Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বয়ম্ভু, স্বয়ম্ভূ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্বয়ম্ভু, স্বয়ম্ভূ এর বাংলা অর্থ হলো -

(p. 853) sbaẏambhu, sbaẏambhū বিণ. 1 স্বয়ংসৃষ্ট; 2 স্বেচ্ছায় শরীরধারী।
বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 শিব।
[সং. স্বয়ম্ + √ ভূ + উ, ক্বিপ্]।
স্বয়ম্ভুব বি. প্রথম মনু।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্রাব
(p. 857) srāba বি. 1 ক্ষরণ (রক্তস্রাব, জলস্রাব); 2 ক্ষরিত পদার্থ। [সং. √ স্রু + অ]। ̃ ক বিণ. ক্ষরণশীল; ক্ষরণ করায় এমন। স্রাবিত বিণ. ক্ষরিত; ক্ষরণ হয়েছে এমন। 5)
সটান
(p. 801) saṭāna বিণ. 1 একটানা, সোজা (সটান রাস্তা); 2 টানটান, অবক্র (বিছানায় শুয়ে সটান হওয়া)। ক্রি-বিণ. 1 সোজাসুজি (সটান দৌড়ানো); 2 লম্বাভাবে (সটান শুয়ে পড়া); 3 আদৌ বিলম্ব না করে (সটান দেশে পাড়ি দেওয়া)। [সং. সহ + বাং. টান]। 8)
স্বাদেশিক
সারঙ্গ
সারণি, সারণী
(p. 830) sāraṇi, sāraṇī বি. 1 ক্ষুদ্র নদী; 2 তালিকা, নির্ঘণ্ট, table (স. প.)। [সং. √ সৃ + ণিচ্ + অনি, + ঈ]। 11)
সপাদ
(p. 806) sapāda বিণ. চতুর্থাংশসহ, সওয়া, একচতুর্থাংশসহ। [সং. সহ + পাদ (=চতুর্থাংশ)]। 25)
সরোদ
সিণ্ডি-কেট
স্তর
সাম্য
সমীহা
(p. 808) samīhā বি. 1 চেষ্টা; 2 সন্ধান; 3 ইচ্ছা। [সং. সম্ + √ ঈহ্ + অ + আ]। সমীহিত বিণ. চেষ্টিত; অভীষ্ট। 138)
সমুন্নত
সহ
(p. 820) saha অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ̃ কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ̃ কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ̃ কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ̃ কারিণী। কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ̃ গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ̃ গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ̃ গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ̃ গামিনী। ̃ চর, ̃ চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ̃ চরী, ̃ চারিণী। ̃ জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ̃ তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ̃ ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ̃ পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ̃ পাঠিনী। ̃ বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ̃ মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ̃ মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ̃ যাত্রিণী। ̃ যায়ী (-য়িন্) বিণ. সহগামী। 34)
সশস্ত্র
সঙ্গ
(p. 796) saṅga বি. 1 মিলন, সংসর্গ ('অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ': রবীন্দ্র; সাধুসঙ্গ); 2 আসক্তি। [সং. √ সনজ্ + অ]। ̃ দোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ। ̃ বিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন। ̃ হীন বিণ. নিঃসঙ্গ, একাকী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী। 91)
সার৩
(p. 830) sāra3 বি. 1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ̃ কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ̃ গর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ̃ গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ̃ গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ̃ তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ̃ বান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট। বি. ̃ বত্তা। ̃ ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ̃ মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ̃ মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ̃ লৌহ বি. ইস্পাত। ̃ সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ̃ সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ। ̃ হীন, ̃ শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। 4)
সমা-হিত
সৌদামিনী, (বিরল) সৌদামনী
(p. 846) saudāminī, (birala) saudāmanī বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]। 23)
সদসত্
(p. 803) sadasat বিণ. 1 সত্ ও অসত্; 2 ভালো ও মন্দ; 3 ন্যায়অন্যায়; 4 প্রত্যক্ষঅপ্রত্যক্ষ; 5 অস্তিত্ববিশিষ্টঅস্তিত্বহীন। [সং. সত্1 + অসত্]। 13)
সমক্ষ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2627917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2241677
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1858196
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1127054
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 859956
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660162

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us