Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অঙ্কিত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশাঙ্কিত
(p. 1) aṃśāṅkita বিণ. (অংশ+অঙ্কিত) মাপের ভাগবিশিষ্ট বা চিহ্নবিশিষ্ট, graduated (বি.প.)। অংশানো ক্রি. উত্তরাধিকার সূত্রে পাওয়া; প্রাপ্য হিসাবে বর্তানো। 10)
অঙ্কন
(p. 8) aṅkana বি. 1 চিহ্ন দেওয়া; 2 সংখ্যা লেখা; 3 বর্ণন (তরিত্রাঙ্কন); 4 চিত্রণ; 5 (জ্যামি.) রেখাপাতন, plotting; 6 গঠন, construction (বি.প.)। [সং. √ অঙ্ক্+অন]। অঙ্কনীয় বিণ. অঙ্কনযোগ্য, অঙ্কিত করতে হবে এমন। 27)
অঙ্কিত
(p. 8) aṅkita বিণ. 1 চিহ্নিত; দাগ-দেওয়া; 2 শোভিত; 3 চিত্রিত; 4 গ্রথিত। [সং. √অঙ্ক্+ত]। 28)
আঁকা
(p. 77) ān̐kā ক্রি. 1 রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; 2 লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)। বি. অঙ্কন, চিত্রণ (ছবি আঁকা তার পেশা)। বিণ. অঙ্কিত, চিত্রিত (তোমার আঁকা ছবি); চিহ্নিত, লিখিত। [বাং. √ আঁক্ + অ]। ̃ নো ক্রি. অঙ্কিত বা চিত্রিত করানো। বিণ. অঙ্কিত করানো হয়েছে এমন। আঁকা-জোঁকা বি. বিণ. ক্রি. দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা। আঁকিয়ে বি. যে ছবি আঁকে; শিল্পী। 56)
আলিখিত
(p. 106) ālikhita বিণ. 1 লিখিত; 2 অঙ্কিত; 3 চিত্রিত, চিত্রে অঙ্কিত। [সং. আ + লিখিত]। 32)
আলেখ্য
(p. 106) ālēkhya বি. ছবি. অঙ্কিত চিত্র (আলেখ্যদর্শন); অঙ্কিত প্রতিমূর্তি। [সং. আ + √লিখ্ + য]। 54)
কর্ণ2
(p. 167) karṇa2 বি. (জ্যামি.) চতুষ্কোণ ক্ষেত্রের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত অঙ্কিত সরলরেখা, diagonal. [সং. √ কৃ + ন]। 53)
খুদা2 খোদা2
(p. 231) khudā2 khōdā2 বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]। ̃. ই বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving ̃. নো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)। বি উক্ত অর্থে। [ক্ষোদন, ক্ষোদিত দ্র]। 12)
গোলক
(p. 256) gōlaka বি. 1 গোলাকৃতি বস্তু (ভূগোলক); 2 ভাঁটা, কন্দুক, বাঁটুল, বল; 3 যে বর্তুলের উপর পৃথিবীর প্রতিরূপ অঙ্কিত থাকে, globe. [সং. গোল3+ ক (স্বার্থে)]। 140)
চিত্রার্পিত
(p. 288) citrārpita বিণ. 1 ছবিতে অঙ্কিত; 2 চিত্রে নিবদ্ধ; 3 স্হির বা নিশ্চল (কথাটা শুনে সে চিত্রার্পিত হয়ে রইল)। [সং. চিত্র + অর্পিত]। 59)
চিত্রিত
(p. 288) citrita বিণ. 1 অঙ্কিত; লিখিত; 2 চিহ্নিত; 3 নকশা-কাটা; 4 চিত্রার্পিত। [সং. চিত্র্ + ত]। স্ত্রী. চিত্রিতা। 62)
চিত্রীয়-মান
(p. 288) citrīẏa-māna বিণ. চিত্রিত বা অঙ্কিত বা চিহ্নিত হচ্ছে এমন। [সং. চিত্র + ক্যঙ্ + শানচ্]।
টানা2
(p. 343) ṭānā2 ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ̃ টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ̃ বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ̃ হেঁচড়া, ̃ হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা। 29)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
দাগা1
(p. 402) dāgā1 ক্রি. 1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও); 2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা); 3 চিহ্নিত করা (ষাঁড় দাগা); 4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ফা. দাগ + বাং. আ]। ̃ নো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 48)
নকশা
(p. 443) nakaśā বি. 1 চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ; 2 রেখার দ্বারা অঙ্কিত চিত্র, রেখাচিত্র, পরিকল্পনা বা প্ল্যানের রেখাচিত্র (বাড়ির নকশা); 3 জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্হান পরিমাণ বিভাগ ইত্যাদি সংবলিত মানচিত্রবিশেষ; 4 চিত্রিত অলংকরণ (নকশা-কাটা চাদর); 5 হাস্যরসাত্মক রচনা; 6 ব্যঙ্গচিত্র, কার্টুন; 7 ন্যাকামি, ঢং (নে নে খেয়ে ফেল, তার নকশা করিস না)। [আ. নক্শ্ + বাং. আ]। ̃ কাটা, ̃ দার বিণ. নকশা দিয়ে অলংকৃত। ̃ কার বি. যে নকশা প্রস্তুত করে, draftsman. নকশা-পাড় বিণ. (বস্ত্রাদি সম্বন্ধে) বিচিত্র পাড়ওয়ালা (নকশা-পাড় শাড়ি)। 19)
নামাঙ্কিত
(p. 454) nāmāṅkita বিণ. 1 নাম আঁকা লেখা বা খোদাই করা আছে এমন (তাঁর নামাঙ্কিত খাম আমি কেন নেব?); 2 নামযুক্ত; 3 স্বাক্ষরিত (নামাঙ্কিত সিলমোহর)। [সং. নাম + অঙ্কিত]। 51)
পরি-কেন্দ্র
(p. 496) pari-kēndra বি. (জ্যামি.) সীমারেখা স্পর্শ করে অঙ্কিত বৃত্তের কেন্দ্র, circumcentre (বি. প.)। [সং. পরি + কেন্দ্র]। 28)
পরি-বৃত্ত
(p. 499) pari-bṛtta বি. কোনো ক্ষেত্র বেষ্টন করে অঙ্কিত বৃত্ত, circumcircle (বি. প.)। [সং. পরি + বৃত্ত]। 25)
পরি-লিখিত
(p. 499) pari-likhita বিণ. (জ্যামি.) চতুর্দিকে অঙ্কিত, circumscribed (বি. প.)। [সং. পরি + লিখিত]। 64)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
মকশো
(p. 675) makaśō বি. 1 অভ্যাস; 2 হস্তলিপি অঙ্কিত চিত্র ইত্যাদির উপর দাগা বুলিয়ে বা ক্রমাগত সেই আদর্শ অনুকরণ করে রপ্ত করার চেষ্টা। [আ. মস্ক]। 20)
মীন
(p. 707) mīna বিণ. 1 মত্স্য, মাছ; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 (জ্যোতি.) রাশিচক্রের দ্বাদশ রাশি। [সং. √ মী + ন]। ̃ .কেতন, ̃ .ধ্বজ বি. (তাঁর ধ্বজা মীন-অঙ্কিত বলে) কামদেব, কন্দর্প। মীনাক্ষী বিণ. (স্ত্রী.) মাছের চোখের মতো সুন্দর নয়নবিশিষ্টা। বি. দাক্ষিণাত্যের দেবীবিশেষ। ̃ .নয়না বিণ. (স্ত্রী) মীনাক্ষী - অনুরূপ। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us