Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আলোকত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বর্ষী
(p. 580) -barṣī (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]। 145)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অচর্চিত
(p. 8) acarcita বিণ. চর্চিত বা আলোচিত হয়নি এমন, অনালোচিত, অননুশীলিত। [সং. ন+চর্চিত]। 58)
অজৈব
(p. 8) ajaiba বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]। অজৈব খাদ্য বি. যে খাদ্য প্রাণী বা উদ্ভিদ থেকে আহৃত নয়, inorganic food (বি.প.)। ̃ রসায়ন বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)। ̃ .লবণ বি. খনিজ লবণ, inorganic salt (বি. প.)। ̃ .সার বি. খনিজ সার, inorganic manure (বি. প.)। 129)
অদীপ
(p. 17) adīpa বিণ. আলোহীন; প্রদীপ জ্বালা হয়নি এমন ('অদীপ সন্ধ্যা': য. সে.)। [বাং. অ+দীপ]। 12)
অদ্য
(p. 17) adya অব্য. ক্রি-বিণ. 1 আজ; 2 এখন; 3 সম্প্রতি। বি. আজকের দিন (অদ্য শুভ দিন)। [সং. ইদম্+দ্য (নি.)]। ̃ .কার, ̃ .তন বিণ. আজকের, আজকের দিন সম্পর্কিত; সাম্প্রতিক (অদ্যকার আলোচ্য বিষয়, অদ্যকার সমস্যা)। অদ্যাপি অব্য. আজও; আজ পর্যন্ত; এখনও। অদ্যাবধি অব্য. 1 আজ থেকে; 2 আজ পর্যন্ত। 26)
অধি-শ্রয়, অধি-শ্রয়ণ
(p. 17) adhi-śraẏa, adhi-śraẏaṇa বি. 1 স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; 2 রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; 3 রান্না, রন্ধন। [সং. অধি+ √ শ্রি+ও, অন]। 94)
অনাধি-কার
(p. 21) anādhi-kāra বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার়]। ̃ চর্চা বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা। ̃ প্রবেশ বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass. অনাধি-কারী (-রিন্) বিণ. যার অধিকার নেই; অযোগ্য। অনধি-কৃত বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত। 28)
অনালোকিত
(p. 25) anālōkita বিণ. 1 আলোকত নয় এমন; 2 অন্ধকার। [সং. ন + আলোকিত]। 15)
অনালোচনীয়, অনালোচ্য
(p. 25) anālōcanīẏa, anālōcya বিণ. আলোচনার অযোগ্য বা বহির্ভূত। [সং. ন + আলোচনীয়, আলোচ্য]। 16)
অনালোচিত
(p. 25) anālōcita বিণ. যা নিয়ে আলোচনা হয়নি (অনালোচিত বিষয়)। [সং. ন + আলোচিত]। 17)
অনুজ্জ্বল
(p. 25) anujjbala বিণ. 1 উজ্জ্বল বা দীপ্তিযুক্ত নয় এমন (অনুজ্জ্বল আলোক, অনুজ্জ্বল সকাল); 2 প্রখরতাহীন (অনুজ্জ্বল মেধা)। [সং. ন + উজ্জ্বল]। 93)
অন্ধ-কার
(p. 34) andha-kāra বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা। 42)
অপ্রদীপ
(p. 42) apradīpa বি. আলোকের অভাব, আলোকহীনতা, blackout. [সং. ন + প্রদীপ]। 11)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অব-লোহিত রশ্মি
(p. 46) aba-lōhita raśmi বি. দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays. 17)
অসম্বদ্ধ
(p. 70) asambaddha বিণ. অসংলগ্ন, পরস্পর মিল নেই বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক বা সংগতি নেই এমন; এলোমেলো; অর্থহীন (অসম্বদ্ধ উক্তি, অসম্বদ্ধ প্রলাপ)। [সং. ন + সম্বদ্ধ]। বি. ̃ তা। 32)
অস্পষ্টালোক
(p. 73) aspaṣṭālōka বি. যে আলোয় ভালো দেখা যায় না। [সং. অস্পষ্ট + আলোক]। 43)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
আউটানো
(p. 77) āuṭānō ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাং. √ আউটা (সং. আবর্তন )]। 22)
আতপ-চাল, আতপ-তণ্ডুল
(p. 85) ātapa-cāla, ātapa-taṇḍula বি. আলোচাল। আতপ-স্নান বি. শরীরে রোদ লাগানো, sunbath. 114)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
আবর্ত
(p. 98) ābarta বি. 1 ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); 2 পরিক্রমণ; 3 ঘূর্ণিজল; 4 ঘূর্ণিপাক; 5 আবর্তন। বিণ. ঘূর্ণায়মান ('কে রোধিবে সেই আবর্ত গতিকে')। [সং. আ + √বৃত + অ]। 23)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
আলা2
(p. 106) ālā2 বি. আলো বা আলোকিত অবস্হা ('আলার ভিতরে কালাটি রয়েছে': চণ্ডী; আলায় আলায় চলে যাই)। বিণ. আলোকিত; উদ্ভাসিত ('ভুবন হয়েছে আলা')। [সং. আলোক]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535004
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140539
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730797
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942991
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696697
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us