Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিয়ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিয়ম এর বাংলা অর্থ হলো -

(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)।
[সং. নি + √ যম্ + অ]।
কানুন
বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)।
তন্ত্র
বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা।
তান্ত্রিক
বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)।
ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন।
নিষ্ঠ
বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন।
পালন
বি. নিয়ম মেনে চলার অভ্যাস।
পূর্বক
ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে।
বিরুদ্ধ
বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়।
ভঙ্গ
বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান।
মাফিক
বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন।
নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন।
নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন।
নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন।
নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী।
ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)।
নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম।
নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)।
ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)।
নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী।
নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য।
117)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিষ্পত্র
নিপট1
(p. 461) nipaṭa1 বিণ. বিণ-বিণ. অত্যন্ত, নিতান্ত, নিশ্চিত ('নিপট কপট তুয়া শ্যাম')। [হি. নিপট]। 44)
নাজনে, নাজিনা
(p. 452) nājanē, nājinā বি. শজনেজাতীয় ডাঁটাবিশেষ। [তু. শজিনা]। 48)
নিষিক্ত
(p. 473) niṣikta বিণ. 1 সম্পূর্ণ সিক্ত, অত্যন্ত ভেজা; 2 ক্ষরিত। [সং. নি + √ সিচ্ + ত]। 50)
নির্বৃত্ত2
নৈকষ্য
(p. 480) naikaṣya বিণ. 1 নিকষে পরীক্ষিত; 2 বিশুদ্ধ, খাঁটি (নৈকষ্য কুলীন)। [সং. নিকষ + য]। 21)
নিকেল
(p. 459) nikēla বি. রুপালিসাদা রঙের ধাতুবিশেষ বা তার প্রলেপ। [ইং. nickel]। 20)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
ন2
(p. 443) na2 বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (ন-দিন পরে ন-টা বাজে)। [বাং. নয় সং. নবন্]। 3)
নকাশি
নিশ্ছিদ্র
নিশাত
(p. 473) niśāta বিণ. সুতীক্ষ্ণ, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]। তু. নিশিত। 24)
নিষেক
(p. 473) niṣēka বি. 1 সেচন, সিঞ্চন (জলনিষেক); 2 বর্ষণ; 3 ক্ষরণ; 4 গর্ভাধান। [সং. নি + √ সিচ্ + অ]। 53)
নেংলা
নাগরা, নাগরাই
(p. 452) nāgarā, nāgarāi বি. চামড়ার তৈরি ভারী ও জমকালোধরনের জুতাবিশেষ। [দেশি]। 21)
নিয়ন্ত্রণ
নিশুতি, নিষুতি
(p. 473) niśuti, niṣuti বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [ সং. নিষুপ্তি]। 34)
নিখাকি, নিখাগি
(p. 459) nikhāki, nikhāgi বিণ. (সচ. গালিতে) (স্ত্রী) কিছুই খায় না এমন (নিখাকি মেয়ে)। বি. কিছুই খায় না এমন স্ত্রীলোক। [বাং. নি + খাকি]। 29)
নিষ্কর
(p. 473) niṣkara বিণ. কর বা খাজনা দিতে হয় না এমন, লাখেরাজ (নিষ্কর জমি)। [সং. নির্ + কর]। 59)
নিশ্চেতন
(p. 473) niścētana বিণ. জড়, অচেতন; যার সংজ্ঞা বা চৈতন্য নেই। [সং. নির্ + √ চিত্ + অন]। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140683
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730991
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us