Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেজ-বান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মেজ-বান এর বাংলা অর্থ হলো -

(p. 714) mēja-bāna বি. আপ্যায়নকারী গৃহস্হ।
[ফা. মেজবান]।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাঝ
(p. 692) mājha বি. 1 মধ্যস্হল (মাঝের ঘর, মাঝের দিনগুলো); 2 অত্যন্তর, ভিতর (বনের মাঝে)। বিণ. মধ্য (মাঝপথ)। [প্রাকৃ. মজ্ঝ]। ̃ .খান বি. মধ্যস্হান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)। ̃ .বয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স। ̃ .বয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)। ̃ .রাত বি গভীর রাত, মধ্যরাত। ̃ .রাস্তা বি. অর্ধেক পথ। মাঝা-মাঝি বিণ. 1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা); 2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন; 3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)। ক্রিবিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)। মাঝে ক্রি-বিণ. 1 মাঝখানে, মধ্যস্হানে (আমি মাঝে বসব); 2 কিছুদিন আগে, ইতিমধ্যে (মাঝে সে একদিন এসেছিল)। মাঝে মাঝে ক্রি-বিণ. কিছুদিন বা কিছুকাল অন্তর অন্তর (সে মাঝে মাঝে আসে)। 71)
মালিনী
(p. 703) mālinī বি. বিণ. (স্ত্রী.) 1 মাল্যভূষিতা; 2 মালা পুষ্প ইত্যাদির জোগান দেয় এমন নারী; 3 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মালিন্ + ঈ]। 7)
মল্লিক
মুহরি1, মুহুরি1,
মারদাঙ্গা, মারধর, মারপিট
(p. 700) māradāṅgā, māradhara, mārapiṭa দ্র মার3। 20)
মার্জন-
মর-হুম
মাশুক
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মাইনা-দার, মাইন-দার
মণি-বন্ধ
(p. 676) maṇi-bandha বি. হাতের কবজি। [সং মণি + √ বন্ধ্ + অ]। 51)
মুণ্ডু
(p. 710) muṇḍu দ্র মুন্ডু। 36)
ম্যানেজ করা
(p. 721) myānēja karā ক্রি. বি. 1 সুনিয়ন্ত্রিতসুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); 2 কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]। 23)
মহাভাগ
(p. 688) mahābhāga দ্র. মহা2। 64)
মহলত
(p. 688) mahalata বি. 1 সুযোগ, মওকা (মহলত পাওয়া); 2 দেরি, বিলম্ব। [আ. মোহলত্]। 54)
ময়দা
(p. 685) maẏadā বি. অতি মিহি ও পরিষ্ক়ৃত গমের চূর্ণ। [ফা. ময়্দাহ্]। 12)
মহোপাধ্যায়
মাদি
মালসা-মালশা
মীলন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577862
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785731
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026859
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620276

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us