Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(উত্কট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অয়ন
(p. 59) aẏana বি. 1 পথ; ব্যূহপথ; 2 ভূমি; 3 গৃহ; 4 সূর্যের গতি (উত্তরায়ণ, দক্ষিণায়ন); সূর্যের গতিপথ। [সং. √ অয়্ + অন]। ̃ .মণ্ডল বি. রাশিচক্র ও রাশিচক্রস্হ সূর্যের দৃশ্যমান গতিপথ। অয়নাংশ বি. সূর্যের ভ্রমণপথের অংশ। 21)
উত্-কট
(p. 119) ut-kaṭa বিণ. 1 তীব্র, উদগ্র, প্রবল (উত্কট সাধনা); 2 ভয়ানক, উগ্র, অস্বাভাবিক (উত্কট রোগ)। [সং. উত্ + কট]। 105)
উত্-পিঞ্জর
(p. 123) ut-piñjara বিণ. 1 পিঞ্জরমুক্ত, খাঁচা থেকে মুক্তি পেয়েছে এমন; 2 বন্ধনমুক্ত (উত্পিঞ্জর পাখি)। [সং. উত্ + পিঞ্জর]। 30)
উত্তপ্ত
(p. 123) uttapta বিণ. 1 অত্যন্ত গরম; অতিশয় তপ্ত; 2 ক্রুদ্ধ (উত্তপ্ত বাদ-প্রতিবাদ)। [সং. উত্ + তপ্ত]। বি. উত্তাপ। 58)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উত্তরঙ্গ
(p. 125) uttaraṅga বিণ. তরঙ্গময়, তরঙ্গবিক্ষুব্ধ (উত্তরঙ্গ সমুদ্র)। [সং. উত্ + তরঙ্গ]। 4)
উত্তরাধি-কার
(p. 125) uttarādhi-kāra বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব। [সং. উত্তর + অধিকার]। ̃ সূত্রে ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)। উত্তরাধি-কারী (-রিন্) বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী। স্ত্রী. উত্তরাধি-কারিণী। 9)
উত্তাল
(p. 125) uttāla বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। 23)
উত্তুঙ্গ
(p. 125) uttuṅga বিণ. অতি উঁচু (উত্তুঙ্গ পর্বতচূড়া)। [সং. উত্ + তুঙ্গ]। 26)
উত্তুরে
(p. 125) utturē বিণ. উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে বাতাস)। [সং. উত্তর + বাং, ইয়া এ]। 27)
উত্স
(p. 123) utsa বি. 1 যেখান থেকে জল নিঃসৃত হয়; 2 প্রস্রবণ, ঝরনা, ফোয়ারা (উত্সমুখ); 3 (গৌণ অর্থে) আদি বা মূল কারণ (বিবাদের উত্স)। [সং. √ উন্দ্ + স]। ̃ মুখ বি. প্রস্রবণ বা ঝরনার মুখ; উত্পত্তিস্হল। 42)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
নিবা, নেবা, নিভা, নেভা
(p. 461) nibā, nēbā, nibhā, nēbhā ক্রি. 1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, 'ঘেরিল যামিনী, নিভিল আলো': রবীন্দ্র); 2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উত্সাহ নিবে গেছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]। ˜ নো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)। নিব-নিব, নিবু-নিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়। বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)। নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)। 67)
নির্বপন
(p. 468) nirbapana বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদান। [সং. নির্ + √ বপ্ (উত্সর্গ করা) + অন]। 80)
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
প্রাবল্য
(p. 554) prābalya বি. প্রবলতা, প্রাধান্য, তীব্রতা (উত্সাহের প্রাবল্য, ঝড়ের প্রাবল্য)। [সং. প্রবল + য]। 59)
ফল্গুনী
(p. 562) phalgunī বি. (জ্যোতি.) যুগ্ম বা যমজ নক্ষত্রবিশেষ (উত্তরফল্গুনী, পূর্বফল্গুনী)। [সং. √ ফল্ + উন, গ্ আগম + ঈ]। 20)
বিজাত
(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]। 37)
মিয়নো
(p. 705) miẏanō ক্রি. বি. 1 নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে); 2 নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো); 3 মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)। [বাং, √মিয়া]। বিণ. উক্ত সব অর্থে। মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে) 27)
মেরু
(p. 716) mēru বি. 1 পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তদেশ, pole (উত্তরমেরু); 2 সুমেরু পর্বত; 3 জপমালার গ্রন্হিবীজ বা প্রধান বীজ; 4 পিঠের দাঁড়া। [সং. √ মি + রু]। ̃ .জ্যোতি, ̃.প্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora. ̃ .রেখা বি. 1 পৃথিবীর বা যে-কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্ররেখা; 2 যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী ইত্যাদি গ্রহ পরিভ্রমণ করছে, axis। 40)
সাধক
(p. 823) sādhaka বিণ. 1 সাধনকর্তা, সম্পাদক, সিদ্ধিকারক (উদ্দেশ্যসাধক, হিতসাধক); 2 সহায়ক (উত্তরসাধক)। বিণ. বি. সাধনাকারী (বিজ্ঞানের সাধক); আরাধক (বৈষ্ণব সাধক)। [সং. √ সাধ্ + ণিচ্ + অক]। বিণ. বি. স্ত্রী. সাধিকা। 70)
সাধন
(p. 823) sādhana বি. 1 উপাসনা, আরাধনা (তান্ত্রিক সাধন, 'পূজনসাধনহীন'); 2 উপায়, সহায়; 3 করণ, যার দ্বারা কার্য নিষ্পন্ন হয়; 4 সম্পাদন, নিষ্পাদন (উত্কর্ষ সাধন, অসাধ্যসাধন); 5 সিদ্ধি (বৈরাগ্য সাধন); 6 সাফল্য (মন্ত্রের সাধন)। [সং. √ সাধ্ বা √ সাধি + অন]। ̃ প্রক্রিয়া বি. উপাসনার পদ্ধতি বা নিয়ম। ̃ মার্গ বি. ভক্তির পথ। 71)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140263
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730425
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942607
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883512
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us