Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অমিল। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবনি-বনা, অবনি-বনাও
(p. 45) abani-banā, abani-banāō বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]। 4)
অবিকৃত
(p. 48) abikṛta বিণ. বিকৃত নয় এমন; আগে যেমন ছিল সেই অবস্হায় আছে এমন; অমিশ্র, বিশুদ্ধ; পচেনি এমন; যথাযথ। [সং. ন + বিকৃত]। বি. অবিকৃতি। 11)
অবিমিশ্র
(p. 49) abimiśra বিণ. 1 মেশানো নয় এমন, অমিশ্র; 2 খাঁটি, ভেজালমুক্ত; বিশুদ্ধ। [সং. ন + বি + মিশ্র]। 10)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অমিতাভ
(p. 57) amitābha বি. যাঁর আভা বা জ্যোতি অমিত অর্থাত্ অত্যধিক; বুদ্ধদেব। [সং. অমিত + আভা]। 31)
অমিতি
(p. 57) amiti বি. নিশ্চয় জ্ঞানের অভাব; প্রমানের অভাব ('প্রমিতির বিষবৃক্ষে, অমিতির অচিন্ত্য অভাবে': সু. দ.)। তু. বিপ. প্রমিতি। [সং. অ + √ মা + তি]। 32)
অমিত্র
(p. 57) amitra বি. বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু। বিণ. মিত্রহীন; প্রতিকূল। [সং. ন + মিত্র]। ̃ তা বি. শত্রুতা; প্রতিকূলতা। ̃ .সুদন বি. শত্রুকে ধ্বংস করে এমন ব্যক্তি। শত্রুকে ধ্বংস করে এমন, শত্রুনিধনকারী। 33)
অমিত্রাক্ষর
(p. 57) amitrākṣara বি. অন্ত্যমিলহীন এবং যতির বাঁধাধরা নিয়মলঙ্ঘনকারী ছন্দরীতিবিশেষ। [সং. অমিত্র + অক্ষর]। 34)
অমিল
(p. 57) amila বি. মিলের অভাব; বিরোধ (ভাইয়ে ভাইয়ে এই অমিল ক্ষতিকর)। বিণ. 1 মেলে না বা পাওয়া যায় না এমন, দুর্লভ (খাঁটি দুধ এখানে অমিল); 2 মিলহীন (অমিল কবিতা)। [বাং. অ + মিল]। 36)
অমিশুক
(p. 57) amiśuka বিণ. 1 সহজে সকলের সঙ্গে মিশতে পারে না এমন; 2 অসামাজিক। [সং. অ + মিশুক]। 37)
অমিশ্র
(p. 57) amiśra বিণ. অন্য কিছু মেশানো নয় এমন; বিশুদ্ধ, খাঁটি; পৃথক। [সং. ন + মিশ্র]। অমিশ্র রাশি বি. (গণি.) অখণ্ড বা পূর্ণ সংখ্যা, whole number. 38)
অমিশ্রিত
(p. 57) amiśrita বিণ. অন্যকিছু মেশানো হয়নি এমন; খাঁটি, বিশুদ্ধ; পৃথক। [সং. ন + মিশ্রিত]। 39)
অসংযম
(p. 67) asaṃyama বি. সংযমের অভাব; উচ্ছৃঙ্খলতা; উদ্দমতা; নিয়ন্ত্রণের অভাব। [সং. ন + সংযম]। অসংযমী (-মিন্) বিণ. অসংযত, উচ্ছৃঙ্খল, অমিতাচারী। 40)
অসাদৃশ্য
(p. 70) asādṛśya বি. 1 সাদৃশ্য বা মিলের অভাব, অমিল; 2 অনৈক্য। [সং. ন + সাদৃশ্য]। 49)
অসামঞ্জস্য
(p. 70) asāmañjasya বি. সামঞ্জস্য বা সংগতির অভাব, অসংগতি; অমিল। [সং. ন + সামঞ্জস্য]। 56)
অসামাজিক
(p. 70) asāmājika বিণ. 1 সমাজের অন্তর্ভুক্ত নয় এমন, সমাজবহির্ভূত; 2 সমাজবিরোধী, সমাজের রীতিনীতির বিপরীত, anti-social (অসামাজিক ক্রিয়াকলাপ); 3 অমিশুক, unsociable; 4 অসভ্য; অভদ্র। [বাং. অ + সামাজিক]। 60)
অসাম্য
(p. 72) asāmya বি. সাম্য বা সমতার অভাব; অসমতা; অমিল; একতার অভাব (অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম)। [সং. ন + সাম্য]। 4)
আক-কুটে, আক-খুটে
(p. 80) āka-kuṭē, āka-khuṭē বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]। 19)
আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
আহেল, আহলে, আহেলি
(p. 111) āhēla, āhalē, āhēli বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। ̃ বিলাত, ̃ বিলাতি বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন। 32)
উড়ন-চণ্ডী
(p. 119) uḍ়na-caṇḍī বিণ. (স্ত্রী.) অপব্যয়ী; অমিতব্যয়ী। [দেশি]। পুং. উড়ন-চণ্ডে। 91)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কুনো
(p. 196) kunō বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; 3 অমিশুক, লাজুক। [সং. কোণ + বাং. উয়া ও]। কুনো ব্যাং বি. 1 গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; 2 (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক। 24)
গর-মিল
(p. 242) gara-mila বি. 1 অমিল (দুজনের স্বভাবের গরমিল নজরে পড়বেই); 2 হিসাবে গোলযোগ; 3 মনান্তর। [বাং. গর ( আ. গয়র্) + মিল]। 24)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614692
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227888
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839793
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098867
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916350
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856840
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719456
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us