Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(নিয়তি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অনুগ
(p. 25) anuga বিণ. 1 অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; 2 অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); 3 অনুচর; 4 সেবক। [সং. অনু + √ গম্ + অ]। 77)
এমন
(p. 148) ēmana সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)। 20)
নির্দিষ্ট
(p. 468) nirdiṣṭa বিণ. 1 আদেশ বা নির্দেশ করা হয়েছে এমন (দেবনির্দিষ্ট কর্ম); 2 স্হিরীকৃত (নিয়তিনির্দিষ্ট); 3 নির্ধারণ করা বা ধার্য করা হয়েছে এমন (নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে)। [সং. নির্ + √ দিশ্ + ত]। 62)
নিয়ত2
(p. 461) niẏata2 বিণ. 1 অপরিবর্তনীয় (বিধাতার নিয়ত বিধান); 2 স্হির; 3 নিয়মিত (নিয়ত যোগাভ্যাস করা); 4 সংযত। ক্রি-বিণ. 1 সর্বদা ('এ কথা নিয়ত স্মরি'); 2 প্রত্যহ, প্রায় (নিয়ত আসে যায়)। [সং. নি + √ যম্ + ত]। নিয়তাচার বি. নিয়মিত বা অপরিবর্তনীয় আচার-অনুষ্ঠান। বিণ. নিয়মিতভাবে শাস্ত্রীয় অনুষ্ঠানাদি পালন করে এমন। নিয়তাত্মা (-ত্মন্) বিণ. সংযমী। নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। বি. নিয়মিত ও পরিমিত ভোজন। 111)
নিয়তি
(p. 461) niẏati বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]। 112)
নিয়ন্ত্রণ
(p. 461) niẏantraṇa বি. 1 পরিচালন, নিয়মন (সরকারি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ); 2 সংযত করা (অবস্হা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণাধীন); 3 দমন (প্রবৃত্তির নিয়ন্ত্রণ)। [সং. নি + √ যন্ত্র্ + অন]। নিয়ন্ত্রিত বিণ. নিয়ন্ত্রণ করা হয়েছে এমন (সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ঈশ্বরনিয়ন্ত্রিত); প্রশমিত (যন্ত্রণা নিয়ন্ত্রিত হয়েছে); পরিমিত (নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ব্যায়াম)। 116)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিয়ামক
(p. 461) niẏāmaka বিণ. 1 নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 2 পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ামক); 3 নিয়মকর্তা; 4 (জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]। 119)
প্রবর্তন
(p. 546) prabartana বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। 57)
বদ্ধ
(p. 575) baddha বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ̃ দৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন। ̃ পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ̃ মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ̃ মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ̃ মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন। 55)
বশ
(p. 580) baśa বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। ̃ ত (তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। ̃ তা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। ̃ বর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। 203)
বহির্ভূত
(p. 589) bahirbhūta বিণ. 1 বহির্গত, বেরিয়ে গেছে এমন; 2 অতিরিক্ত; বাড়তি (হিসাববহির্ভূত, পরিকল্পনাবহির্ভূত ব্যয়); 3 বহিস্হ; বাইরে অবস্হিত (সীমানার বহির্ভূত); 4 বিরুদ্ধ (নিয়মবহির্ভূত)। [সং. বহিস্ + ভূত]। 11)
ব্যতি-ক্রম
(p. 648) byati-krama বি. 1 অন্যথা, ব্যত্যয়, exception (নিয়মের ব্যতিক্রম), 2 লঙ্ঘন, নিয়ম ক্রম ইত্যাদির বিপর্যয়, বৈপরীত্য, বিপর্যাস। [সং. বি + অতি + √ ক্রম্ + অ]। ব্যতি-ক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)। ব্যতি-ক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)। 14)
মানা2
(p. 699) mānā2 ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 4)
মাফিক
(p. 700) māphika বিণ. (সচ. সমাসে পরপদে) অনুযায়ী (নিয়মমাফিক)। [আ. মুআফিক]। 3)
রক্ষা
(p. 731) rakṣā বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ̃ .কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. ̃ .কর্তা বি. বিণ. রক্ষাকারী। ̃ .কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ̃ .বন্ধন বি. রাখিবন্ধন। ̃ .মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। বিণ. রক্ষাকারী। 17)
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534989
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140520
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730766
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942965
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us