Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভবপার, ভবপারাবার, ভববন্ধন, ভবভয়, ভবভার, ভবযন্ত্রণা, ভবলীলা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভবপার, ভবপারাবার, ভববন্ধন, ভবভয়, ভবভার, ভবযন্ত্রণা, ভবলীলা এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhabapāra, bhabapārābāra, bhababandhana, bhababhaẏa, bhababhāra, bhabayantraṇā, bhabalīlā দ্র ভব।
58)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভেল-পুরি
(p. 670) bhēla-puri বি. কচুরি বা পুরিজাতীয় উত্তরভারতীয় খাবারবিশেষ [হি.]। 44)
ভট ভট
(p. 655) bhaṭa bhaṭa অব্য. বুদ্বুদ ফাটবার বা বায়ু বেরিয়ে যাবার শব্দ। [ধ্বন্যা.]। ভট-ভটানি বি. ক্রমাগত ভট ভট শব্দ। 32)
ভুল
(p. 668) bhula বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)। বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)। [ সং. √ হ্বল্]। ̃ .চুক, ̃ .ভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা। ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি। ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল। 15)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
ভেরি, ভেরী
(p. 670) bhēri, bhērī বি. ঢাক, দামামা (ভেরিনিনাদ)। [সং. √ ভী + রি]। 39)
ভুজু-ভাজুং
(p. 667) bhuju-bhāju বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]। 29)
ভড়কা
(p. 655) bhaḍ়kā ক্রি. হঠাত্ ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা নিবৃত্ত হওয়া (তুমি ভড়কে গেলে নাকি?); ঘাবড়ে যাওয়া। ̃ নি বি. ঘাবড়ে যাওয়া। ̃ নো ক্রি. বি. 1 ভড়কা; 2 ভড়কে দেওয়া। [দেশি-তু. হড়কা]। 38)
ভড়
(p. 655) bhaḍ় বি. 1 বাঙালি হিন্দুর পদবিবিশেষ; 2 প্রচুর ভার বহন করতে পারে এমন বড়ো নৌকাবিশেষ। [ ভার]। 36)
ভজা
(p. 655) bhajā ক্রি. 1 ভজনা করা, উপাসনা করা; 2 তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। বি. উক্ত দুই অর্থে। বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 উপাসনা বা ভজনা করানো; 2 সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; 3 তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। বি. উক্ত সব অর্থে। বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন। 27)
ভুক্তি
(p. 667) bhukti বি. 1 ভোজন, আহার; 2 ভোগ, উপভোগ; 3 দখল; 4 অন্তর্ভুক্ত হওয়া (নিবন্ধভুক্তি)। [সং. √ ভুজ্ + তি]। 24)
ভেঙানো, ভ্যাঙানো
(p. 670) bhēṅānō, bhyāṅānō ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]। 20)
ভাতার
(p. 661) bhātāra বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ̃ .খাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী। 35)
ভওলি
(p. 659) bhōli বি. জমিদারকে খাজনার বদলে দেয় শস্য। [দেশি]। 20)
ভেড়া1, ভিড়া
(p. 670) bhēḍ়ā1, bhiḍ়ā ক্রি. 1 লগ্ন হওয়া ('কূলে এসে ভিড়ে': রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। 29)
ভদু
(p. 661) bhadu বি. বাংলার লৌকিক দেবীবিশেষ যাঁর পূজা হয় ভাদ্র মাসে। [ সং. ভাদ্র]। 41)
ভুতি, ভুতুড়ি
(p. 668) bhuti, bhutuḍ়i বি. কাঁঠালের ভিতরের বর্জ্য অংশ। [দেশি]। 9)
ভাড়া
(p. 661) bhāḍ়ā বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [ সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)। 24)
ভাজা
(p. 661) bhājā ক্রি. গরম তেল-ঘি-ডালডা ইত্যাদিতে শুকনো করে পাক করা (মাছ ভাজছে)। বি. উক্ত অর্থে (মাছভাজা খাচ্ছে, এত মাছ ভাজা কি সহজ কাজ?)। বিণ. উক্ত অর্থে (ভাজা মাছ)। [ সং. √ ভ্রস্জ্ + বাং. আ]। 13)
ভাজা-ভাজা
(p. 661) bhājā-bhājā বিণ. 1 প্রায় ভাজা, কিছুটা ভাজা (আলুর টুকরোগুলো ভাজা-ভাজা হলেই নামাতে হরে); 2 (আল.) জ্বালাতন, বিরক্ত (ছেলেটার দৌরাত্ম্যে একেবারে ভাজা-ভাজা হয়ে গেলাম)। ভাজা-ভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)। 14)
ভোক্তব্য
(p. 670) bhōktabya বিণ. ভক্ষণীয়; উপভোগের যোগ্য। [সং. √ ভুজ্ + তব্য]। 65)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 761927
Kalpana Bangla Font
Kalpana
Download
View Count : 464028
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 372760
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 361624
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 361601
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 337199
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 332592
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 328877

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন