Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অগ্রে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-প্রতিম
(p. 541) -pratima বিণ. (অন্য শব্দের শেষে যুক্ত হয়ে) তুল্য, সদৃশ (অগ্রজপ্রতিম, প্রাণপ্রতিম)। [সং. প্রতি + √ মা + অ]। 57)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অগ্রহণীয়
(p. 8) agrahaṇīẏa বিণ. গ্রহণের অযোগ্য, যা নেওয়ার মতো নয় (অগ্রহণীয় দান)। 7)
আধান
(p. 89) ādhāna বি 1 স্হাপন (অগ্ন্যাধান); 2 সঞ্চার, বলাধান; 3 গ্রহণ; ধারণ। [সং. আ + √ ধা + অন]। 94)
আবেষ্টন
(p. 99) ābēṣṭana বি. 1 সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); 2 বেড়া; 3 পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী বি. (স্ত্রী.) 1 বেষ্টনী, বেড়া; 2 পরিধি; 3 পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন। 32)
উদ্-গিরণ, উদ্গিরণ
(p. 126) ud-giraṇa, udgiraṇa বি. ঢেকুর তোলা; বমি করা; নিঃসারণ, নির্গমন (অগ্নি-উদ্গিরণ)। [সং. উত্ + গৃ + অন]। উদ্-গীরিত, উদ্গীরিত বিণ. বমিত; নিঃসারিত। 15)
ক্ষুণ্ণ
(p. 217) kṣuṇṇa বিণ. 1 দুঃখিত, ব্যথিত, ক্ষুব্ধ (ক্ষুণ্ণ মনে); 2 খর্ব (অধিকার ক্ষুণ্ণ করা, বিশ্বাস বা শ্রদ্ধা ক্ষুণ্ণ করা) ; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (অগ্রগতি অক্ষুণ্ণ রইল); 4 (বিরল), চূর্ণীকৃত। [সং. √ ক্ষুদ্ + (চূর্ণ করা) + ত]। 43)
ঘৃতাহুতি
(p. 270) ghṛtāhuti বি. 1 মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; 2 (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)। [সং. ঘৃত + আহুতি]। 31)
জ্বালা-মুখ
(p. 331) jbālā-mukha বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]। 44)
জ্বালা-মুখী
(p. 331) jbālā-mukhī বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]। 45)
ধারণ
(p. 433) dhāraṇa বি. 1 হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); 2 মনে রাখা (উপদেশ ধারণ); 3 স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); 4 অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); 5 পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); 6 গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); 7 বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]। 69)
নিবারক
(p. 461) nibāraka বিণ. নিবারণকারী, যে বারণ বা নিবারণ করে (অগ্নিনিবারক, ক্রোধনিবারক)। [সং. নি + √ বারি + অক]। 71)
নির্বাপক
(p. 468) nirbāpaka বিণ. নির্বাপণকারী, যে নেভায় (অগ্নিনির্বাপক)। [সং. নির্ + √ বাপি (√ বপ্ + ণিচ্) + অক]। 94)
নির্বাপণ
(p. 468) nirbāpaṇa বি. 1 নিভিয়ে দেওয়া (অগ্নিনির্বাপণ); 2 দূরীকরণ (শোকনির্বাপণ); 3 শান্ত করা (জ্বালানির্বাপণ)। [সং. নির্ + √ বাপি + অন]। নির্বাপিত বিণ. নিভিয়ে দেওয়া হয়েছে এমন (নির্বাপিত দীপ)। 95)
মন্দ
(p. 676) manda বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. ̃ .তা, ̃ .ত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। ̃ .গতি বি. ধীর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. ̃ .গামিনী। ̃ .বুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। ̃ .ভাগ, ̃ .ভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) ̃ .ভাগা, ̃ .ভাগ্যা; (বাং.) ̃ .ভাগিনি। ̃ .মতি বিণ. দুর্মতি, দুষ্ট। মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)। 187)
মান্দ্য
(p. 699) māndya বি. 1 অল্পতা, হ্রাস, মন্দতা (অগ্নিমান্দ্য, ক্ষুধামান্দ্য); 2 আলস্য, জড়তা; 3 হানি, ক্ষতি। [সং. মন্দ + য]। 19)
শিখা1
(p. 776) śikhā1 বি. 1 চূড়া, শীর্ষদেশ; 2 টিকি (শিখাবন্ধন); 3 আগুনের শিষ (অগ্নিশিখা, দীপশিখা)। [সং. √ শী + খ + আ]। 60)
স্তোম
(p. 846) stōma বি. 1 যজ্ঞ (অগ্নিষ্টোম); 2 স্তব; 3 গাদা, রাশি (ভস্মস্তোম)। [সং. √ স্তু + ম]। 95)
হোত্র
(p. 874) hōtra বি. হোম। [সং. √ হু + ত্র]। হোত্রী (ত্রিন্) বিণ. হোমকর্তা, যাজ্ঞিক (অগ্নিহোত্রী)। হোত্রীয় বিণ. হোমসম্বন্ধীয়; হোতাসম্বন্ধীয়। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535028
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730820
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943026
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us