Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রাশ্নিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রাশ্নিক এর বাংলা অর্থ হলো -

(p. 554) prāśnika বিণ. 1 প্রশ্নকারী; 2 প্রশ্ন শুনে যে মীমাংসা করে।
[সং. প্রশ্ন + ইক]।
84)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পারা1
(p. 513) pārā1 বি. তরল ধাতুবিশেষ, পারদ (মেয়েটা পারা খেয়ে মরেছে)। [সং. পারদ]। 113)
পট্টু
(p. 486) paṭṭu বি. মোটা পশমি কাপড়বিশেষ। [হি. পট্টু সং. পট্ট]। 32)
পরি-শুষ্ক
(p. 499) pari-śuṣka বিণ. অতিশয় শুষ্ক, একেবারে শুষ্ক। [সং. পরি + শুষ্ক]।বি. ̃ তা। 69)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পর-গণা
প্রলপন
(p. 550) pralapana বি. প্রলাপোক্তি করা; প্রলাপ। [সং. প্র + √ লপ্ + অন]। প্রলপিত বিণ. বৃথা কথিত, বৃথা উক্ত। বি. প্রলাপ। 23)
পঞ্চাশীতি
(p. 484) pañcāśīti বি. বিণ. 85 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ + অশীতি]। ̃ তম বিণ. 85 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 34)
প্রবক্তা
প্রতীক্ষা
পাষক
(p. 518) pāṣaka বি. পায়ের আঙুলের অলংকারবিশেষ, পাশুলি। [সং. √ পষ্ + অক]।
পার্শ্বাস্হি
(p. 513) pārśbāshi বি. পাঁজর। [সং. পার্শ্ব + অস্হি]। 149)
পিনাক
(p. 521) pināka বি. 1 শিবধনু; 2 শিবের ধনুকাকৃতি বাদ্যযন্ত্র; 3 ত্রিশূল। [সং. √ পা + আক]। ̃ পাণি, পিনাকী (-কিন্) বি. শিব। 16)
পূজক
(p. 526) pūjaka বিণ. উপাসক, যে পূজা করে (দেবপূজক, শিবপূজক)। [সং. √ পূজ্ + অক]।
পুনর্যৌবন
(p. 526) punaryaubana বি. নব যৌবন, একবার যৌবন গত হওয়ার পর আবার যৌবন লাভ; (আল.) নতুনভাবে উত্সাহ বা সক্রিয়তা লাভ। [সং. পুনঃ + যৌবন]। 9)
প্রসিত
(p. 552) prasita বিণ. অতি শুভ্র বা সাদা। [সং. প্র + সিত]। 13)
পুনর্নবা
(p. 523) punarnabā বি. শাকবিশেষ, পুনকে শাক। [সং. পুনঃ + নব + আ]। 72)
পুং2
(p. 523) pu2 বি. (অন্য শব্দ বা প্রত্যয়ের পূর্বে পুম্স্-শব্দের রূপ) পুরুষ প্রাণী। বিণ. পুরুষ, পুরুষজাতীয় (পুংলিঙ্গ, পুংকেশর)। [সং. পুম্স্]। ̃ কেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে, stamen. ̃ গব-পুঙ্গব দ্র। ̃ বাচক বিণ. পুরুষ বোঝায় এমন। ̃ লিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়। বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)। পংশ্চলী বি. (স্ত্রী.) 1 বেশ্যা; 2 কুলটা। পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্নঅন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি। ̃ সন্তান বি. ছেলে। ̃ সবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ। ̃ স্কোকিল বি. পুরুষ কোকিল। ̃ স্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গবাচকতা। 17)
পূজ্য
(p. 529) pūjya বিণ. পূজনীয়, পূজার যোগ্য। [সং. √ পূজ্ + য]। ̃ পাদ বিণ. অত্যন্ত পূজনীয়, পরম শ্রদ্ধেয়। 5)
প্লেন1
(p. 559) plēna1 বিণ. মসৃণ, সমতল। [ইং. plane]। 18)
পরি-ষদ, পরি-ষত্
(p. 499) pari-ṣada, pari-ṣat (-দ্) বি. 1 সভা, সংসদ (সাহিত্য পরিষত্); 2 ব্যবস্হাপক সভা, Legislative Council (স.প.); 3 সমাজ (মানবপরিষদ)। [সং. পরি + √ সদ্ + ক্বিপ্]। ̃ পাল বি. ব্যবস্হাপক সভার সভাপতি, Chairman of the Legislative Council (স.প.)। পরি-ষদীয় বিণ. পরিষদবিষয়ক (পরিষদীয় রীতি, পরিষদীয় শাসনব্যবস্হা)। 76)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535168
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140635
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603113

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us