Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্তরাংশ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অংশাঙ্কিত
(p. 1) aṃśāṅkita বিণ. (অংশ+অঙ্কিত) মাপের ভাগবিশিষ্ট বা চিহ্নবিশিষ্ট, graduated (বি.প.)। অংশানো ক্রি. উত্তরাধিকার সূত্রে পাওয়া; প্রাপ্য হিসাবে বর্তানো। 10)
অভি-মন্যু
(p. 50) abhi-manyu বি. 1 অর্জুন ও সুভদ্রার পুত্র, উত্তরার স্বামী, পরীক্ষিতের পিতা; 2 (বৈ. সা.) রাধার স্বামী আয়ান ঘোষ। [সং. অভী (নির্ভয়) + মন্যু]। 110)
অর্শা, অর্শানো, (বর্জি.) অর্সা, (বর্জি.) অর্সানো
(p. 62) arśā, arśānō, (barji.) arsā, (barji.) arsānō ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ বাং. √ অর্শ্ + আ, আনো]। 31)
অহিচ্ছত্র
(p. 75) ahicchatra বি. প্রাচীন পঞ্চাল রাজ্যের উত্তরাংশ। [সং. অহি + ছত্র]। 29)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
উত্তরা-পথ
(p. 125) uttarā-patha বি. ভারতবর্ষের উত্তরাংশ, আর্যাবর্ত; (মূলত) বিন্ধ্যপর্বতের উত্তরে অবস্হিত ভারতের উত্তরাংশ। [সং. উত্তরা + পথিন্ + অ]। তু. দক্ষিণাপথ। 10)
উত্তরাধি-কার
(p. 125) uttarādhi-kāra বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব। [সং. উত্তর + অধিকার]। ̃ সূত্রে ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)। উত্তরাধি-কারী (-রিন্) বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী। স্ত্রী. উত্তরাধি-কারিণী। 9)
উত্তরাশা1
(p. 125) uttarāśā1 বি. উত্তর দিক। [সং. উত্তর + আশা (দিক)]। 12)
উত্তরাশা2
(p. 125) uttarāśā2 বি. জবাবের আশা। [সং. উত্তর + আশা]। 13)
উত্তরাষাঢ়া
(p. 125) uttarāṣāḍh়ā বি. নক্ষত্রবিশেষ। [সং. উত্তরা + আষাঢ়া]। 14)
উত্তরাসঙ্গ
(p. 125) uttarāsaṅga বি. উত্তরীয়, চাদর; উড়ানি। [সং. উত্তর + আসঙ্গ]। 15)
উত্তরাস্য
(p. 125) uttarāsya বিণ. উত্তর দিকে মুখ করে আছে এমন। [সং. উত্তর + আস্য]। 16)
ঋক্থ, রিক্থ
(p. 141) ṛktha, riktha বি. 1 ধন; 2 উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পত্তি; 3 মৃত ব্যক্তির পরিত্যক্ত বা ফেলে-যাওয়া সম্পত্তি। [সং. √ ঋচ্ + থ]। 6)
ওয়ারিস, ওয়ারিশ
(p. 153) ōẏārisa, ōẏāriśa বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান বি. 1 উত্তরাধিকারিগণ; 2 (বাংলায়) উত্তরাধিকারী ('তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে': সু.রা.)। 34)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
দায়1
(p. 405) dāẏa1 বি. পৈতৃক ধন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি (দায়ভাগ)। [সং. √দা + অ]। ̃ ভাগ বি. জীমূতবাহনকৃত পৈতৃক ধনের বিভাগসম্পর্কিত প্রাচীন আইনগ্রন্হবিশেষ। 29)
দায়াদ
(p. 406) dāẏāda বি. 1 উত্তরাধিকারের দাবিপত্র; 2 পুত্র; 3 পৈতৃক ধনের অধিকারী; 4 জ্ঞাতি। [সং. দায় + আ + √ দা + অ]। দায়াদী বি. (স্ত্রী.) 1 কন্যা; 2 উত্তরাধিকারিণী বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। 5)
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
ফৌত
(p. 570) phauta বিণ. 1 মৃত; 2 ফতুর, সর্বস্বান্ত (দেনা মেটাতে মেটাতেই ফৌত হয়ে গেল); 3 দেউলিয়া; 4 নির্বংশ, উত্তরাধিকারীহীন অবস্হায় মৃত। [ফা. ফওত]। 24)
বর্তা, বর্তানো
(p. 580) bartā, bartānō ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। 116)
বেওয়ারিশ
(p. 633) bēōẏāriśa বিণ. 1 মালিকহীন; 2 দাবিদার বা উত্তরাধিকারী নেই এমন (বেওয়ারিশ মাল, বেওয়ারিশ সম্পত্তি)। [ফা. বে + আ. বারিস]। 104)
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
মিরাশ
(p. 706) mirāśa বি. পুরুষানুক্রমে ভোগ করার অধিকারযুক্ত সম্পত্তি।[আ. মিরাস্]। মিরাশি বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। তু. মৌরসি। 7)
যুব-রাজ
(p. 728) yuba-rāja বি. 1 রাজত্বের উত্তরাধিকারী রাজপুত্র; 2 রাজার সহায়ক বা রাজকার্যের সহায়ক রাজপুত্র; 3 রাজার জ্যেষ্ঠপুত্র। [সং. যুবন্ + রাজন্]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578305
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186089
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786367
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901299
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708717
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620529

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us