Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দাহ এর বাংলা অর্থ হলো -

(p. 407) dāha বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)।
[সং. √ দহ্ + অ]।
ক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক।
স্ত্রী. দাহিকান বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ।
বিণ. দাহিত।
দাহী (-হিন্) বিণ. দাহকারী।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুষ্ক্রিয়া
(p. 416) duṣkriẏā বি. কুকর্ম, কুকাজ; পাপ। [সং. দুর্ + ক্রিয়া]। ̃ ন্বিত বিণ. কুকর্মকারী; পাপাচারী। 37)
দেশনা
দাক্ষায়ণী
(p. 402) dākṣāẏaṇī বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]। 40)
দোহালো, দোহাল
(p. 425) dōhālō, dōhāla বিণ. 1 দুধ দেয় এমন; 2 দোহন করা হয় এমন (দোহাল গাই)। বিণ. বি. দুধ যে দোহন করে, দোহক। [সং. √ দুহ্ + অ = দোহ + বাং. আলো]। 24)
দমসানো
(p. 398) damasānō বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া। [দেশি-ধ্বন্যা.]। 24)
দহন
দোলিকা
(p. 425) dōlikā বি. ডুলি বা পালকি। [সং. দোলা + ক (ই আগম) + আ]। 7)
দারুণ
দগড়া
(p. 396) dagaḍ়ā বি. 1 চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; 2 দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]। 9)
দ্বৈরাজ্য
দুতরফা, দুতলা, দুতারা, দুতালা
(p. 411) dutaraphā, dutalā, dutārā, dutālā দ্র দু। 18)
দায়ী
দীয়-মান
(p. 408) dīẏa-māna বিণ. প্রদত্ত হচ্ছে বা দেওয়া হচ্ছে এমন। [সং. √ দা + শানচ্]। 71)
দ্বৈবিধ্য
(p. 426) dbaibidhya বি. 1 দ্বিবিধতা; 2 দ্বিধা, কুণ্ঠা, সংশয় [সং. দ্বিবিধ + য]। 38)
দাত্র
(p. 402) dātra বি. দা, কাটারি। [সং. √ দো + ত্র]। 59)
দাঁত
(p. 402) dān̐ta বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্রচর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ককর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেল। গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। 36)
দুষ্প্রাপ্য
(p. 416) duṣprāpya বিণ. পাওয়া দুঃসাধ্য এমন, দুর্লভ। [সং. দুর্ + প্রাপ্য]। বি. ̃ তা। 49)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
দৌলত
দৌত্য
(p. 425) dautya বি. দূতের কাজ বা বৃত্তি (শান্তির দৌত্য ব্যর্থ হয়েছে)। [সং. দূত + য]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535118
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140619
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730927
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943118
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us