Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুগুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মুগুর এর বাংলা অর্থ হলো -

(p. 710) mugura বি. কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরী মোটা দণ্ডবিশেষ, গদা।
[সং. মুদ্গর]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মুষল
(p. 712) muṣala বি. 1 গদা, মুদ্গর; 2 ঢেঁকির মোনা; 3 উদুখলের পেষনদণ্ড বা ওই-জাতীয় পদার্থ।[সং. √ মুষ্ + অল]। ̃ .ধার, ̃ .ধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)। মুষলী (-লিন্) বি. বলরাম। 40)
মোদ্দা
মারপ্যাঁচ
মেঝে
(p. 714) mējhē দ্র মেজে। 46)
মগ1
মহিমা
মার্কা
(p. 700) mārkā বি. চিহ্ন, মার্ক। [ইং. mark]̃. মারা বিণ. 1 চিহ্নিত; 2 দাগি (মার্কামারা চোর); 3 সুপরিচিত (মার্কামারা জিনিস)। 36)
মুদ্রা
(p. 710) mudrā বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ 'ম'-কার-এর একটি; 9 মদের চাট; 1 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন।[সং. √ মৃদু + র + আ]। ̃ .কর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। ̃ ক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. ̃ ঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। ̃ .ঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। ̃ .দোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। ̃ .বিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics. ̃ .মান বি. আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রার দর। ̃ .যন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাত্ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation. 55)
মুদা
(p. 710) mudā (কথ্য) মোদা ক্রি. বি. মুদ্রিত বা নিমীলিত করা ('ভাবিছে নয়ন মুদিয়া', মুদে যাবে চোখের পলক': রবীন্দ্র)। [প্রাকৃ. √মুদ্দ-তু. হি. √ মুঁদ]। 42)
মানভঞ্জন
(p. 698) mānabhañjana দ্র. মান4। 18)
মটর2
মিথ্যা
মোহানা
(p. 719) mōhānā বি. 1 নদীর যে প্রশস্ত অংশ অন্য নদীতে বা সমুদ্রে মিলিত হয়েছে; 2 জলাশয়ের জল গমনাগমনের পথ বা মুখ। [হি. মুহানা-তু. সং. মুখ মুহ + আনা]। 42)
মিছা,
(p. 704) michā, (কথ্য) মিছে বি. মিথ্যা কথা ('সে কহে বিস্তর মিছা'): ভা. চ.)। বিণ. 1 অসত্য, অমূলক, সত্য বা ঠিক নয় এমন (মিছে কথা বলা); 2 নিষ্ফল, বৃথা (মিছে আশা)। ক্রি-বিণ. অনর্থক, অকারণে, মিছিমিছি (দিনটা মিছেই কেটে গেল)।[সং. মিথ্যা]। 20)
মসে-মইসা
(p. 688) masē-misā ও মইসে-র কথ্য রূপ। 30)
মাত-গুড়
(p. 692) māta-guḍ় বি. 1 ঝোলাগুড়; 2 চিটে গুড়। [বাং. মাত3 + গুড়]। 98)
মণ্ড
(p. 676) maṇḍa বি. 1 চাল যব চিঁড়ে প্রভৃতি গরম জলে সিদ্ধ করে প্রস্তুত ক্কাথ, মাড়; 2 লেই বা কাইয়ের মতো বস্তু। [সং √ মণ্ড্ + অ]। 52)
মিহির
(p. 707) mihira বি. সূর্য, তপন। [সং. √ মিহ্ + ইর তু. ফার মিহ্র (=সূর্য)]। ̃ .কিরণ বি. সূর্যের কিরণ, সূর্যের আলো। 16)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয়বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপপূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্যগুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীনআধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্বপশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুতবিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
মরুত্, মরুত
(p. 685) marut, maruta বি. 1 বায়ু, বাতাস, উনপঞ্চাশ পবন; 2 (বিরল) দেবতা। [সং. √ মৃ + উত্]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577781
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185513
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785582
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026522
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901094
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708592
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us