Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শাসক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শাসক এর বাংলা অর্থ হলো -

(p. 776) śāsaka বিণ. বি. যে শাসন দমন বা পরিচালনা করে।
[সং. √ শাস্ + অক]।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শিল2
শংসন, শংসা
(p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত। 6)
শুনা, শোনা
(p. 781) śunā, śōnā ক্রি. বি. 1 শ্রবণ করা, কর্ণগোচর হওয়া (শুনতে পায়নি, গান শুনছিল); 2 (আদেশ-নির্দেশাদি) পালন করা বা মান্য করা (আমার কথা শোনে না)। বিণ. শ্রুত (শোনা গল্প)। [সং. √ শ্রু বাং. শুন্]। শোনা কথা 1 শ্রুত কথা; 2 যে-ঘটনাদি কেবল লোকমুখে শ্রুত হয়েছে কিন্তু তা সত্য কি না জানা যায়নি। কথা শোনা ক্রি. বি. 1 আদেশাদি পালন বা মান্য করা; 2 ভর্ত্ সনাবাক্য শোনা বা তিরস্কৃত হওয়া (এর জন্যে উপরওয়ালার কাছে আমাকে কথা শুনতে হবে)। ̃ নো ক্রি. বি. 1 শ্রবণ করানো; 2 পালন করানো বা মান্য করানো; 3 অপ্রিয় কথা বলা (তাকে সেদিন খুব শুনিয়ে এসেছি)। কথা শোনানো ক্রি. বি. 1 আদেশাদি পালন করানো; 2 ভর্ত্ সনা করা। 44)
শুশ্রূষা
(p. 783) śuśrūṣā বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক। 11)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শতায়ু
(p. 769) śatāẏu (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]। 27)
শ্মশ্রু
শালা1
শামা1
(p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2। 75)
শুলফা, (কথ্য) শুলফো
(p. 783) śulaphā, (kathya) śulaphō বি. মৌরিজাতীয় সুগন্ধি শাক বা তার বীজ। [সং. শতপুষ্পা-তু. হি. সৌঁফ্]। 7)
শ্বদন্ত
(p. 786) śbadanta বি. কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ দাঁত, canine tooth. [সং. শ্বন্ (=কুকুর) + দন্ত]। 27)
শম্বর
শ্রবণ
(p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ̃পথ বি. কান। ̃বিবর বি. কানের ছিদ্র। ̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ̃মধুর বিণ. শ্রুতিমধুর। ̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)। 54)
শিলা
শাখোট, শাখোটক
(p. 773) śākhōṭa, śākhōṭaka বি. শেওড়া গাছ। [দেশি]। 42)
শামিয়ানা
শোণ
(p. 784) śōṇa বি. 1 রক্তের বর্ণ; 2 রক্ত; 3 নদবিশেষ। বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ শোণ্ + অ]। শোণিমা বি. রক্তিমা, লাল আভা। 46)
শরীর
শরিক
শ্লেষ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us