Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(আলোটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বর্ষী
(p. 580) -barṣī (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]। 145)
আলোচনা, আলোচন
(p. 106) ālōcanā, ālōcana বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত। 62)
আলোনা
(p. 108) ālōnā বিণ. লবণাক্ত নয় এমন, লবণহীন (আলোনা জল, আলোনা ঝোল)। [বাং. আ3 + লোনা]। 2)
আলোল
(p. 108) ālōla বিণ. 1 ঈষত্ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]। 4)
উজ্জ্বল
(p. 119) ujjbala বিণ. আলোকিত; দীপ্তিমান (আনন্দে উজ্জ্বল মুখ); উদ্ভাসিত; ঝলমলে (আলোকোজ্জ্বল); শোভমান। [সং. উত্ + √ জ্বল্ + অ]। বি. ̃ তা, ঔজ্জ্বল্য। উজ্জ্বল রস (বৈ. সা.) মধুর রস বা শৃঙ্গার রস। উজ্জ্বলিত বিণ. আলোকিত; উদ্ভাসিত; দীপ্ত। 72)
উদ্ভাস
(p. 128) udbhāsa বি. 1 প্রকাশ, বিকাশ; 2 দীপ্তি, শোভা (আলোর উদ্ভাস)। [সং. উত্ + √ ভাস্ + অ]। ̃ ক বিণ. প্রকাশক; দীপ্তিসাধক। ̃ ন বি. আলোকিত করা; প্রকাশ করা; উদ্দীপন। উদ্ভাসিত বিণ. আলোকিত, দীপ্ত; উজ্জ্বলভাবে প্রকাশিত ('মহিমা তব উদ্ভাসিত': রবীন্দ্র)। 35)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চেক-নাই
(p. 294) cēka-nāi বি. উজ্জ্বলতা, চকচকে আভা (আলোর চেকনাই); চাকচিক্য (পোশাকের চেকনাই)। [হি. চিকনাই-তু. সং. চিক্কণ]। 51)
ঝরনা
(p. 334) jharanā বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়। 38)
টিম-টিম
(p. 343) ṭima-ṭima বি. মিটমিট করার ভাব (আলোটা টিমটিম করছে)। [ধ্বন্যা. তু. হি. টিমটিমানা]। টিমটিম করা ক্রি. বি. 1 ক্ষীণভাবে জ্বলা; 2 অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)। টিম-টিমে বিণ. টিমটিম করে এমন; ক্ষীণ, অনুজ্জ্বল। 74)
প্রসঙ্গ
(p. 551) prasaṅga বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। ̃ ত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)। 22)
বর্তি, বর্তিকা
(p. 580) barti, bartikā বি. 1 প্রদীপ; 2 প্রদীপের সলতে (আলোকবর্তিকা); 3 তুলি। [সং. √ বৃত্ + ই, ক + আ]। 117)
বিকিরণ
(p. 605) bikiraṇa বি. 1 বিভিন্ন দিকে বিস্তার বা বিক্ষেপ (আলোকরশ্মির বিকিরণ, শিক্ষার বিকিরণ); 2 ছড়ানো [সং. বি + √ কৃ + অন]। বিকীর্ণ বিণ. 1 ছড়ানো হয়েছে এমন (বিকীর্ণকেশা); 2 বিক্ষিপ্ত, বিস্তীর্ণ। বিকীর্য-মান বিণ. বিকীর্ণ হচ্ছে এমন। 100)
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
সম্পাত
(p. 815) sampāta বি. 1 পতন (অশনিসম্পাত, ধারাসম্পাতে বৃষ্টি); 2 প্রবেশ (আলোকসম্পাত)। [সং. সম্ + √ পত্ + অ]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185657
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785747
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848134
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us