Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রুগ্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রুগ্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 743) rugṇa বিণ. 1 পীড়িত 2 রোগহেতু কাহিল (রুগ্ণ স্বাস্হ্য, রুগ্ণ চেহারা); 3 যাকে টিকিয়ে রাখা যায় না, কাজ চালাতে অক্ষম (রুগ্ণ শিল্প)।
[সং. √ রুজ্ + ত]।
স্ত্রী. রুগ্ণা।
বি.তা।
82)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রেকর্ড
রাজ-যোগ
(p. 741) rāja-yōga বি. যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ, হঠযোগের তুলনায় যা সহজসাধ্য। [সং. রাজ 4 + যোগ]। 18)
রুপিয়া
(p. 743) rupiẏā বি. (কৌতু.) টাকা (ফুর্তি যে করবে, তা রুপিয়া কোথা থেকে আসবে?)। [হি. ফা. রূপৈয়া]।
রহ-মত
(p. 738) raha-mata বি. করুণা, দয়া, কৃপা। [আ. রহ্মত্]। 8)
রসালো-রসাল
(p. 736) rasālō-rasāla (বিণ.) এর রূপভেদ। 44)
রুসুম
রাগান্বিত
(p. 738) rāgānbita বিণ. 1 অনুরাগযুক্ত; 2 (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]। 43)
রঙ, রঙকানা, রঙচঙ, রঙচঙে, রঙদার, রঙবেরঙ
(p. 731) raṅa, raṅakānā, raṅacaṅa, raṅacaṅē, raṅadāra, raṅabēraṅa দ্র রং। রঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2। 27)
রসম
(p. 736) rasama বি. রীতি, নিয়ম, আচার, ধারা। [আ. রসম]। 34)
রন্ধন
(p. 733) randhana বিণ. রান্না, খাবার পাক করা। [সং. √ রধ্ + অন। ̃ .গৃহ, ̃.শালা বি. রান্নাঘর। রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন। 59)
রানা2
রাজপ্রাসাদ, রাজবংশ
(p. 741) rājaprāsāda, rājabaṃśa দ্র রাজ4। 10)
রোদ্ধা
(p. 750) rōddhā (-দ্ধৃ) বিণ. রোধকারী, রোধ বা প্রতিহত করে এমন। [সং. √ রুধ্ + তৃ]। 25)
রেহাই
র্যালি
রাজ-সূয়
(p. 741) rāja-sūẏa বি. রাজচক্রবর্তী বা সম্রাট হিসাবে স্বীকৃতি পেতে হলে যে-যজ্ঞ করতে হয়। [সং. রাজ4 √ সূ + য]। 25)
রক্ত
(p. 731) rakta বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ ক বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষুরক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 12)
রাধা-বল্লভি
(p. 742) rādhā-ballabhi বি. লুচি ও ডালপুরির মতো খাবারবিশেষ। [রাধা + বল্লভ + ই]। 20)
রূপধারী
(p. 747) rūpadhārī (-রিন্) দ্র রূপ। 30)
রাগিণী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185727
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785807
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027042
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901173
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848150
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620320

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us