Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আক্রান্ত)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-রূঢ়
(p. 17) adhi-rūḍh় বিণ. 1 আরোহণ করেছে এমন, আরুঢ়; 2 আক্রান্ত। [সং. অধি+√ রুহ্+ত]। 88)
অনাক্রম্য
(p. 24) anākramya বিণ. 1 আক্রমণ করা অসাধ্য বা অনুচিত এমন; যাকে আক্রমণ করা যায় না; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্ত, immune (বি.প.)। [সং. ন + আক্রম্য]। ̃ তা বি. 1 আক্রান্ত হবার সম্ভাবনা থেকে মুক্ত এই ভাব বা অবস্হা; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্তির অবস্হা বা ভাব, immunity (বি. প.)। অনাক্রান্ত বিণ. আক্রমণ করা হয়নি এমন, আক্রান্ত নয় এমন। 4)
অভি-গ্রস্ত
(p. 50) abhi-grasta বিণ. আক্রান্ত; কবলিত, গ্রাস করা বা দখল করা হয়েছে এমন; লুন্ঠিত। [সং. অভি + গ্রস্ত]। 76)
অভি-ভূত
(p. 50) abhi-bhūta বিণ. 1 বিহ্বল (আনন্দে, বিস্ময়ে বা আতঙ্কে অভিভূত); 2 আবিষ্ট, আচ্ছন্ন (ধর্মবুদ্ধি অভিভূত); 3 পরাজিত; আক্রান্ত। [সং. অভি + √ ভূ + ত]। বি. ̃ তা, অভি-ভূতি। 108)
অভ্যাহার
(p. 55) abhyāhāra বি. লুন্ঠন, বলপূর্বক হরণ; আক্রমণ, হামলা। [সং. অভি + আ + √ হৃ + অ]। অভ্যাহৃত বিণ. লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত। 21)
আক্রম
(p. 82) ākrama বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়। [সং. আ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)। আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য। আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)। 7)
উই
(p. 119) ui বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ̃ ঢিপি, ̃ ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ̃ ধরা, ̃ লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 3)
এঁড়ে
(p. 142) ēn̐ḍ়ē বি. বলদ, ষাঁড়, বৃষ। বিণ. 1 পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); 2 ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); 3 ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া এ]। ̃ তর্ক বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। 15)
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
গ্রন্হ
(p. 261) granha বিণ. 1 গ্রাস করা হয়েছে এমন (রাহুগ্রস্ত); 2 গিলিত, গিলে ফেলা হয়েছে এমন (গ্রস্ত অন্ন) ; 3 আক্রান্ত (রোগগ্রস্ত); 4 অভিভূত (শোকগ্রস্ত)। [সং. √গ্রস্ + ত]। 52)
জরা1
(p. 312) jarā1 বি. বার্ধক্য, স্হবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ̃ জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ̃ জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ̃ রহিত, ̃ হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর। 140)
জ্বর
(p. 331) jbara বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। ̃ ঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। ̃ ঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত। 24)
দেদো
(p. 419) dēdō বিণ. দাদযুক্ত, দাদ রোগে আক্রান্ত। [বাং. দাদ + উয়া ও]। 19)
ধর্ষ, ধর্ষণ
(p. 433) dharṣa, dharṣaṇa বি. 1 পীড়ন, অত্যাচার; 2 (নারীকে) বলাত্কার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; 3 দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]। ধর্ষ-কাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism. ধর্ষ-কামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist. ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন। ধর্ষিত বিণ. ধর্ষণ বা পীড়ন করা হয়েছে এমন। ধর্ষিতা বিণ. (স্ত্রী.) বলপূর্বক সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। 6)
ধ্বজ
(p. 441) dhbaja বি. 1 পতাকা, নিশান (গরুড়ধ্বজ); 2 পুরুষাঙ্গ (ধ্বজভঙ্গ)। [সং. √ ধ্বজ্ + অ]। ̃ দণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে। ̃ পট বি. পতাকা। ̃ বজ্রাঙ্কুশ বি. 1 ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন; 2 (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ। ̃ ভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ। বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)। ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী। 18)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পরা-হত
(p. 496) parā-hata বিণ. 1 পরাজিত; 2 আক্রান্ত; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (জীবনযাত্রায় পরাহত, সুদূরপরাহত)। [সং. পরা2 + √ হন্ + ত]। 16)
বাত2
(p. 596) bāta2 বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্হ ধাতুবিশেষ (বাতপিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। ̃ কর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু। ̃ গ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। ̃ রক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। ̃ ল বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত। 34)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
মধ্যে
(p. 676) madhyē বি 1 মধ্যস্হলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)। 98)
মন্দাক্রান্তা
(p. 676) mandākrāntā বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]। 192)
রোগ
(p. 750) rōga বি. 1 ব্যাধি, পীড়া; 2 (আল.) বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)। [সং. √ রুজ্ + অ]। ̃ .ক্লিষ্ট বিণ. রোগে কষ্ট পাচ্ছে এমন। ̃ .গ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত। ̃ .জীবাণু দ্র জীবাণু। ̃ .জীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)। ̃ .ভোগ বি. ব্যাধিতে কষ্ট ভোগ। ̃ .মুক্ত বিণ. আরোগ্য লাভ করেছে এমন। ̃ .যন্ত্রণা বি. ব্যাধিজনিত কষ্ট, অসুখের কষ্ট। ̃ .শয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা। ̃ .শান্তি বি. আরোগ্য লাভ। ̃ .শোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট। ̃ .হীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)। 3)
সমা-ক্রান্ত
(p. 808) samā-krānta বিণ. 1 আক্রান্ত; 2 গৃহীত; 3 অধিষ্ঠিত; 4 পরিব্যাপ্ত। [সং. সম্ + আক্রান্ত]। স্ত্রী. সমা-ক্রান্তা। 81)
সমা-বিষ্ট
(p. 808) samā-biṣṭa বিণ. 1 অভিনিবিষ্ট; 2 প্রবিষ্ট; 3 আক্রান্ত; 4 সমবেত। [সং. সম্ + আবিষ্ট]। স্ত্রী. সমা-বিষ্টা। 104)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534927
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140465
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730679
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603083

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us