Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাফারি-সুট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সাফারি-সুট এর বাংলা অর্থ হলো -

(p. 827) sāphāri-suṭa বি. একই দামি কাপড়ের তৈরি শার্টট্রাউজারবিশেষ।
[ইং. safari suit]।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সম্ভাবনা, (বিরল) সম্ভাবনা
(p. 816) sambhābanā, (birala) sambhābanā বি. 1 হয়তো হবে বা ঘটবে এমন ভাব; 2 ভবিষ্যতের আশা বা যোগ্যতা (সম্ভাবনাময় ভবিষ্যত্); 3 পূজা, সমাদর, সম্মান। [সং. সম্ + √ ভাবি + অন + আ]। সম্ভাবনীয়, সম্ভাব্য বিণ. হয়তো হবে বা ঘটবে এরূপ বিবেচিত (সম্ভাব্য আক্রমণ, সম্ভাব্য পদোন্নতি)। সম্ভাবিত বিণ. (বাং.) সম্ভব; সম্ভাব্য। 7)
সাহা
সাব-ধান
সম
(p. 808) sama বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ̃ কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ̃ কক্ষা। ̃ কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ̃ কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ̃ কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ̃ কামিতা। ̃ কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ̃ কালিক, ̃ কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ̃ কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ̃ কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle. ̃ কোণী ত্রিভুজ দ্র ত্রি। ̃ কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ̃ গোত্র বি. একই গোত্র বা বংশ। ̃ গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ̃ ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ̃ চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ̃ জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। বিণ. একজাতিভুক্ত। বি. ̃ জাতিতা, ̃ জাতিত্ব। ̃ জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ̃ জাতীয়া। বি. ̃ জাতীয়তা, ̃ জাতীয়ত্ব। ̃ তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ̃ তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ̃ তা বি. 1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকারক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ̃ তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমানসমান; 3 সমকক্ষ। ̃ তুল্য বিণ. (বাং. মতে) সমানসমান; সমকক্ষ। বি. ̃ তুল্যতা। স্ত্রী. ̃ তুল্যা। ̃ ত্ব বি. সমতা -র অনুরূপ। ̃ দর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। বি. সমান দুঃখ। ̃ দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি. ̃ দূর-বর্তিতা। স্ত্রী. ̃ দূর-বর্তিনী। ̃ দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ̃ দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ̃ দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ̃ ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ̃ পদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ̃ পদস্হা। বি. ̃ পদস্হতা। ̃ পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ̃ পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ̃ প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ̃ প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ̃ প্রাণতা। স্ত্রী. ̃ প্রাণা। ̃ বয়সি, ̃ বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ বর্তিতা দ্র সমবর্তী। ̃ বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ̃ ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ̃ ব্যথিনী। ̃ ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য। ̃ ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ̃ মূল্য বি. সমান বা একই দাম। বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ̃ মূল্যতা। ̃ রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। বিণ. সমান রসযুক্ত। ̃ রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ̃ শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ̃ সময় বি. একই সময়। ̃ সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ̃ সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্বপশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ̃ স্হলী বি. গঙ্গাযমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব। ̃ স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ̃ স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। 41)
সমুত্-সুক
সদিচ্ছা
(p. 803) sadicchā বি. সত্ বা ভালে উদ্দেশ্য (সদিচ্ছার অভাব নেই); শুভাকাঙ্ক্ষা, মঙ্গলকামনা। [সং. সত্1 + ইচ্ছা]। 23)
সায়2
(p. 828) sāẏa2 বি. 1 নাশ; 2 অবসান; 3 সন্ধ্যাকাল। বিণ. (বাং.) অবসানপ্রাপ্ত, সমাপ্ত, সাঙ্গ ('সে গান তোমার করো সায়': রবীন্দ্র)। [সং. √ সো + অ]। 51)
সাতাত্তর
(p. 823) sātāttara বি. বিণ. 77 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্তসপ্ততি]। 56)
সমুদ্যম
সম্ভাষা
(p. 816) sambhāṣā ক্রি. (কাব্যে) সম্ভাষণ করা (কেহ না সম্ভাষে)। [সং. সম্ + √ ভাষ্ + বাং. আ]। 10)
সরযু, সরযূ
(p. 817) sarayu, sarayū বি. অযোধ্যার নদীবিশেষ। [সং. √ সৃ + অযু]। 31)
সিদ্ধান্ন
(p. 833) siddhānna বি. 1 ভাত; 2 সিদ্ধ চাল। [সং. সিদ্ধ + অন্ন]। 26)
স্মৃতি
(p. 855) smṛti বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ̃ কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ̃ চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ̃ চিহ্ন বি. স্মারকচিহ্ন। ̃ পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ̃ পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ̃ বার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ̃ বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ̃ বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ̃ ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ̃ ভ্রংশ, ̃ লোপ, ̃ হানি বি. স্মরণশক্তিলোপ। ̃ ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ̃ মান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ̃ রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা। ̃ রোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ̃ শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ̃ শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা। 29)
সারেঙ, সারেঙ্গ-সারেং1, 2
(p. 831) sārēṅa, sārēṅga-sārē1, 2 এর বানানভেদ। 8)
সচ্ছল
(p. 796) sacchala বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [ সং. সত্ + শীল]। বি. ̃ তা (আর্থিক সচ্ছলতা)। 110)
স্হৌল্য
(p. 849) shaulya বি. স্হূলতা। [সং. স্হূল + য]। 21)
সংরোধ
সিধা2, (কথ্য) সিধে2
সারি৩, সারিকা
সুখ
(p. 838) sukha বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)। বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)। [সং. √ সুখ্ + অ]। ̃ কর, ̃ জনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন। ̃ দ বিণ. সুখদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ রবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য। ̃ লেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ। ̃ শয়ন, ̃ শয্যা বি. আরামদায়ক বিছানা। ̃ সংবাদ বি. আনন্দের খবর, সুখবর। ̃ সূর্য বি. সুখরবি -র অনুরূপ। ̃ স্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়। ̃ স্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি। ̃ স্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন। সুখানু-ভব, সুখানু-ভূতি বি. সুখবোধ। সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা। সুখাবহ বিণ. সুখদায়ক। সুখাশা বি. সুখলাভের আশা। সুখাসন বি. আরামপ্রদ আসন। সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট। স্ত্রী. সুখাসীনা। সুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা। সুখোদক বি. উষ্ণ জল। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185308
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026134
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619985

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us