Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আউটানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আউটানো এর বাংলা অর্থ হলো -

(p. 77) āuṭānō ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা।
বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন।
বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)।
[বাং. √ আউটা (সং. আবর্তন )]।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আশি
(p. 108) āśi বি. বিণ. 8 সংখ্যা বা সংখ্যক; অশীতি। [সং. অশীতি]। 23)
আনোখা
আতপ
(p. 85) ātapa বি. সূর্যকিরণ, রোদ। [সং. আ + √ তপ্ + অ]। 113)
আমর্ষ
(p. 101) āmarṣa বি. 1 অক্ষমা; 2 ক্রোধ। [সং. অমর্ষ]। 25)
আগ বাড়া, আগ বাড়ানো
(p. 82) āga bāḍ়ā, āga bāḍ়ānō দ্র আগ1। 44)
আভরণ
(p. 99) ābharaṇa বি. ভূষণ, অলংকার, গয়না (নানা আভরণে ভূষিত হয়ে এল)। [সং. আ + √ভৃ + অন]। 37)
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আড়াই
(p. 85) āḍ়āi বিণ. দুই এবং আধ, 21 / 2। [প্রাকৃ. আড়্ঢাইয়]। ̃ হাতি বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। ̃ য়া বি. আড়াই গুনের নামতা; (বর্ত বিরল) আড়াই সের ওজনের বাটখারা। 95)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
আইমা
(p. 77) āimā বি. দিদিমা, মায়ের মা। [সং. আর্যিকা + বাং. মা]। 13)
আছ়ড়া
(p. 85) āch়ḍ়ā বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা] 19)
আত্মা-রাম
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
আম2
আচরণ
(p. 85) ācaraṇa বি. 1 ব্যবহার, চালচলন; 2 পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)। [সং. আ + √ চর্ + অন]। ̃ .বিধি বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি। আচরণীয় বিণ. 1 আচরণের যোগ্য; ব্যবহার্য; 2 অনুষ্ঠান বা পালন করার যোগ্য। আচরিত বিণ. আচরণ করা হয়েছে এমন। 6)
আখর
(p. 82) ākhara বি. 1 অক্ষর; বর্ণ; 2 কীর্তন গানে মূল পদের সঙ্গে সংযোজিত বা জুড়ে দেওয়া পদ (আখর দেওয়া গান)। [সং. অক্ষর]। 23)
আটকে, আটকিয়া
আম-সত্ত্ব
(p. 101) āma-sattba বি. পাকা আমের রস (সচ.) রোদে শুকিয়ে প্রস্তুত মিষ্টি বা টকমিষ্টি খাবারবিশেষ। [বাং আম্ 3 + সং. সত্ত্ব]। 32)
আসন
আখ্যান
(p. 82) ākhyāna দ্র আখ্যা। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614715
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227923
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839831
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098892
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us