Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিয়ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিয়ম এর বাংলা অর্থ হলো -

(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)।
[সং. নি + √ যম্ + অ]।
কানুন
বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)।
তন্ত্র
বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা।
তান্ত্রিক
বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)।
ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন।
নিষ্ঠ
বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন।
পালন
বি. নিয়ম মেনে চলার অভ্যাস।
পূর্বক
ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে।
বিরুদ্ধ
বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়।
ভঙ্গ
বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান।
মাফিক
বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন।
নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন।
নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন।
নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন।
নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী।
ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)।
নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম।
নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)।
ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)।
নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী।
নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য।
117)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নি৩
নাকুয়া, নাকু
(p. 452) nākuẏā, nāku বিণ. 1 অনুনাসিক (নাকুয়া কথা); 2 নাকবিশিষ্ট; 3 নাকি সুরে কথা বলে এমন (নাকুয়া লোক)। [বাং. নাক2 + উয়া, উ]। 10)
নহু, নঁহু
(p. 451) nahu, nam̐hu অব্য. (প্রা. বাং. ব্রজ.) কখনোই নয়। [বাং. নহা]। 8)
নস্যাত্
নাহা
(p. 458) nāhā দ্র নাওয়া। 7)
নেয়া-পাতি
নোক্তা
নোয়া2, নোয়ানো
(p. 481) nōẏā2, nōẏānō ক্রি. বি. নত করা, উপর থেকে নীচে টেনে আনা (মাথা নোয়াও, গুরুজনের সামনে মাথা নোয়ানো উচিত)। [বাং. √ নু (ণিজন্ত) সং. + নম্]। 17)
নম, নমঃ (-মস্), (কথ্য আঞ্চ.)
(p. 447) nama, namḥ (-mas), (kathya āñca.) বি. প্রণাম, নমস্কার। [সং. √ নম্ + অস্]। নমা ক্রি. (কাব্যে) প্রণাম বা প্রণতি করা ('নমি তব পদাম্বুজে': মধু.)। নম নম (নমো নমো) করে সারা ক্রি. বি. সংক্ষেপে, দায়সারাভাবে বা তাড়াতাড়ি কোনোরকমে শেষ করা। 35)
নুলো
(p. 475) nulō বিণ. যার হাত কাটা বা বিকল। বি. 1 হাত-কাটা লোক; 2 বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]। 118)
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
নৃপ, নৃপতি
(p. 475) nṛpa, nṛpati বি. রাজা, নরপতি। [সং. নৃ + √ পা + অ, নৃ + পতি]। নৃপ-বর, নৃপ-মণি বি. ভূপতিশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাজা। নৃপাসন বি. সিংহাসন। 123)
নির্লোভী
(p. 473) nirlōbhī (বাং.) বিণ. নির্লোভ, লোভহীন। [ সং. নির্ + লোভ]। 14)
নৈত্যিক
নিরম্বু
(p. 467) nirambu বিণ. জলহীন; যাতে জলটুকুও পান করা নিষিদ্ধ (নিরম্বু উপবাস)। [সং. নির্ + অম্বু]। 2)
নাখোশ, নাখুশ
(p. 452) nākhōśa, nākhuśa বিণ. অখুশি, অপ্রসন্ন, অসন্তুষ্ট (নাখোশ লোক)। [ফা. নাখুশ্]। 15)
নিরীক্ষক
(p. 468) nirīkṣaka বিণ. বি. 1 নিরীক্ষণকারী, যে সযত্নে লক্ষ করে বা দর্শন করে, বিশেষভাবে দর্শনকারী; 2 আয়ব্যয়ের পরীক্ষক, auditor. (স. প.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + অক]। 8)
নিপট2
(p. 461) nipaṭa2 বিণ. লম্পট, নষ্টচরিত্র। [সং. লম্পট]। 45)
নিক্ষিপ্ত
(p. 459) nikṣipta বিণ. 1 নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা হয়েছে এমন (দূর থেকে নিক্ষিপ্ত বাণ); 2 বর্জিত, পরিত্যক্ত; 3 বন্ধকরূপে রাখা হয়েছে এমন; 4 গচ্ছিত। [সং. নি + √ ক্ষিপ্ + ত]। 24)
নকিব, (বর্জি.) নকীব
(p. 443) nakiba, (barji.) nakība বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us