Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুনো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুনো এর বাংলা অর্থ হলো -

(p. 196) kunō বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; 3 অমিশুক, লাজুক।
[সং. কোণ + বাং. উয়া ও]।
কুনো ব্যাং বি. 1 গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; 2 (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাঠা2
কদন্ন
(p. 160) kadanna বি. 1 কুখাদ্য; খাওয়া যায় না এমন খাবার; 2 বাসি খাবার বা ভাত। [সং. কু (মন্দ) + অন্ন]। 20)
কাঁক2, কাঁখ
(p. 174) kān̐ka2, kān̐kha বি. 1 কক্ষ, কাঁকাল (কলসি কাঁখে); 2 বগল। [সং. কক্ষ]। ̃ বিড়ালি, ̃ বেড়ালি বি. বগলের ফোঁড়া। 41)
করণিক
(p. 167) karaṇika বি. কেরাণি, clerk (স. প.)। 5)
কমলাকর
(p. 164) kamalākara বি. পদ্মবহুল জলাশয়; সরোবর। [সং. কমল + আকর]। 49)
কালি-দাস
(p. 188) kāli-dāsa বি. প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কবি। [সং. কালী + দাস]। 8)
কোষাগার
(p. 210) kōṣāgāra বি. ধনভাণ্ডার। [সং. কোষ + আগার]। 64)
কালিক
(p. 188) kālika বিণ. 1 সময়সম্পর্কিত, সাময়িক; 2 কালে উত্পন্ন; 3 সময়োপযোগী। [সং. কাল2 + ইক]। 5)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
কন-ট্রাকটর, কন-ট্রাকটার
কিনার
(p. 190) kināra বি 1 ধার প্রান্ত (খাটের কিনার, ছাদের কিনার); 2 কূল, তীর ('আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে' রবীন্দ্র)। [ফা. কিনারা]। 11)
কর্মার্হ
কালাজিন
(p. 186) kālājina বি. কৃষ্ণসারের চামড়া। [সং. কাল3 + অজিন]। 41)
কুমির
কুলত্থ
(p. 199) kulattha বি. কলাইবিশেষ। [প্রাকৃ. কুলত্থ সং. কুলস্হ (কুল + √ স্হা + অ)]। 36) &searchhws=yes'>
কূল
(p. 202) kūla বি. 1 তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); 2 (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); 3 অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূল-কিনারা বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া ক্রি. বি. সব আশ্রয় হারানো। 41)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কীর্তন
কোনাচ
(p. 210) kōnāca বি. 1 কোণের দিকের অংশ; 2 বাক্স সিন্ধুক ইত্যাদির কোণে যে ধাতুর পাত আঁটা হয়। [সং. কোণ + বাং. আচ]। কোনাচে বিণ. টেড়া, কোণাভিমুখী, কোনাকুনি। 18)
কলজে
(p. 169) kalajē দ্র কলিজা। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577674
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185353
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026248
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us