Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিষুব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিষুব এর বাংলা অর্থ হলো -

(p. 627) biṣuba বি. যে সময়ে দিন ও রাত্রি সমান দীর্ঘ হয় equinox. [সং. বিষু (দিন ও রাত্রির সমতা) + ব(অন্ত্যর্থে)]।
বৃত্ত
বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)।
রেখা
বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)।
লম্ব
বি. বিষুববৃত্ত থেকে গ্রহনক্ষত্রের কৌণিক দূরত্ব, declination (বি. প.)।
সংক্রান্তি
বি. সূর্যের তুলামেষ-সংক্রান্তিবিশেষ।
বিষুবীয় বিণ. বিষুব-সংক্রান্ত।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাল্মীকি
(p. 602) bālmīki বি. রামায়ণরচয়িতা আদিকবি। [সং. বল্মীক + ই]। 87)
বাঘাম্বর
বস্তি1
বাগিন্দ্রিয়
(p. 591) bāgindriẏa বি. যে ইন্দ্রিয় দ্বারা কথা বলা হয় অর্থাত্ মুখ। [সং. বাচ্ + ইন্দ্রিয়]। 68)
বৈদেহিক
(p. 644) baidēhika বিণ. দেহহীন, অশরীরী। [সং. বি + দেহ + ইক]। 34)
বঁড়শি
(p. 572) ban̐ḍ়śi বি. বাঁকা ছুঁচলো লোহার কাঁটাবিশেষ যাতে টোপ গেঁথে মাছ ধরা হয়। [সং. বড়শি]।
বিদ্যুত্
(p. 614) bidyut বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উত্পন্ন আলোকশক্তি; বিজলি, তড়িত্, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুত্ + ক্বিপ্]। ̃ কটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি। ̃ প্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী. ̃ প্রভা। ̃ স্পন্দন, ̃ স্ফুরণ বি. বিদ্যুতের চমক। ̃ স্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িত্-আহত, electrocuted. ̃ স্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদ্-গর্ভ বিণ. বিদ্যুত্পূর্ণ। বিদ্যুদ্-বেগে ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুত্। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। ̃ বিদ্যুল্লতা, ̃ লতা, বিদ্যুল্লেখা, বিদ্যুত্-লেখা বি. লতার মতো সরু বিদ্যুতের রেখা; বিদ্যুত্স্ফুরণ। বিদ্যুত্বান্ (-ত্বত্) বি. মেঘ।
বাহিরা
(p. 605) bāhirā ক্রি. (পদ্যে) বাহিরানো, বাইরে বেরোনো (বাহিরিল)। [বাং.বাহির + আ]। ̃ নো ক্রি. বি. (পদ্যে) বহির্গত হওয়া, বাইরে যাওয়া ('তবু এনু বাহিরিয়া': স. দ.)। বিণ. উক্ত অর্থে। 49)
বিহীন
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
বিদায়1
(p. 614) bidāẏa1 (বর্ত. বিরল) বি. 1 দান; 2 বিসর্জন। [আ. বিদাঅ]। 12)
বৈশিষ্ট্য
বিদিত
(p. 614) bidita বিণ. 1 জ্ঞাত, জানা গেছে বা জানা হয়েছে এমন (বিদিত বিষয়, কিছুই তার অবিদিত নয়); 2 খ্যাত (জগদ্বিদিত); 3 অবগত, জেনেছে এমন (এ বিষয়ে তিনি বিদিত আছেন)। [সং. √ বিদ্ + ত]। 17)
বিস্ফার, বিস্ফারণ
বেখেয়াল
বা2
(p. 590) bā2 বি. (ব্রজ ও প্রা. কা.) বাতাস ('গিরীষির বা': বিদ্যা.)। [সং. বাত]। 6)
বৃক্ষ
বিদ্রুত
(p. 616) bidruta বিণ. 1 দ্রবীভূত, গলিত; 2 পলায়িত। [সং. বি + √ দ্রু + ত]। 6)
বেদানা
বহা2
(p. 580) bahā2 দ্র বহ। 236)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730597
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942795
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883562
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838480
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696635
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us