Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাত1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভাত1 এর বাংলা অর্থ হলো -

(p. 661) bhāta1 বিণ. দীপ্ত, আলোকিত, উদ্ভাসিত (প্রভাত, প্রতিভাত)।
[সং. √ ভা + ত]।
30)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভজ-মান
ভারার্পণ
(p. 664) bhārārpaṇa দ্র ভার। 12)
ভ্যাবা
ভয়
(p. 655) bhaẏa বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা। [সং. √ ভী + অ]। ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া। ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা। ̃ .তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)। ̃ .ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া। ভয়ে কেঁচো ভয়ে একেবারে জড়সড়। 69)
ভুশুড়ি
(p. 668) bhuśuḍ়i বি. কাঁঠালের ভুতি বা ভুতুড়ি। [দেশি]। ভুশুড়ি ভাঙা ক্রি. বি. প্রচুর খাওয়া, ভূরিভোজন করা। গল্পের ভুশুড়ি ভাঙা ক্রি. বি. ক্রমাগত একটার পর একটা গল্প বলা। 19)
ভার্যা
(p. 664) bhāryā বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]। 19)
ভণিতা
(p. 655) bhaṇitā বি. 1 কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; 2 (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]। 40)
ভাঁজা
(p. 659) bhān̐jā ক্রি. 1 ভাঁজ বা পাট করা; 2 (সংগীতে) সুর অভ্যাস বা আলাপ করা (সুর ভাঁজা); 3 জোরে সঞ্চালন করা (মুগুর ভাঁজা); 4 (তাসের) বিন্যাস নষ্ট করা (তাস ভাঁজা)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। 27)
ভাত মারা
(p. 661) bhāta mārā ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। 32)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
ভরণীয়, ভরণ্য, ভর্তব্য
(p. 658) bharaṇīẏa, bharaṇya, bhartabya বিণ. প্রতিপাল্য; পূরণীয়। 11)
ভাওয়াইয়া
ভাই
ভাঙ
(p. 660) bhāṅa দ্র ভাং। 26)
ভীষ্ম
ভুলানো, ভোলানো
(p. 668) bhulānō, bhōlānō ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 16)
ভৈরব
(p. 670) bhairaba বি. 1 শিব; 2 শিবের রুদ্রমূর্তি; 3 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ; 4 নদবিশেষ। বিণ. ভীষণ, ভয়ানক (ভৈরব গর্জন, ভৈবব মূর্তি)। [সং. ভীরু + অ]। 54)
ভোঁদা-ভুঁদো
ভুটানি
ভেষজ
(p. 670) bhēṣaja বি. ওষুধ। [সং. ভেষ + √ জি + অ]। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942600
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us