Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(রামায়ণে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কাল-নেমি
(p. 186) kāla-nēmi বি.(রামায়ণে) রাবণের মাতুল। কালনেমির লঙ্কাভাগ হনুমানকে মারতে পারলে লঙ্কারাজ্য ভাগ করে নেওয়া যাবে একথা জানতে পেরে কালনেমি যেমন হনুমাননিধনের আগেই লঙ্কা ভাগাভাগি করার কথা কল্পনা করেছিল তেমনি) কোনো বস্তু লাভ করার আগেই তা উপভোগ করার অলীক কল্পনা। 28)
কুব্জ
(p. 197) kubja বিণ. কুঁজো, বক্রপৃষ্ঠ (কুব্জদেহ)। [সং. কু + √ উব্জ্ + অ]। কুব্জা বিণ. (স্ত্রী.) কুঁজবিশিষ্টা, কুঁজি। বি. (রামায়ণে) মন্হরা দাসী। 33)
কৈকেয়ী
(p. 207) kaikēẏī বি. (রামায়ণে) রাজা দশরথের মধ্যমা পত্নী-ভরতের গর্ভধারিণী।[সং. কেকয় + অ + ঈ]। 39)
কৌশল্যা, কৌসল্যা
(p. 210) kauśalyā, kausalyā বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]। 96)
জানকী
(p. 322) jānakī বি. (রামায়ণে) জনকরাজার কন্যা সীতা। [সং. জনক + অ + ঈ]। 8)
দুর্মুখ
(p. 414) durmukha বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী। বি. (রামায়ণে) রামচন্দ্রের গুপ্তচরবিশেষ। [সং. দুর্ + মুখ]। 74)
ধনু, ধনুঃ
(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
ধরণি, ধরণী
(p. 432) dharaṇi, dharaṇī বি. পৃথিবী, ধরা ('আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে': রবীন্দ্র)। [সং. √ ধৃ + অনি]। ̃ তল বি. ভূতল, ভূপৃষ্ঠ। ̃ ধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ। ̃ পতি বি. রাজা। ̃ সূত বি. মঙ্গলগ্রহ। ̃ সুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী। 4)
নিকুম্ভিলা
(p. 459) nikumbhilā বি. (রামায়ণে) 1 লঙ্কার পশ্চিম দিকের গুহাবিশেষ; 2 লঙ্কার রাক্ষসদের কুলদেবতাবিশেষ; 3 রাবণপুত্র ইন্দ্রজিতের অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। [ সং. নিকুম্ভ (মনিয়ের-উইলিয়ামস)]। 15)
প্রসঙ্গ
(p. 551) prasaṅga বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। ̃ ত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)। 22)
রত্ন
(p. 733) ratna বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535153
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730942
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943147
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us