Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীতি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নীতি এর বাংলা অর্থ হলো -

(p. 475) nīti বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3 হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি); 6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি।
[সং. √ নী + তি]।
কথা,বাক্য
বি. হিতোপদেশ।
জ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ।
জ্ঞান
বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান।
বাগীশ
বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী।
বিরোধী
(-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়।
শাস্ত্র
বি. ন্যায়-অন্যায়কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র।
সংগত,সম্মত
বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।
79)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নলি, (বর্জি.) নলী
(p. 447) nali, (barji.) nalī বি. 1 ছোট নল (সুতোর নলি); 2 কণ্ঠনালি (গলার নলি ছিঁড়ে হত্যা করেছে); 3 ছোট নলের মতো সরু হাড় বা অঙ্গ (হাতের নলি, পাঁঠার নলি); 4 ছোট নলির মতো সরু ও লম্বা পশুপাখির নখ। [সং. নল + বাং. ই]। 85)
নন্দিত
(p. 444) nandita বিণ. 1 আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; 2 যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা। 68)
নির্জিত
(p. 468) nirjita বিণ. 1 পরাজিত, দমন করা বা পরাভূত করা হয়েছে এমন (নির্জিত শত্রু); 2 বশীভূত, বশীকৃত (গুণনির্জিত ভক্ত অর্থাত্ গুণমুগ্ধ)। [সং. নির্ + √ জি + ত]। 54)
নাগরি
(p. 452) nāgari বি. মাটির কলসি (গুড়ের নাগরি)। [দেশি]। 23)
নীত2
(p. 475) nīta2 বি. 1 রীতি, নিয়ম; 2 নীতি; 3 (বাং.) আচরণ। [ সং. √ নী + ত]। 78)
নিনু
(p. 461) ninu বিণ. (আঞ্চ.) 1 নিচু, হেঁট; 2 হীন। [তু. নিচু, নত-তু. হি. নিনৌনা=নিচু হওয়া, to bend]। 37)
নহর
(p. 451) nahara বি. খাল। [আ. নহ্র্]। 3)
নির্ধার্য
(p. 468) nirdhārya বিণ. নির্ধারণ করার যোগ্য নির্ধারণ করতে হবে এমন। [সং. নির্ + ধারি + য]। 71)
নিছক
(p. 460) nichaka বিণ. 1 অমিশ্র, অবিমিশ্র, খাঁটি, নির্ভেজাল (নিছক কৌতুক, নিছক রসিকতা); 2 কেবল, নিতান্ত (নিছক খেলা, নিছক সময় নষ্ট)। [বাং. তু. হি. নিছক্কা (একাকী; নির্জন স্হান)]। 25)
নামাবলি, (বর্জি.) নামাবলী
নিকরুণ
নব্য
(p. 447) nabya বিণ. 1 নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); 2 তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. ̃ তা। স্ত্রী. নব্যা। 26)
নর্মদা
(p. 447) narmadā বি. বিন্ধ্যপর্বত থেকে উত্পন্ন নদীবিশেষ, রেবা নদী। [সং. নর্মন্ + √ দা + অ + আ]। 82)
নহা
(p. 451) nahā ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)। 6)
নিগরণ
(p. 460) nigaraṇa বি. গেলা, গলাধঃকরণ; খাওয়া, ভক্ষণ। [সং. নি + √ গৃ + অন]। 9)
-নু
নান্দী
ন্যাত-প্যাত
(p. 481) nyāta-pyāta বি. 1 মিয়ানো বা ম্লান ভাব; 2 অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা2]। ন্যাত-পেতে বিণ. 1 মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; 2 নেতিয়ে পড়েছে এমন। 35)
নোনতা
নিরর্থ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185497
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785553
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026492
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901089
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708590
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620138

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us