Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিগলন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিগলন এর বাংলা অর্থ হলো -

(p. 605) bigalana বি. 1 বিগলিত হওয়া, গলে যাওয়া, দ্রবণ; 2 ক্ষরণ; 3 স্খলন।
[সং. বি + গলন]।
বিগলিত বিণ. 1 সম্পূর্ণরূপে গলিত বা দ্রবীভূত (ভাবে বিগলিত, স্নেহরসে বিগলিত); 2 বিশেষভাবে ক্ষরিত বা নিঃসৃত (বিগলিত অশ্রু); 3 স্খলিত (বিগলিতবসনা); 4 নষ্ট, পচা (বিগলিত শব)।
বিগলিত চিত্তে ক্রি-বিণ. ভাবে বা আবেগে গদগদ হয়ে।
128)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাচিক
(p. 591) bācika বিণ. বাচনিক, মৌখিক। [সং. বাচ্ + ইক]। 95)
বায়ব, বায়বীয়, বায়ব্য
বিনির্বৃত্ত
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
ব্রাশ
বর্তন2
(p. 580) bartana2 বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। 112)
বিনমন
(p. 616) binamana বি. 1 বিনয়, নম্রতা; 2 অবনমন, নীচে নামানো, নিচু করা। [সং. বি + নমন]। বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত। 36)
বাসগৃহ
(p. 602) bāsagṛha বি. বাস করার গৃহ। [সং. বাস + গৃহ]।
ব্যগ্র
বার্হস্পত্য
বংশাব-তংস
বোমকে যাওয়া
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
বাদুলে
(p. 598) bādulē দ্র বাদল। 29)
বিশেষ
(p. 627) biśēṣa বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উত্পাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তত্সংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। বি. 1 আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); 2 প্রভেদ (ইতরবিশেষ); 5 বৈলক্ষণ্য; 6 প্রকার, রকম; 7 বৈচিত্র্য। ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। ̃ ক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্যনির্ণায়ক, প্রভেদক। ̃ জ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)। &tilde ; ত্বহীন বিণ. যার কোনো বিশেষ গুণ বা অসাধারণত্ব নেই। 12)
বেহালা
বিটপ
(p. 611) biṭapa বি. 1 গাছের শাখা বা ডাল; 2 পল্লব। [সং. √ বিট্ + অপ]। বিটপী (-পিন্) বি. গাছ, বৃক্ষ। 59)
বিন্দু
বালতি2
বিচরণ
(p. 610) bicaraṇa বি. ইতস্তত ভ্রমণ বা চলাফেরা। [সং. বি + √ চর্ + অন]। ̃ কারী (-রিন্) বিণ. ইতস্তত ভ্রমণকারী। ̃ শীল বিণ. ইতস্তত চলে-ফিরে বেড়াচ্ছে এমন। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730596
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942794
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883561
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838479
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us