Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধনু, ধনুঃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধনু, ধনুঃ এর বাংলা অর্থ হলো -

(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি।
[সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]।
ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ।
ধনুঃশর বি. ধনুক ও তির।
ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা।
ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়।
ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ।
ধনুর্বাণ বি. ধনুক ও তির।
ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল।
ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত।
ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা।
ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ।
ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধেয়
(p. 439) dhēẏa বিণ. 1 জ্ঞে য়; 2 ধারণীয়, ধারণযোগ্য (পরিধেয়, অভিধেয়)। [সং. √ ধা + য]। 54)
ধুস্তুর
(p. 439) dhustura বি. ধুতরো। [সং. √ ধুস্ + ক্বিপ্ = ধুস + √ তুর্ + অ]। 32)
ধেড়ে2
(p. 439) dhēḍ়ē2 বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]। 49)
ধারিণী
ধম্ম
(p. 430) dhamma বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]। 37)
ধুপি
(p. 439) dhupi বি. 1 ক্ষুদ্র স্তূপ, ঢিবি; 2 গুচ্ছ, থোলো, থুপি) এক ধুপি গোবর)। [তু. সং. স্তূপ]। 13)
ধূম
(p. 439) dhūma বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ̃ কেতু, ̃ কেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ̃ জাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ̃ পান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ̃ পায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ̃ যোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ̃ ল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়-মান বিণ. 1 ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা। 35)
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
ধোসা1
(p. 441) dhōsā1 বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]। 12)
ধুচনি, ধুচুনি
ধাঁচ, ধাঁচা
(p. 433) dhān̐ca, dhān̐cā বি. 1 ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); 2 ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]। 21)
ধরিত্রী
(p. 433) dharitrī বি. ধরণী, পৃথিবী। [সং. √ ধৃ + ইত্র + ঈ]। 3)
ধারক
ধান্য
(p. 433) dhānya বি. 1 ধান; 2 ধানজাতীয় শস্য (যবধান্য)। [সং. ধান + য]। ̃ বীজ বি. 1 ধানের বীজ; 2 ধনিয়া, ধনে। ̃ শীর্ষক বি. ধানের শিষ। 43)
ধামনিক
(p. 433) dhāmanika বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী। 58)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতাপ্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
ধেড়া, ধ্যাড়া
(p. 439) dhēḍ়ā, dhyāḍ়ā ক্রি. ধ্যাড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. 1 বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; 2 (আল.) অপটুতার দরুন কাজ পণ্ড করা। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 47)
ধুত্তোর
(p. 433) dhuttōra অব্য. ধুত্-এর জোরালো রূপ (ধুত্তোর ছাই, আর ভালো লাগে না)। [বাং. ধুত্ + তোর]। 119)
ধড়
(p. 430) dhaḍ় বি. 1 কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ; 2 মস্তকহীন দেহ; 3 দেহ ('যেন প্রাণ আসল ধড়ে': নজরুল)। [হি.ধড়]। 7)
ধোসা2
(p. 441) dhōsā2 দ্র দোসা। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098900
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us