Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অকর্তব্য। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকরণ
(p. 2) akaraṇa বি. 1 না করা, করণ বা কাজের অভার; 2 অনুচিত কাজ। [সং. ন (অ)+করন]। অকরণীয় বিণ. 1 অকর্তব্য, করার অযোগ্য; 2 বিবাহাদি সম্পর্ক স্হাপনের অযোগ্য (অকরণীয় ঘর)। 12)
অকর্তব্য
(p. 2) akartabya বিণ. করা উচিত নয় এমন, অকরণীয়। [সং. ন+কর্তব্য]। 18)
অকার্য
(p. 3) akārya বি. 1 অকাজ, বাজে কাজ; 2 কুকাজ, অনুচিত কাজ; 3 অবৈধ কাজ। বিণ. অকরণীয়, অকর্তব্য। ̃ কর বিণ. 1 কাজে লাগানো যায় না এমন, বাজে; 2 ব্যর্থ। [সং. ন+কার্য]। 6)
অকৃত্য
(p. 4) akṛtya বিণ. অকর্তব্য, যা কৃত্য বা করনীয় নয়। বি. অকাজ; কুকাজ। [সং. ন+কৃত্য]। ̃ কারী (-রিন্) বিণ. কূকর্মকারী, যে অকাজ বা কূকাজ করে। 3)
অনুচিত
(p. 25) anucita বিণ. উচিত বা ন্যায্য নয় এমন, অন্যায়, অসংগত, অকর্তব্য (এমন অনুচিত কাজ আমার দ্বারা হবে না)। [সং. ন + উচিত]। 85)
অন্যায়
(p. 34) anyāẏa বি. অনুচিত কাজ; অনৌচিত্য; অবিচার (অন্যায়ের প্রতিবাদ)। বিণ. ন্যায়বিরুদ্ধ; অনুচিত (অন্যায় কাজ); অকর্তব্য। [সং. ন + ন্যায়]। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য ক্রি-বিণ. অন্যায়ভাবে। অন্যায়াচার বি. অনুচিত ব্যবহার। অন্যায়াচারী (-রিন্) বিণ. অনুচিত কাজ করে এমন। 54)
অবিধেয়
(p. 48) abidhēẏa বিণ. 1 বিধিসম্মত নয় এমন; অন্যায়; 2 অনুচিত বা অকর্তব্য। [সং. ন + বিধেয়]। 31)
অবিহিত
(p. 49) abihita বিণ. অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। [সং. ন + বিহিত]। ̃ কাল বি. খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়। 31)
আপদ, আপদ্
(p. 95) āpada, āpad বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ̃ .গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ̃ .বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ̃ .ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ̃ .ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম। 45)
কর্মাকর্ম
(p. 169) karmākarma (-র্মন্) বি. কাজ ও অকাজ; কর্তব্য ও অকর্তব্য। [সং. কর্মন্ + অকর্মন্]। 24)
কাণ্ড
(p. 179) kāṇḍa বি. 1 গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি; 2 পর্ব, পাব; 3 গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড); 4 ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল); 5 (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)। [সং. √ কন্ + ড]। ̃ কারখানা বি. ঘটনাসমূহ; কার্যাবলি। ̃ জ বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন। ̃ জ্ঞান বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense. কাণ্ডা-কাণ্ড-জ্ঞান, কাণ্ডা-কাণ্ডি-জ্ঞান বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান। 44)
কৃত্য
(p. 204) kṛtya বিণ. করণীয় (কৃত্যকর্ম)। বি 1 কার্য, কর্তব্যকর্ম (নিত্যকৃত্য, প্রাতঃকৃত্য); 2 (ব্যাক.) তব্যাদি প্রত্যয়। [সং. √কৃ + য]। ̃. ক বি. সরকারি চাকরি, service (স. প.)। ̃. কৃত্যা বি. (স্ত্রী.) 1 আভিচারিক তন্ত্রমন্ত্র; 2 কার্য, ক্রিয়া। কৃত্যাকৃত্য বি. কর্তব্য-অকর্তব্য, কার্যাকার্য। 20)
ধোঁকা৩
(p. 441) dhōn̐kā3 বি. 1 সংশয়, সন্দেহ (মনে ধোঁকা লাগল); 2 প্রবঞ্চনা, ধাপ্পা, ফাঁকি (ধোঁকা দেওয়া)। [তু. হি. ধোঁখা]। ধোঁকা দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া; ঠকানো বা ধাপ্পা দেওয়া। ধোঁকায় পড়া ক্রি. বি. সংশয় বা সন্দেহে পড়া; সন্দিহান হওয়া এবং ফলে কর্তব্য-অকর্তব্য স্হির করতে না পারা। ̃ বাজ বি. বিণ. ফাঁকিবাজ; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ধাপ্পা, ফাঁকি, প্রবঞ্চনা। ধোঁকার টাটি বি. প্রতারণার আবরণ, যে আবরণের আড়ালে প্রতারণা করা হয়; বাইরে থেকে বোঝা যায় না এমন প্রতারণার ব্যবস্হা (এ সংসার ধোঁকার টাটি)। 3)
নীতি
(p. 475) nīti বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3 হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি); 6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি। [সং. √ নী + তি]। ̃ কথা, ̃ বাক্য বি. হিতোপদেশ। ̃ জ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ। ̃ জ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান। ̃ বাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী। ̃ বিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়। ̃ শাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। 79)
বাছ-বিচার
(p. 591) bācha-bicāra বি. 1 সাবধানে বিচারপূর্বক বাছাই; 2 ভালোমন্দের বা কর্তব্য-অকর্তব্যের বিচার; 3 ছোঁয়াছুঁয়ি বা এঁটোকাঁটার বিচার। [বাং. বাছা2 + বিচার]। 100)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577671
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185350
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785412
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026235
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us