Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরি-কর্তা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পরি-কর্তা এর বাংলা অর্থ হলো -

(p. 496) pari-kartā (-র্তৃ) বি. জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহের পুরোহিত।
[সং. পরি + কর্তা]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পালুই
পড়শি, পড়োশি
(p. 486) paḍ়śi, paḍ়ōśi বি. প্রতিবেশী, কাছেই বাস করে এমন লোকজন। [হি. পড়োসী প্রাকৃ. পডিএসি]। 40)
প্রধান
পরি-তোষ
(p. 498) pari-tōṣa বি. গভীর তৃপ্তি, আনন্দ বা সন্তোষ (পরিতোষ বিধান করা, পরিতোষ লাভ করা)। [সং. পরি + √ তুষ্ + অ]। বিণ. পরিতুষ্ট। 11)
পরি-চালন, পরি-চালনা
(p. 497) pari-cālana, pari-cālanā বি. 1 কার্যনির্বাহ; 2 শাসনকার্য, শাসন, administration (স.প.); 3 নিয়ন্ত্রণ; 4 অধ্যক্ষতা; 5 চলচ্চিত্র, নাটকাভিনয় ইত্যাদির নির্দেশনা; 6 সঞ্চালন। [সং. পরি + √ চল্ + ণিচ্ + অন, আ]। পরি-চালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন। 19)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
প্রসূন
(p. 552) prasūna বি. 1 ফুল; 2 মুকুল, কুঁড়ি; 3 ফল। [সং. প্র + √ সূ + ত]। 18)
পরস্ব
(p. 488) parasba বি. অন্যের ধন বা ঐশ্বর্য। [সং. পর3 + স্ব]। ̃ .হরণ, পরস্বাপ-হরণ বি. পরের ধন আত্মসাত্ করা। ̃ .হারী (-রিন্), পরস্বাপ-হারী (-রিন্) বিণ. পরধন আত্মসাত্কারী।
পরি2, (বর্জি.) পরী
পরতঃ
(p. 488) paratḥ (-তস্) (বর্ত. বিরল) অব্য. 1 অপর থেকে; 2 অপরের দ্বারা। [সং. পর3 + তস্]। 124)
পুঁজি
প্রতিহারী
(p. 544) pratihārī দ্র প্রতিহার। 4)
পেন্ডুলাম
(p. 532) pēnḍulāma বি. ঘড়ির দোলক; দোলক। [ইং. pendulum]। 33)
পীয়ূষ
(p. 523) pīẏūṣa বি. অমৃত, সুধা। [সং. √ পীয়্ + ঊষ]। 16)
প্লিডার
(p. 559) pliḍāra বি. উকিল। [ইং. pleader]। 12)
পুড়া, পোড়া
(p. 523) puḍ়ā, pōḍ়ā বি. ক্রি. 1 দগ্ধ হওয়া (আগুনে পুড়েছে); 2 জ্বালা করা (রোদে বা পুড়ছে); 3 অত্যন্ত গরম হওয়া (জ্বরে গা পুড়ে যাচ্ছে); 4 অত্যন্ত সন্তপ্ত বা দুঃখিত হওয়া (মন পুড়ছে)। বিণ. দগ্ধ। [সং. √ পুট্ + বাং. আ]। [পোড়া2 দ্র]। ̃ নো বি. ক্রি. 1 দগ্ধ করা (শুকনো পাতা পোড়ানো হচ্ছে); 2 জ্বালা বা যন্ত্রণা দেওয়া; 3 অত্যন্ত গরম করা; 4 সন্তপ্ত করা বা দুঃখ দেওয়া। পুড়ানি, পোড়ানি বি. দাহ; জ্বালা; যন্ত্রণা; সন্তাপ। ̃ নিয়া, ̃ নে বিণ. দাহকর, জ্বালাময়, জ্বালাদায়ক; যন্ত্রণাদায়ক। 43)
পোঁচ
(p. 533) pōn̐ca বি. 1 প্রলেপ (কালির পোঁচ); 2 কালি রং ইত্যাদির স্তর বা মাত্রা, কোট (ছবিতে আর এক পোঁচ রং চড়াতে হবে)। [দেশি]। ̃ ড়া, ̃ লা বি. 1 প্রলেপ; 2 চুনকাম করার জন্য পাটের আঁশ দিয়ে তৈরি বড়ো তুলিবিশেষ। 28)
প্রক্ষোভ
(p. 537) prakṣōbha বি. ভাবাবেগ, emotion (বি. প.)। [সং. প্র + ক্ষোভ]। প্রক্ষুব্ধ বিণ. বিহুল, উদ্বেল; উত্তেজিত। 21)
পদাধি-কার
(p. 488) padādhi-kāra বি. পদের বা প্রভাবের অধিকার (পদাধিকার বলে)। [সং. পদ + অধিকার]। বিণ. বি. পদাধি-কারী। 39)
প্রিয়
(p. 554) priẏa বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ ('শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়': রবীন্দ্র); 3 স্বামী। বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। ̃ ংকর, ̃ কারক, ̃ কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। ̃ ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ ংবদা। ̃ ঙ্গু বি. শ্যামলতা। ̃ চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। ̃ জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। ̃ তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. ̃ তমা। ̃ দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। বি. সম্রাট অশোক। বিণ. স্ত্রী. ̃ দর্শিনী। ̃ পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. ̃ পাত্রী। ̃ বচন ̃ বাক্য বি. মধুর বাক্য, মনোরম বা প্রীতিকর কথা। ̃ বাদী (-দিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বিয়োগ বি. প্রিয়ভাজনের মৃত্যু। ̃ ভাষী (-ষিন্) বিণ. মিষ্টভাষী। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ সখ, (বাং. প্রয়োগ) ̃ সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. ̃ সখী। ̃ সমাগম বি. 1 প্রিয়জনের সঙ্গে মিলন; 2 প্রিয়জনের আগমন। 94)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856851
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719469
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us