. কাগজের টাকা; নোট। ̃ রথ বি. পাখি। [পত্র (ডানা) + রথ (=রথের তুল্য)]। পত্রাঙ্ক বি. বইয়ের পৃষ্ঠার সংখ্যা। পত্রাঘাত বি. চিঠি লেখা। পত্রাবলি, পত্রালি বি. পত্রসমূহ; পত্রলেখা। পত্রালিকা বি. গোপন বা ক্ষুদ্র পত্র। 23)
প্রাতি-ভাসিক
প্যাঁচানো
(p. 534) pyān̐cānō ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]। 77)
পিচ্ছ
(p. 519) piccha বি. 1 ময়ূরপুচ্ছ, ময়ূরের লেজের পালক; 2 চূড়া। [সং. √ পিচ্ছ্ + অ]। 34)
পরম্পরা
(p. 488) paramparā বি. 1 ধারা, অনুক্রম 2 এক ব্যক্তি বা ঘটনা থেকে অন্য ব্যক্তি বা ঘটনায় পরিণতি বা গতি (ঘটনাপরম্পরা, বংশপরম্পরা)। [সং. পরম + পৃৃ + অ + আ]। ̃ .গত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত। ̃ য়, ক্রমে ক্রি-বিণ. পরপর, ক্রমানুসারে। 180)
প্রসন্ন
পূজক
(p. 526) pūjaka বিণ. উপাসক, যে পূজা করে (দেবপূজক, শিবপূজক)। [সং. √ পূজ্ + অক]।
প্রত্যা-বর্তন
পিপ্পলি
(p. 522) pippali বি. ওষুধে ব্যবহৃত ছোটো ঝাল ফলবিশেষ বা তার গাছ, পিঁপুল। [সং. পিপ্পল + ই]। 6)
পরা-বৃত্ত2
(p. 496) parā-bṛtta2 বিণ. 1 ফিরে এসেছে এমন, প্রত্যাবৃত্ত; 2 পলায়িত; 3 পরিবর্তিত। [সং. পরা2 +√ বৃত্ + ত]। পরা-বৃত্তি বি. প্রত্যাবর্তন; পলায়ন। 2)
পক্ষ্ম
(p. 484) pakṣma (-ক্ষ্মন্) বি. 1 চোখের লোম; 2 পাখির পালক। [সং. √ পক্ষ্ + মন্]। ̃ ল বিণ. 1 সুন্দর পক্ষ্মযুক্ত; 2 লোমশ। 4)
পরি-পাটি
পর-বাদ1
(p. 488) para-bāda1 বি. প্রবাদ -এর কোমল রূপ। 154)
প্রত্যেক
(p. 546) pratyēka বিণ. প্রতিটি বা প্রতিজন, আলাদা আলাদা করে সকলে (প্রত্যেক দিন, প্রত্যেক মানুষ)। সর্ব. এক এক করে সকলে (প্রত্যেকই গিয়েছিল)। [সং. প্রতি + এক]। 10)
পুষা, পোষা
(p. 526) puṣā, pōṣā ক্রি. বি. 1 লালন করা (বিড়াল পুষেছে); 2 পালন করা (সে অনেক লোককে পোষে); 3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা); 4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)। [সং. √ পুষ্ + বাং. আ]। 81)
পরমেশ, পরমেশ্বর
(p. 488) paramēśa, paramēśbara বি. জগদীশ্বর, ভগবান। [সং. পরম + ঈশ, ঈশ্বর]। পরমেশ্বরী বি. (স্ত্রী.) ভগবতী। 176)
পুরো-যাত্রা
(p. 526) purō-yātrā বি. আগে যাওয়া; আগে আগে যাওয়া। [সং. পুরস্ + যাত্রা]। পুরো-যায়ী (-য়িন্) বিণ. 1 আগে যায় এমন, অগ্রগামী; 2 প্রবর্তক। 66)
প্রসিক্ত
পুণ্য
(p. 523) puṇya বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। ̃ ক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। ̃ কর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। ̃ কাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। ̃ কীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। ̃ কৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। ̃ ক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। ̃ ক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। ̃ তোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। ̃ দর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। ̃ ফল বি. সত্কর্মের সুফল। ̃ বল বি. ধর্মাচরণসুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। ̃ বান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. ̃ বতী। ̃ যোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়। ̃ লোক বি. স্বর্গ। ̃ শীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. ̃ শীলা। ̃ শ্লোক বিণ. যার কীর্তি পুণ্যজনক, যার কীর্তির কথা শুনলে পুণ্য হয়। ̃ সঞ্চয় বি. পুণ্যকর্ম সাধনের দ্বারা ভবিষ্যতে বা পরলোকে শুভফললাভের অধিকার সঞ্চয়। পুণ্যাত্মা (-ত্মন্) বিণ. ধার্মিক, পুণ্যবান। পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান। পুন্যিপুণ্য -র কথ্য রূপ। পুন্যি-পুকুর বি. হিন্দু কুমারীদের ব্রতবিশেষ। 46)
প্রশাসক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535074
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140583
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730861
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943061
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883633
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838510
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696725
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603107

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us