Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আলোকিত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অনালোকিত
(p. 25) anālōkita বিণ. 1 আলোকত নয় এমন; 2 অন্ধকার। [সং. ন + আলোকিত]। 15)
আলা2
(p. 106) ālā2 বি. আলো বা আলোকিত অবস্হা ('আলার ভিতরে কালাটি রয়েছে': চণ্ডী; আলায় আলায় চলে যাই)। বিণ. আলোকিত; উদ্ভাসিত ('ভুবন হয়েছে আলা')। [সং. আলোক]। 16)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
উজ্জ্বল
(p. 119) ujjbala বিণ. আলোকিত; দীপ্তিমান (আনন্দে উজ্জ্বল মুখ); উদ্ভাসিত; ঝলমলে (আলোকোজ্জ্বল); শোভমান। [সং. উত্ + √ জ্বল্ + অ]। বি. ̃ তা, ঔজ্জ্বল্য। উজ্জ্বল রস (বৈ. সা.) মধুর রস বা শৃঙ্গার রস। উজ্জ্বলিত বিণ. আলোকিত; উদ্ভাসিত; দীপ্ত। 72)
উদ্দীপ্ত
(p. 127) uddīpta বিণ. 1 জ্বলে উঠেছে এমন, প্রজ্বলিত, জ্বলন্ত; 2 আলোকিত; 3 উত্তেজিত, অনুপ্রাণিত (কল্পনাকে উদ্দীপ্ত করা)। [সং. উত্ + দীপ্ত]।
উদ্ভাস
(p. 128) udbhāsa বি. 1 প্রকাশ, বিকাশ; 2 দীপ্তি, শোভা (আলোর উদ্ভাস)। [সং. উত্ + √ ভাস্ + অ]। ̃ ক বিণ. প্রকাশক; দীপ্তিসাধক। ̃ ন বি. আলোকিত করা; প্রকাশ করা; উদ্দীপন। উদ্ভাসিত বিণ. আলোকিত, দীপ্ত; উজ্জ্বলভাবে প্রকাশিত ('মহিমা তব উদ্ভাসিত': রবীন্দ্র)। 35)
কৌমুদী
(p. 210) kaumudī বি. 1 জ্যোত্স্না, চাঁদের আলো; 2 (শব্দের শেষে সমাসবদ্ধ হলে) আলোকিত করে এমন ব্যাখ্যা (ব্যাকরণ কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী)। [সং. কুমুদ + অ + ঈ]। ̃ পতি বি. চন্দ্র। 85)
চন্দ্রালোক
(p. 278) candrālōka বি. চাঁদের আলো, জ্যোত্স্না।[সং. চন্দ্র + আলোক]। চন্দ্রালোকিত বিণ. চাঁদের আলোয় উদ্ভাসিত, চাঁদের আলোয় আলোকিত (চন্দ্রালোকিত রাত্রি)। 20)
দীপন
(p. 408) dīpana বি. 1 দীপ্ত করা, আলোকিত করা; 2 প্রজ্বলিত করা, প্রজ্বালন; 3 উদ্দীপন, উদীপ্ত করা; 4 জঠরানল বর্ধন, ক্ষুধার বৃদ্ধি। বিণ. দীপক। [সং. √ দীপ্ + অন]। দীপনীয় বিণ. দীপ্ত করতে হবে বা করা আবশ্যক এমন, দীপনযোগ্য, দীপ্য। 57)
দীপিত
(p. 408) dīpita বিণ. 1 প্রজ্বালিত, জ্বালা হয়েছে এমন; 2 উদ্ভাসিত, আলোকিত; 3 প্রকাশিত; 4 উদ্দীপিত, উত্তেজিত। [সং. √ দীপ্ + ণিচ্ + ত]। 64)
দীপোত্সব
(p. 408) dīpōtsaba বি. প্রদীপের আলোয় গৃহাদি আলোকিত বা সজ্জিত করার উত্সব, দেওয়ালি, দীপান্বিতা। [সং. দীপ + উত্সব]। 65)
দীপ্ত
(p. 408) dīpta বিণ. 1 জ্বলন্ত, জ্বলছে এমন (দীপ্ত অগ্নি); 2 আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল ('অগ্নিশিখার আভায় দীপ্ত মূর্তিখানি': তারা); 3 প্রকাশিত; 4 তেজোময় (দীপ্ত স্বরে বলা)। [সং. √ দীপ্ + ত]। ̃ ক বিণ. দীপ্ত করে এমন। ̃ কীর্তি বিণ. প্রথিতযশা, প্রসিদ্ধ। ̃ মূর্তি বিণ. যার মূর্তি বা চেহারা উজ্জ্বল। 66)
প্রতি-ভাত
(p. 541) prati-bhāta বিণ. 1 উজ্জলরূপে প্রকাশিত; 2 স্পষ্টভাবে ব্যক্ত (তিনি ভক্তহৃদয়ে অবতার রূপে প্রতিভাত); 3 জ্ঞাত; 4 আলোকিত; 5 প্রতিফলিত। [সং. প্রতি + √ ভা + ত]। 54)
বিভাসা
(p. 621) bibhāsā ক্রি. (কাব্যে) দীপ্ত হওয়া ('পুণ্যমহিমা উঠে বিভাসি')। [নামধাতু সং. বিভাস]। বিভাসিত বিণ. আলোকিত, দীপ্ত; প্রকাশিত ('দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে': রবীন্দ্র)। 41)
ভাত1
(p. 661) bhāta1 বিণ. দীপ্ত, আলোকিত, উদ্ভাসিত (প্রভাত, প্রতিভাত)। [সং. √ ভা + ত]। 30)
রাঙা
(p. 738) rāṅā বিণ. 1 রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ); 2 ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)। [সং. রঙ্গ + বাং. আ]। ̃ আলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ। ̃ নো ক্রি. বি. 1 ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); 2 লাল রঙে রঞ্জিত করা; 3 রঞ্জিত করা (কাপড় রাঙানো); 4 আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। বিণ উক্ত সব অর্থে। ̃ বাস বি. গেরুয়া বস্ত্র। ̃ মাটি বি. গিরিমাটি। ̃ মুলো বি. 1 লাল রঙের মুলো; 2 (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি। 50)
সমুদ্ভাসিত
(p. 814) samudbhāsita বিণ. সম্যক উদ্ভাসিত বা আলোকিত, উজ্জ্বলীকৃত। [সং. সম্ + উদ্ভাসিত]। সমুদ্ভাসন বি. দীপ্তি; শোভাধারণ। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942931
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696678
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us