Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাস্তু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাস্তু এর বাংলা অর্থ হলো -

(p. 605) bāstu বি. 1 বাসস্হান, বাসগৃহ; 2 ভিটা; 3 স্হায়ী বসতজমি বা বসতবাড়ি।
[সং. √ বস্ + তু]।
ক বি. বেথুয়া বা বেথো শাক।
কর্ম
বি. বাসগৃহ নির্মাণ।
কার বি. গৃহাদির নির্মাতা বা গৃহনির্মাণের পরিকল্পনারচয়িতা, civil engineer.(বি. প.)।
ঘুঘু
(আল.) অতি দুষ্টধূর্ত লোক; স্হায়ী আ়ড্ডা গেড়ে বসেছে এমন বদমাশধূর্ত লোক।
ত্যাগী
বি. গৃহত্যাগী, যে গৃহ ছেড়ে গেছে।
দেবতা,পুরুষ
বি. গৃহ বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে উপাসিত দেবতা।
পূজা
বি. সাধারণত পৌষ-সংক্রান্তির দিনে অনুষ্ঠিত বাস্তুশুদ্ধির পূজা।
ভিটা
বি. যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্হাপিত।
শিল্প
বি. গৃহনির্মাণশিল্প।
সাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায় নিরুপদ্রবে বাস করে আসছে।
হারা
বিণ. বি. গৃহহীন; উদ্বাস্তু।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বয়ন1
(p. 580) baẏana1 বি. (বস্ত্রাদি) বুনন, বোনা (বয়নশিল্প, বয়নযন্ত্র)। [সং. √ বে + অন]। 6)
ব্রীড়া
(p. 652) brīḍ়ā বি. লজ্জা। [সং. √ ব্রীড়্ + অ + আ]। ব্রীড়িত বিণ. লজ্জাযুক্ত; লজ্জিত। 41)
ব্রীহি
(p. 652) brīhi বি. আধশুন্য, আউশ ধান। [√ বৃহ্ + ই (নি.)]। 42)
বকশিশ
(p. 573) bakaśiśa বি. পুরস্কার, ইনাম; খুশি হয়ে প্রদত্ত পারিতোষিক। [ফা. বখ্শীশ]। 15)
বিম্ব
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বার-দুয়ারি
(p. 602) bāra-duẏāri দ্র বারো। 7)
বিশোষণ
(p. 627) biśōṣaṇa বি. বিশেষভাবে শোষণ, তরল পদার্থ শুষে আপন অঙ্গীভূত করা, absorption (বি.প.)। [সং. বি + শোষণ]। বিশোষিত বিণ. বিশেষভাবে শোষিত, absorbed. 19)
বগি2
বঞ্চা
(p. 575) bañcā ক্রি. (প্রধানত কাব্যে) 1 প্রতারিত করা; 2 বিরহিত বা বিহীন করা; 3 কাটানো, যাপন করা ('সুখে বঞ্চিত দিন'); 4 বাস করা ('আমি বঞ্চি একাকিনী': চণ্ডী)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বঞ্চ্ + বাং. আ]। 5)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেননাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তরপশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
বর্ষানো
(p. 580) barṣānō ক্রি. বি. বর্ষণ করা। [সং. √ বৃষ্ + বাং. আনো]। 141)
বাবা-সুট, বাবা-স্যুট
(p. 600) bābā-suṭa, bābā-syuṭa বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]। 13)
বাগড়া
(p. 591) bāgaḍ়ā বি. ব্যাঘাত, প্রতিবন্ধক, বাধা (কাজে বাগড়া দেওয়া)। [সং. ব্যাঘাত]। 46)
বোমকে যাওয়া
ব্রুচ, ব্রোচ
(p. 652) bruca, brōca বি. সেফটিপিন-জাতীয় অলংকার; পিনবিশেষ। [ইং. brooch]। 43)
বিসৃত
(p. 630) bisṛta বিণ. বিস্তৃত, ব্যাপ্ত। [সং. বি + √ সৃ + ত]। 16)
বক্ত্র
(p. 573) baktra বি. মুখ; মুখমণ্ডল। [সং. √ বচ্ + ত্র]। 28)
বেরং
(p. 641) bēra বি. 1 বিকৃত রং; 2 অন্য রং (রংবেরং); 3 (তাসখেলায়) ডাকের বহির্ভূত রং। [হি. বিরংগ]। 32)
বখা
(p. 573) bakhā ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। বি. উক্ত উভয় অর্থে। বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। ̃ ট, ̃ টে বিণ. বখে গেছে এমন। ̃ নো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। বিণ. উক্ত অর্থে। ̃ মি, ̃ মো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185310
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619985

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us