Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিজাত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিজাত এর বাংলা অর্থ হলো -

(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত।
[সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিচ্ছু
(p. 611) bicchu বি. 1 কাঁকড়া বিছে; 2 বিছে; 3 (কথ্য) অতি ধূর্তঅনিষ্টকারী লোক; 4 অতি দুরন্ত শিশু। [হি. বিচ্ছু প্রাকৃ. বিচ্ছা]। 15)
বাঁ, (আঞ্চ.) বাঁও1
বেতন
(p. 633) bētana বি. মাইনে, কোনো কাজের বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর প্রদত্ত পারিশ্রমিক, মজুরি, ভাতা (তিনমাসের বেতন বাকি, মোটা বেতনের চাকরি)। [সং. √ বী + তন্]। ̃ ভুক (-ভুজ্), ̃ ভোগী (-গিন্) বিণ. বেতন নিয়ে কাজ করে এমন (বেতনভোগী কর্মচারী)। 166)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
বলা1
(p. 580) balā1 ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 171)
বিপরি-ণত
বল-নিসূদন, বল-নিষূদন
বক্রী
(p. 573) bakrī (-ক্রিন্) বিণ. 1 বাঁকা; 2 প্রতিকূল। [সং. বক্র + ইন্]। 30)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষপ্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানেরমানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
বিজ্ঞাপন
বিপাশা
(p. 619) bipāśā বি. পাঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুনদের শাখাবিশেষ, Beas. [সং. বি + √ পাশি + আ]। 19)
বল্কল
(p. 580) balkala বি. গাছের ছাল, বাকল (বল্কলধারী সন্ন্যাসী)। [সং. √বল্ + কল]। ̃ ধারী (-রিন্) বিণ. গায়ে ছাল ধারণ বা পরিধান করেছে এমন। 192)
বাদিনী
(p. 598) bādinī দ্র বাদী। 26)
বিচি, বীচি
(p. 610) bici, bīci বি. 1 ফল বা শস্যাদির ভিতরের ক্ষুদ্র আঁটি বা বীজ; 2 অণ্ডকোষ। [সং. বীজ]। 18)
বাটিকা
(p. 596) bāṭikā বি. ছোটো বাড়ি (উদ্যানবাটিকা)। [সং. বাটী + ক + আ]। 15)
বাহিত
(p. 605) bāhita বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]। 44)
বিশীল
(p. 627) biśīla বিণ. দুঃশীল, সদাচারহীন, অশিষ্ট, অভদ্র। [সং. বি (বিগত) + শীল (চরিত্র)]। 7)
বিলিয়ার্ড
(p. 626) biliẏārḍa বি. কাপড়ে ঢাকা এবং পকেটযুক্ত টেবিলে নানা রঙের বল ও দণ্ড নিয়ে পাশ্চাত্য খেলাবিশেষ। [ইং. billiards]। 6)
বেটে
(p. 633) bēṭē বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]। 148)
বহিষ্করণ, বহিষ্কার
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us