Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্তাপ)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আতশ, আতস
(p. 85) ātaśa, ātasa বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। ̃ বাজি বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে। 119)
উত্তপ্ত
(p. 123) uttapta বিণ. 1 অত্যন্ত গরম; অতিশয় তপ্ত; 2 ক্রুদ্ধ (উত্তপ্ত বাদ-প্রতিবাদ)। [সং. উত্ + তপ্ত]। বি. উত্তাপ। 58)
উত্তাপ
(p. 125) uttāpa বি. 1 তাপ, গরমের ভাব বা অবস্হা; উষ্ণতা; 2 সন্তাপ। [সং. উত্ + তাপ]। উত্তাপন বি. তাপ দেওয়া। উত্তাপিত বিণ. গরম বা তপ্ত করা হয়েছে এমন, উষ্ণীকৃত, heated. 22)
ক্ষম
(p. 217) kṣama বিণ. 1 ক্ষমতাবান, সমর্থ, পারগ (কর্মক্ষম, অক্ষম, উপার্জনক্ষম); 2 যোগ্য, উপযুক্ত (স্পর্শক্ষম উত্তাপ)। [সং. √ ক্ষম্ + অ]। 20)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
গরমি, গর্মি
(p. 242) garami, garmi বি. 1 গ্রীষ্ম (গরমির দিন); 2 উত্তাপ (সর্দিগরমি); 3 উষ্মা; দর্প (খুব গরমি হয়েছে দেখছি); 4 উপদংশ রোগ। [হি. গর্মী]। 23)
গ্রীষ্ম
(p. 261) grīṣma বি. 1 গরমের কাল, নিদাঘ; 2 উত্তাপ। বিণ. গরম। [সং. গ্রস্ + ম]। ̃ কাল বি. গ্রীষ্মঋতু, গরমের কাল। ̃ পীড়িত বিণ. গরমে ক্লান্ত, তাপক্লান্ত, তাপক্লিষ্ট। ̃ মণ্ডল বি. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির অন্তর্বর্তী তীব্র তাপযুক্ত ভূভাগ, torrid zone, উষ্ণমণ্ডল। গ্রীষ্মাতিশয্য বি. উত্তাপের আধিক্য। গ্রীষ্মাবকাশ বি. (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মকালীন ছুটি। 73)
জোশ
(p. 331) jōśa বি. 1 উদ্দীপনা, উত্সাহ (তোমার কথায় সে বেশ জোশ পেয়েছে); 2 উত্তপ্ত ভাব, উত্তাপ। [ফা. জোশ]। 3)
ঝাঁ
(p. 334) jhā অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)। 52)
ঢালা
(p. 361) ḍhālā ক্রি. 1 তরল বা কঠিন কোনো পদার্থ কোনো পাত্র থেকে ফেলা (দুধ ঢালা, চাল ঢালা); 2 ধাতুকে নির্দিষ্ট আকার দেবার জন্য গলিয়ে পাতিত করা (ছাঁচে ঢালা); 3 প্রচুর ব্যয় করা (টাকা ঢালা); 4 নিয়োজিত করা (মনপ্রাণ ঢালা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঢেলে ফেলা হয়েছে এমন (ঢালা জল, ঢালা চাল); 2 ঢালাই-করা (ঢালা কড়াই); 3 ঢালাও ও সুবিস্তৃত (ঢালা বিছানা)। [বাং. ঢাল 1 + আ]। ̃ ই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)। বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)। ̃ ই-কর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে। ̃ ও বিণ. 1 বিস্তীর্ণ (ঢালাও ফরাস); 2 প্রচুর, দেদার (ঢালাও খাবার); 3 অবাধ (ঢালাও হুকুম)। ̃ ঢালি বি. এক পাত্র থেকে অন্য পাত্রে ক্রমাগত ঢালা। 4)
তাও1
(p. 373) tāō1 বি. 1 কাপড়চোপড়ের ভাঁজ; 2 উত্তাপ। [সং. তাপ]। 3)
তাত2
(p. 375) tāta2 বি. 1 উত্তাপ, আঁচ (আগুনের তাত); 2 (আল.) ক্রুদ্ধ মেজাজ। [সং. তপ্ত]। 2)
তাপ
(p. 375) tāpa বি. 1 উষ্ণতা ('প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে': রবীন্দ্র); 2 জ্বর (গায়ের তাপ কমছে না); 3 ক্রোধ, রাগ; 4 দুঃখ, পীড়া ('পাপে তাপে জীর্ণ' এ প্রাণ': রবীন্দ্র)। [সং. √ তপ্ + অ]। ̃ ক বিণ. 1 তাপদায়ক; 2 দুঃখদায়ক। ̃ ত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ। ̃ প্রবাহ বিণ. 1 উষ্ণতার স্রোত; 2 প্রখর তাপ। ̃ মান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার। ̃ হর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ। ̃ হারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী। 24)
দাহ
(p. 407) dāha বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। ̃ ক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা ̃ ন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিত। দাহী (-হিন্) বিণ. দাহকারী। 9)
নিদাঘ
(p. 461) nidāgha বি. 1 গ্রীষ্মকাল; 2 উত্তাপ (নিদাঘপীড়িত)। [সং. নি + √ দহ্ + অ]। 20)
প্রতাপ
(p. 538) pratāpa বি. 1 পরাক্রম ('জগতে তুমি রাজা, অসীম প্রতাপে': রবীন্দ্র); 2 প্রচণ্ড ক্ষমতা, তেজ; 3 প্রভাব, দাপট (হাওয়ার প্রতাপ); 4 উত্তাপ। [সং. প্র + তাপ]। ̃ শালী (-লিন্) বিণ. পরাক্রমযুক্ত। প্রতাপান্বিত বিণ. প্রতাপযুক্ত; পরাক্রমশালী; তেজস্বী। প্রতাপী (-পিন্) বিণ. প্রতাপসম্পন্ন। 60)
ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ভাপ
(p. 661) bhāpa বি. 1 গরম বাষ্প (ফুটন্ত জলের ভাপ লেগেছে); 2 তাপ, উত্তাপ (রোদের ভাপ); 3 গরম সেক (চোখে ভাপ দাও); 4 (আল.) মনের আবেগ, হৃদয়াবেগ। [ সং. বাষ্প]। 50)
সন্তপ্ত
(p. 803) santapta বিণ. 1 সন্তাপযুক্ত, মানসিক যন্ত্রণাযুক্ত (শোকসন্তপ্ত); 2 উত্তাপযুক্ত; 3 জরাদিহেতু দেহে অধিক তাপযুক্ত। [সং. সম্ + তপ্ত]। 50)
সন্তাপ
(p. 803) santāpa বি. 1 উত্তাপ; 2 মানসিক যন্ত্রণা, মনস্তাপ, শোক; 3 জরাদিহেতু দেহের তাপবৃদ্ধি। [সং. সম্ + তাপ]। ̃ ন বি. সন্তাপদান। বিণ. সন্তাপজনক। সন্তাপিত বিণ. 1 মনস্তাপযুক্ত; 2 পীড়িত, দুঃখে কাতর। সন্তাপী (-পিন্) বিণ. সন্তপ্ত, সন্তাপযুক্ত। 55)
সিদ্ধ
(p. 833) siddha বিণ. 1 গরম জলে বা আগুনের তাপে পক্ব (সিদ্ধ ডাল, বেগুন সিদ্ধ); 2 গরম জলের তাপে ফুটানো (সিদ্ধ চাল, কাপড় সিদ্ধ করা); 3 (আল.) উত্তাপের তীব্রতা হেতু ঘর্মাক্ত ও অবসন্ন (গরমে শরীর সিদ্ধ হওয়া); 4 সফল, নিষ্পন্ন, পূর্ণ (প্রয়োজন বা অভিলাষ সিদ্ধ হওয়া); 5 দক্ষ, পারদর্শী, নিপুণ, সুশিক্ষিত (রণকৌশলে সিদ্ধ, সিদ্ধহস্ত); 6 সাধনায় সফল বা উত্তীর্ণ (মন্ত্রসিদ্ধ, সিদ্ধ পুরুষ); 7 অলৌকিক শক্তিযুক্ত (সিদ্ধ কবচ, সিদ্ধ মন্ত্র); 8 প্রমাণিত, প্রতিপাদিত (যুক্তিসিদ্ধ, প্রথাসিদ্ধ, স্বভাবসিদ্ধ)। বি. 1 দেবযোনিবিশেষ; 2 ত্রিকালজ্ঞ মুনি। [সং. √ সিধ্ + ত]। বিণ. বি. স্ত্রী. সিদ্ধা। সিদ্ধ চাল-চাল দ্র। বি. ̃ তা। ̃ কাম, ̃ মনোরথ বিণ অভীষ্ট পূর্ণ হয়েছে এমন। ̃ দেব বি. শিব। ̃ ধাতু বি. (ব্যাক.) যে ধাতু আপনিই সিদ্ধ, যাকে বিশ্লেষণ করা যায় না। ̃ পীঠ বি. লক্ষ বলি, কোটি হোম এবং বিবিধ জপতপের ফলে যে স্হান অতি পবিত্র হয়েছে। ̃ পুরুষ বি. 1 যোগসাধনায় উত্তীর্ণ মহাপুরুষ; 2 (ব্যঙ্গে) অত্যধিক চাতুরির আধার। ̃ বিদ্যা বি. দশমহাবিদ্যা। ̃ রস বি. পারদ। ̃ হস্ত বিণ. অতিশয় দক্ষ বা পারংগম। সিদ্ধাসন বি. যোগসাধনায় উপবেশনের প্রকারবিশেষ। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577693
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185379
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026287
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901061
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us