Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিলোড়ন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিলোড়ন এর বাংলা অর্থ হলো -

(p. 626) bilōḍ়na বি. মন্হন, আলোড়ন।
[সং. বি. + √ লুড়্ + ণিচ্ + অন]।
বিলোড়িত বিণ. মথিত, আলোড়িত।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বন্ধক
বেশ1
(p. 642) bēśa1 বিণ. 1 উত্তম, চমত্কার (বেশ ছেলে); 2 যথেষ্ট, সংখ্যায় বা পরিমাণে অধিক (বেশকিছু টাকা, বেশ খানিকটা তেল, বেশ কিছুদিন আগে)। ক্রি-বিণ. 1 ভালোভাবে, উত্তমরূপে (বেশ করে বুঝিয়ে দেওয়া, বেশ করে কান মলে দাও); 2 বিলক্ষণ (সে বেশ খেতে পারে, সে আজকাল বেশ কামাচ্ছে)। অব্য. অনুমোদনসূচক (বেশ, তবে তাই হোক)। [ফা. বেশ্]। 35)
বীক্ষণ
বুড়া1
(p. 633) buḍ়ā1 ক্রি. (আঞ্চ.) 1 ডোবা (জলে বুড়েছে); 2 ভরে যাওয়া (জঙ্গলে জায়গাটা বুড়ে গেছে); 3 বুড়ানো। [হি. বুড়্না]। ̃ নো ক্রি. বি. ডুবানো; ভরে দেওয়া। বিণ. উক্ত উভয় অর্থে। 20)
বাস্তবিক
বৃক
(p. 633) bṛka বি. 1 নেকড়ে বাঘ; 2 কাক; 3 শৃগাল; 4 জঠরাগ্নি, প্রবল ক্ষুধা। [সং. √ বৃক্ + অ]। বৃকোদর বি. মধ্যম পাণ্ডব, ভীম। 55)
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বাজু
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বেতস
(p. 633) bētasa বি. 1 নদীতীরের বা নদীর নিকটবর্তী সরু বেতগাছ; 2 বেতগাছ; 3 বাঁশ ('এই বাতসের বাঁশিতে': রবীন্দ্র)। [সং. √ বে + অস ত্ আগম]। ̃ বৃত্তি বি. 1 বেতগাছের মতো নমনশীলতা; 2 সহজেই নতিস্বীকারের ভাব। 170)
বিদীর্ণ
(p. 614) bidīrṇa বিণ. 1 ছিন্নভিন্ন, খণ্ডিত, খণ্ড খণ্ড হয়ে গেছে এমন (আঘাতে আঘাতে দেহ বিদীর্ণ হল); 2 ভগ্ন (বিদীর্ণ হৃদয়ে বিদায় দিলেন); 3 ফেটে গেছে এমন (চিত্কারে আকাশ বিদীর্ণ করা)। [সং. বি + √ দৃ + ত]। বিদীর্য-মাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)। 19)
বেলে
(p. 642) bēlē বিণ. বালুকাপূর্ণ (বেলে মাটি)। বি. (বালির মধ্যে থাকে এমন) মাছবিশেষ। [বাং. বালি + ইয়া এ]। ̃ খেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা। ̃ পাথর বি. যে পাথরে বালির অংশ থাকে। ̃ মাটি বি. বালুকাপূর্ণ মাটি। 28)
বশ
ব্যাটারি
(p. 648) byāṭāri বি. বিদ্যুত্ উত্পাদনসঞ্চালন করে এমন যন্ত্রবিশেষ। [ইং. battery]। 64)
বেল৫
বিতস্তি
(p. 611) bitasti বি. বিঘত, আধহাত পরিমিত বা দ্বাদশাঙ্গুলি পরিমিত মাপ। [সং. বি + √ তস্ + তি]। 81)
ব্রহ্মা
বেশিনী
(p. 642) bēśinī দ্র বেশ2। 43)
বিপ্লাবন
বাগ্-ধারা
(p. 591) bāg-dhārā বি. বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ, ইডিয়ম। [সং. বাচ্ + ধারা]। 53)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us